আন্তর্জাতিক
- পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকেই অপহৃত হলেন প্রবীণ পাক সাংবাদিক মতিউল্লা জান৷ তিনি পাক সরকার ও সেনাবাহিনীর বিভিন্ন বিতর্কিত আচরণের কড়া সমালোচক৷ এই ঘটনায় অভিযোগের আঙুল উঠল পাক সেনার দিকেই৷
- ‘ভারত যখন ভয়াল মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে ব্যস্ত তখন লাদাখের গালওয়ান উপত্যকায় অনুপ্রবেশ করেছিল চিনা সেনা৷ দক্ষিণ চিন সাগরের মতো গালওয়ানেও তাদের মনোভাব আগ্রাসী৷’ মার্কিন কংগ্রেসের প্রতিনিধি সভায় এই প্রস্তাব আনা হল৷
- বিশ্বে ১,৪৯,৬৯,৩৫১ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ প্রাণহানি হয়েছে ৬,১৫,৮৫৩ জনের৷ আশা জাগিয়ে রাশিয়া দাবি করল কোভিড প্রতিরোধে তাদের সম্ভাব্য প্রতিষেধকটি হিউম্যান ট্রায়ালে আশাপ্রদ ফল করেছে৷ এদিকে বিদেশ থেকে তাদের দেশে প্রবেশ করলে কোভিড নেগেটিভ শংসাপত্র বাধ্যতামূলক বলে বিজ্ঞপ্তি জারি করল চিন৷ সংক্রমণের নিরিখে বিশ্বে এখন তাদের ক্রম ২৬৷
জাতীয়
- ২০২০ সালের অমরনাথ যাত্রা বাতিল করা হল৷ দেশে মোট কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১১,৫৫,১৯১৷ প্রাণহানি হয়েছে ২৮,০৮৪ জনের৷ রাজধানী দিল্লির ২৩.৪৮ শতাংশ বাসিন্দা করোনা আক্রান্ত বলে জানাল কেন্দ্রীয় সরকারের সেরো সমীক্ষা৷ এদিকে দিল্লি থেকে ঝাড়খণ্ডে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিল একটি পরিবার৷ অনুষ্ঠানের দু-তিন সপ্তাহের মধ্যে পরিবারের বৃদ্ধা মা ও তাঁর চার পুত্রেরই করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর খবর পাওয়া গেল৷ অন্যদিকে সংক্রমণ রুখতে ভালভ রয়েছে এমন এন৯৫৫ মাস্ক ব্যবহার না করার পরামর্শ দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক৷
- ১৯৮৫ সালে রাজস্থানের ভরতপুরে রাজা মান সিংকে গুলি করে হত্যার ঘটনায় ১১ জন পুলিশকর্মীকে দোষী সাব্যস্ত করল মথুরার একটি আদালত৷
বিবিধ
- আরও ৬টি বিমানবন্দর পরিচালনার ভার বেসরকারি হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করল কেন্দ্রীয় সরকার৷ এই বিমানবন্দরগুলি হল ভুবনেশ্বর, রায়পুর, অমৃতসর, বারাণসী, ইন্দোর ও তিরুচিরাপল্লী৷
- মধ্যপ্রদেশের রাজ্যপাল লালাজি ট্যান্ডন (৮৫) প্রয়াত হলেন৷ তিনি উত্তরপ্রদেশের প্রাক্তন মন্ত্রী৷
- বিজ্ঞানী শান্তনু ভৌমিককে ‘লিডারশিপ অ্যান্ড এক্সেলেন্স অ্যাওয়ার্ড’ দিল ইউনেস্কো৷ প্লাস্টিক বর্জ্য ব্যবহার করে আসবাব, টালি বানানোর প্রযুক্তি উদ্ভাবন করেছেন তিনি৷
খেলা
- ইতালিতে সেরি-আ ফুটবল লিগে বুভেন্তাস ২-১ গোলে হারাল লাজিয়োকে৷ এদিন জোড়া গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷ সেরি-আ-তে তাঁর গোল সংখ্যা হল ৫১৷ বর্তমানে তিনিই একমাত্র ফুটবলার যাঁর ইউরোপের তিনটি বড় লিগে (অন্য দুটি ম্যাঞ্চেস্টারর ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের হয়ে) ৫০টি বা তার বেশি গোল রয়েছে৷ সেরি আ-তেও এ মরসুমে ৩০টি গোল করে রোনোল্ডো যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার স্থানে রয়েছেন সিরো ইমসোবিলের সঙ্গে৷
- আইসিসি-র অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে জেসন হোল্ডারকে সরিয়ে শীর্ষস্থানে চলে এলেন বেন স্টোকস৷ টেস্ট ব্যাটসম্যানের তালিকায় বেন পেলেন তৃতীয় স্থান৷
লাইভ টিভি দেখুন: https://chetana.tv/
বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল