কারেন্ট অ্যাফেয়ার্স ২২ অক্টোবর, ২০১৮

792
0
Current Affairs 22 Oct

জাতীয়

  • দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তি সই হল ভারত ও চিনের স্টেট কাউন্সিলর তথা নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ঝাও কোঝি এই চুক্তিতে সই করলেন।
  • নয়া দিল্লিতে সিবিআই দপ্তরেই তল্লাশি চালাল সিবিআই। গ্রেপ্তার করা হল সিহবআই-এর ডেপুটি সুপারিনটেনডেন্ট দেবেন্দ্রকুমারকে।
  • ২০১৭-১৮ অর্থবর্ষে দেশে ৮১৩৪৪ জন ব্যক্তি বার্ষিক এক কোটি টাকা বা তার বেশি আয় করেছেন। সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্স এই তথ্য জানাল। দেশে ৪ বছরে কোটিপতির সংখ্যা ৬৮ শতাংশ বেড়েছে।

আন্তর্জাতিক

  • সাংবাদিক জামাল খাস্তোগিকে খুন করা দুর্ভাগ্যজনক ও বড় ভুল বলে জানালেন সৌদি আরবের বিদেশমন্ত্রী আদেল আল জুবের। তাঁর দাবি, এই ঘটনায় সৌদি যুবরাজ মহম্মদ বিন সলমন জড়িত নন।
  • কয়েক লক্ষ শরণার্থীর মিছিল গুয়েতেমালা থেকে এগিয়ে চলেছে মেক্সিকো সীমান্তের দিকে। তাঁদের সম্পর্কে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন ‘দেশের দক্ষিণ সীমান্তে বেআইনি ভিনগ্রহের প্রাণীদের অনুপ্রবেশ আমরা রুখবই’।

খেলা

  • জম্মু ও কাশ্মীর থেকে প্রথম দল হিসাবে আই লিগে অভিষেক হবে রিয়াল কাশ্মীর ফুটবল ক্লাবের। এদিন ক্লাবটি চুক্তিবদ্ধ হল ক্রীড়া সরঞ্জাম নির্মাতা অ্যাডিডাসের সঙ্গে।
  • এ বছর রঞ্জি ট্রফির ৪টি ম্যাচ হবে নাগাল্যান্ডে। এ দিন এই খবর জানাল বিসিসিআই। প্রসঙ্গত এ বছরই বিজয় হাজারে ট্রফির প্লেট গ্রুপে অভিষেক হল নাগাল্যান্ডের।

বিবিধ

  • ওড়িশায় পর-পর তিন দিন পেট্রোলের দরকে ছাপিয়ে গেল ডিজেলের দর। দেশের মধ্যে একমাত্র এই রাজ্যেই এই ঘটনা দেখা গেল। এর কারণ এই রাজ্যে পেট্রোল ও ডিজেলের ওপর একই হারে (২৬ শতাংশ) ভ্যাট বসানো হয়েছে। ডিজেলের মূল দাম বেশি হওয়ায় করযুক্ত মূল্যও বৃদ্ধি পেয়েছে।
  • ভারত থেকে পশুখাদ্য (রেপসিড মিল) আমদানিতে ২০১১ সালে চিন যে নিষেধাজ্ঞা জারি করেছিল তা প্রত্যাহার করল।