কারেন্ট অ্যাফেয়ার্স ২১ ডিসেম্বর, ২০১৮

schedule
2018-12-22 | 12:20h
update
2018-12-22 | 12:20h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • আফগানিস্তান থেকে কয়েক মাসের মধ্যেই ধাপে-ধাপে প্রথমে ৭০০০ সেনা সরানোর সিদ্ধান্ত জানাল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর। ২০০১ সালের ১১ সেপ্টেম্বের মার্কিন মুলুকে জঙ্গি হানার ঘটনার পর-পরই মার্কিন সেনা মোতায়েন করা হয়েছিল সেখানে। গত ১৭ বছরে সেখানে প্রায় ২৫০০ মার্কিন সেনার মৃত্যু হয়েছিল বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা সচিব জিম ম্যাটিস। ফেব্রুয়ারির পর তিনি আর পদে থাকবেন না বলে জানিয়েছেন।
  • অবাঞ্ছিত ড্রোন উড়ানে একটানা ৩২ ঘণ্টা বন্ধ থাকল লন্ডনের গ্যাটউইক বিমানবন্দর। বাতিল হল ৭৬০টি উড়ান। বিমান বন্দরে আকাশে অন্তত ৫০ বার বিপজ্জনক ভাবে দুটি ড্রোন উড়তে দেখা যায়। সেগুলির উৎস চিহ্নিত করা যায়নি।
Advertisement

 

জাতীয়

  • দেশের যাবতীয় কম্পিউটার, স্মার্ট ফোন, ডিজিটাল প্যাড এবং ট্যাবে সংরক্ষিত নথির ওপর নজরদারি করতে পারবে কেন্দ্রীয় সরকারের ১০টি গোয়েন্দা সংস্থা। তথ্য প্রযুক্তি আইনের ৬৯ ধারা উদ্ধৃত করে এই বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এর প্রতিক্রিয়ায় বিরোধী দলুসমূহ সহ দেশজুড়ে বিতর্ক শুরু হয়েছে।
  • সোহরাবুদ্দিন শেখ হত্যা মামলায় সব অভিযুক্তই বেকসুর খালাস পেলেন। ২০০৫ সালের নভেম্বর মাসে খুন হয়েছিলেন সোহরাবুদ্দিন। সাজানো সংঘর্ষে তাঁর হত্যার অভিযোগ উঠেছিল গুজরাট পুলিশের বিরুদ্ধে। ২০১৯ সালে ১৬ জন অভিযুক্তকে মুক্তি দিয়েছিল বিশেষ সিবিআই আদালত। এদিন অবশিষ্ট ২ জন অভিযুক্তকে প্রমাণের অভাবে মুক্তি দেওয়া হল। এই মামলায় ২১০ জন জঙ্গির মধ্যে ৯২ জন বয়ান বদল করেছিলেন।
  • ১৯৯৫ সালে তন্দুর মামলায় দোষী সাব্যস্ত সুশীল শর্মাকে মুক্তি দিল দিল্লি হাইকোর্ট। তিনি ২৯ বছর জেল খেটেছেন।

 

বিবিধ

  • বিশ্বজুড়ে ধস নামল শেয়ার বাজারে। মার্কিন যুক্তরাষ্ট্রের শেয়ার সূচক ডাও জেন্সি পড়ল ৫০০ অঙ্ক। ভারতের শেয়ার বাজারের সূচক সেনসেক্স ৬৮৯.৬০ অঙ্ক এবং নিফটি ১৯৭.৭০ অঙ্ক কমল।
  • ‘অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন’-এর ডাকে ধর্মঘটে শামিল হলেন দেশের রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কগুলির অফিসাররা। বেতন কাঠামো সংস্কারের দাবিতে ও ব্যাঙ্ক সংযুক্তির বিরোধিতায় এই ধর্মঘট ডাকা হয়।

 

খেলা

  • নিউজিল্যান্ড সফরে ভারতের মহিলা ক্রিকেট দলের নেতৃত্ব দেবেন মিতালি রাজ। টি২০ দলের নেতৃত্ব দেবেন হরমনপ্রীত কৌর এদিন এই সিদ্ধান্ত জানাল বিসিসিআই।
  • আই লিগে ইন্ডিয়ান অ্যারোজ ১-০ গোলে হারাল গোকুলাম কেরল এফসিকে। চলতি আই লিগে এটি অ্যারোজের দ্বিতীয় জয়।
  • রাশিয়া বিশ্বকাপ ফুটবলে খেলা দেখেছেন বিশ্বজুড়ে  ৩৫০ কোটি মানুষ। এদিন এই তথ্য জানাল ফিফা।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.04.2024 - 09:19:57
Privacy-Data & cookie usage: