কারেন্ট অ্যাফেয়ার্স ২১ জুন ২০২০

1142
0

আন্তর্জাতিক

  • মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ ছড়িয়েছে ২৩ লক্ষ ৩২ হাজার মানুষের মধ্যে যা বিশ্বে সবথেকে বেশি৷ তাও এর মধ্যেই নির্বাচনী জনসভা শুরু করে দিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্র্যাম্প৷ লকডাউনের পর তিনি প্রথম সভাটি করলেন ওকলাহামারর টালসায়৷ তিনি চিনকে ইঙ্গিত করে করোনা ভাইরাসকে ‘কুংফু’ নামে ডাকলেন৷ প্রসঙ্গত কুংফু মার্শাল আর্টের জন্ম হয়েছিল চিনে৷
  • বিশ্বে করোনা ভাইরাসে মোট ৯০০৫৩২৬ জন আক্রান্ত হয়েছেন৷ জীবনহানি হয়েছে ৪৬৮৭১২ জনের৷ বাংলাদেশের সঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাও করোনায় আক্রান্ত হয়েছেন৷
  • ইংল্যান্ডের রিডিং শহরে একটি পার্কে একজন আততায়ীর ছুরিকাঘাতে মৃত্যু হল ৩ জনের৷ পুলিশের দাবি এটি সন্তাসবাদী হামলা৷

 

জাতীয়

  • দেশের স্বার্থে চরম সিদ্ধান্ত নেওয়ার জন্য দেশের ৩ বাহিনীকে বার্তা দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং৷ এদিন ৩ বাহিনীর প্রধান এবং চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতকে নিয়ে বৈঠক করলেন তিনি৷
  • দেশে কোভিড ১৯৯ রোগে আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ অতিক্রম করল৷ মাত্র ৮ দিনে ৩ লক্ষ থেকে এই সংখ্যায় পৌঁছল আক্রান্তের সংখ্যা৷ গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১৫৪১৩ জন আক্রান্ত হলেন করোনায়৷ মৃত্যু হল ৩০৬ জনের৷ সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ৪১০৪৬১৷ ১৩২৫৪ জনের প্রাণহানি হয়েছে এই সংক্রমণে৷ করোনায় আধাসামরিক বাহিনীর ১৮ জন জওয়ানেরও মৃত্যু হয়েছে৷

 

 

বিবিধ

  • একটানা ১৫ দিন ধরে প্রত্যহ বৃদ্ধি পেল পেট্রোল ডিজেলের দাম৷ প্রতি লিটার পেট্রোল ও ডিজেলে মোট ৭.৯৭ টাকা ও ৮.৮৮ টটাকা বৃদ্ধি পেয়েছে৷
  • স্বল্প ও মাঝারি উপসর্গ থাকা কোভিডড ১৯ রোগীদের জন্য সিপলা সংস্থাকে ‘সিপ্রেমি’ এবং হেটেরো সংস্থাকে ‘কোভিফর’ ওষুধ তৈরি ও বিক্রির ছাড়পত্র দিল ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া৷
  • দেশের বিভিন্ন অংশ থেকে প্রত্যক্ষ করা গেল সূর্যগ্রহণ৷ কোন কোন অংশ থেকে বলয় গ্রহণও দেখা গেছে৷

 

 

খেলা

  • বুন্দেশলিগায় টানা ১৫টি ম্যাচ জয়ের রেকর্ড গড়েছে বায়ার্ন মিউনিখ৷ ১৯ জুন ফ্রেইবার্গের বিরুদ্ধে ম্যাচে খেলেছেন সরপ্রীত সিং৷ এই প্রথম কোন ভারতীয় বংশোদ্ভূত বুন্দেশলিগায় খেললেন৷
  • প্রয়াত হলেন রাজেন্দর গোয়েল (৭৭)৷ ২৭ বছরের ক্রিকেট জীবনে প্রথম শ্রেণির ১৫৭টি ম্যাচে ৭৫০টি উইকেট পেয়েছিলেন এই বাঁ হাতি স্পিনার৷ ২০১৭ সালে পেয়েছিলেন সি কে নাইডু ট্রফি৷ তিনি ছিলেন হরিয়ানার বাসিন্দা৷
  • শচীন তেন্ডুলকরকে ২ বার ভুল আউট দিয়েছিলেন৷ এক সাক্ষাৎকারে একথা স্বীকার করলেন প্রাক্তন আম্পায়ার স্টিভ বাকনর৷