কারেন্ট অ্যাফেয়ার্স ২১ জানুয়ারি ২০২০

702
0

আন্তর্জাতিক

  • আন্তর্জাতিক মার্কিন আইনসভা সেনেটে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট প্রস্তাবের শুনানি শুরু হল। মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টসের সামনে এই শুনানি হচ্ছে। তবে মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্প এই শুনানিকে পাত্তা দিচ্ছেন না। এরই মধ্যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ৫০তম বার্ষিক সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ডের দাভোসে গেলেন তিনি। সেখানে মূল বৈঠকের অবসরে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠক হল তাঁর। কাশ্মীর সমস্যা সমাধানে তিনি সাহায্য করার প্রস্তাব দিলেন। গত ৬ মাসে এই নিয়ে চতুর্থবার তিনি এই মন্তব্য করলেন। ভারত প্রতিবারই এই প্রস্তাব খারিজ করেছে।
  • চিনে সংক্রামক রোগে মৃত্যু হল ৬ জনের। এই ঘটনায় আতঙ্ক দেখা দিয়েছে। ২০০২-০৩ সালে চিনে মার্স ভাইরাসে ৮ শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল। এবার যে ভাইরাসটি চিহ্নিত হয়েছে তার নাম দেওয়া হয়েছে উহান ভাইরাস। এটি প্রথম ধরা পড়ে চিনের উহান প্রদেশে।

 

জাতীয়

  • ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুদেশের মধ্যে দ্বিতীয় ইন্টিগ্রেটেড চেক পোস্টটির উদ্বোধন করলেন এটি যোগবাণী –বিরাটনগর সীমান্তে অবস্থিত।২০১৮ সালে প্রথম ইন্টিগ্রেটেড চেক পোস্টের উদ্বোধন হয়েছিল রকসৌল–বীরগঞ্জ সীমান্তে।
  • ২৬ জানুয়ারি থেকে মহারাষ্ট্রের প্রতিটি স্কুলে প্রতিদিন সংবিধানের প্রস্তাবনা পাঠ বাধ্যতামূলক করল মহারাষ্ট্র সরকার।

 

বিবিধ

  • সুইজারল্যান্ডের দাভোলে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মঞ্চে পুরস্কৃত হলেন দীপিকা পাড়ুকোন। মানসিক ভাবে অবসাদগ্রস্তদের জন্য কাজ করার সুবাদে খ্রিস্টান পুরস্কার পেলেন তিনি।

 

খেলা

  • রঞ্জি ট্রফির ম্যাচে বাংলা ইনিংস ও ৩০৩ রানে হারাল হায়দরাবাদকে। বাংলার ৭ উইকেটে ৬৩৫ রানের জবাবে হায়দরাবাদের সংগ্রহ দুই ইনিংসে যথাক্রমে ১৭১ এবং ১৬১ রান। ম্যান অব দ্য ম্যাচ হলেন অপরাজিত ৩০৩ রান করা মনোজ তিওয়ারি।
  • অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারত ১০ উইকেটে জাপানকে হারাল।
  • ইস্টবেঙ্গল কোচের পদ থেকে ইস্তফা দিলেন স্পেনীয় কোচ আলেসান্দ্রো মেনেন্দেস গার্সিয়া।