কারেন্ট অ্যাফেয়ার্স ২১ মে ২০১৮

1002
0

জাতীয়

  • পূর্বভারতে প্রথম হৃৎপিণ্ড প্রতিস্থাপনের ঘটনা ঘটল কলকাতার আনন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে। বেঙ্গালুরুর এক যুবক পথ দুর্ঘটনায় জখম হয়েছিলেন। ব্রেন ডেথ হওয়ার পর তাঁর অঙ্গদানে সায় দেন পরিবার পরিজন। ঝাড়খণ্ড নিবাসী দিলচাঁদ সিংও হৃৎপেশীর দুর্বলতায় কলকাতায় ভর্তি ছিলেন। এদিন সকাল ৭টা ১০ মিনিটে বেঙ্গালুরু থেকে সংগ্রহ করা হৃদ্‌যন্ত্র সকাল ১১টা ২৯ মিনিটে কলকাতার ফর্টিস হাসপাতালে পৌঁছয় ও তারপর সেটি প্রতিস্থাপন করা হয়। দমদম বিমানবন্দর থেকে ১৮ কিমি দূরে হাসপাতালে গ্রিন চ্যানেল গড়ে ১৮ মিনিটে হৃৎপিণ্ডটি পৌঁছে দেওয়া হয়েছিল।
  • কেরলের কোঝিকোড়ে নিপা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৯। বাদুড় থেকে এই ভাইরাস খেজুর বা অন্য ফলের মাধ্যমে মানবদেহে ছড়িয়ে পড়ে।

আন্তর্জাতিক

  • ভেনেজুয়েলার রাষ্ট্রপতি পদে পুনরায় নির্বাচিত হলেন নিকোলাস মাদুরো। দেশে যখন খাদ্য সঙ্কট, ওষুধের জন্য হাহাকার এবং অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে তখন ৬৮ শতাংশ ভোট পেয়ে তিনি ফের ৬ বছরের জন্য মসনদে বসলেন।
  • সিরিয়ার রাজধানী দামাস্কাস সহ সংলগ্ন অঞ্চল পুরোপুরি মুক্ত আইএস জঙ্গি এবং কুর্দ বিদ্রোহীদের কবল থেকে। এদিন সিরিয়ার সেনা কম্যান্ড এই ঘোষণা করল।
  • ইরানের ওপর নজিরবিহীন আর্থিক নিষেধাজ্ঞা চাপানোর হুমকি দিলেন মার্কিন বিদেশ সচিব মাইক পম্পোয়া।
  • রাশিয়া সফরে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোচি শহরে এদিন তাঁর সঙ্গে বৈঠক হল রুশ রাষ্ট্রপতি ভ্রাদিমির পুতিনের। দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি, ব্রিকস আন্তর্জাতিক উত্তর-দক্ষিণ করিডোর গঠন প্রভৃতি বিষয় নিয়ে কথা হল বৈঠকে।
  • বাংলাদেশ পুলিশের বিশেষ অভিযানে ২২ জন মাদক চোরাচালানকারীর মৃত্যু হল।

খেলা

  • থাইল্যান্ড ওপেন টেবিল টেনিসের ডাবলসে ভারতের জি সাথিয়ান ও সানিল শেট্টি জুটি রুপোর পদক জিতল।
  • উবের কাপ ব্যাডমিন্টনের দ্বিতীয় ম্যাচে ভারত ৪-১ গেমে অস্ট্রেলিয়াকে হারাল।
  • লা লিগায় আগেই চ্যাম্পিয়ন হয়েছিল বার্সেলোনা। এদিন গ্রুপ লিগের শেষ ম্যাচে রিয়াল সোসিদাদকে ১-০ গোলে হারাল তারা। ৩৮ ম্যাচে তাদের সংগ্রহ ৯৩ পয়েন্ট। লা লিগায় এ মরসুমে ৩৪টি গোল করে সর্বোচ্চ গোলদাতার পিচ্চি ট্রফি পেলেন লিওনেল মেসি। এই নিয়ে তিনি পঞ্চম বার এই ট্রফি পেলেন। সবথেকে বেশি ৬ বার এই ট্রফি পেয়েছিলেন তেলমো জারা। এদিনই বার্সেলোনার হয়ে শেষ ম্যাচ খেললেন আন্দ্রে ইনিয়েস্তা। ১৯৯৬ সাল থেকে তিনি বার্সেলোনার সঙ্গে যুক্ত ছিলেন। ১৬ মরসুমে ৩৫টি ট্রফি জয়ী দলটির সদস্য ছিলেন তিনি। গোল করেছেন ৫৭টি।

বিবিধ

  • রাষ্ট্রায়ত্ত রেল বিকাশ নিগমকে ১০ শতাংশ শেয়ার বাজারে ছাড়ার অনুমতি দিল সেবি।
  • মার্কিন যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের এলমহার্স্টের একটি স্কুল ‘সাউথ এশিয়ান ডুয়াল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম’ শুরু করল। এই পাঠক্রমে পড়ুয়ারা বাংলা ভাষাতেও শেখার সুযোগ পাবে। প্রসঙ্গত, নিউইয়র্কে সাড়ে তিন লক্ষ দক্ষিণ এশীয় মানুষ থাকেন। তাঁদের একটা বড় অংশই বাঙালি।
  • রাজ্যে সিভিক ভলান্টিয়ারদের বেতন মাসে ৫৫০০ থেকে বাড়িয়ে ৮০০০ টাকা করার সিদ্ধান্ত জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামনের অক্টোবর মাস থেকে তা কার্যকর হবে। আশা কর্মীদের মাসিক ভাতা বাড়িয়ে ৩০০০ টাকা ও অঙ্গনওয়াড়ি কর্মী সহায়কদের মাসিক ভাতা ১০০০ টাকা করে বাড়ানো হবে ওই সময় থেকেই।