কারেন্ট অ্যাফেয়ার্স ২২ অক্টোবর ২০১৯

schedule
2019-10-23 | 13:12h
update
2019-10-23 | 13:12h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • কানাডার সাধারণ নির্বাচনে এককভাবে সংখ্যাগরিষ্ঠ দল হল ক্ষমতাসীন লিবারাল পার্টি। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর দল ৩৩৮টির মধ্যে ১৫৭টি আসন পেয়েছে। আর ১৩ জন সাংসদের সমর্থন পেলেই দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হবেন ট্রুডো। প্রাক নির্বাচনী সমীক্ষায় বলা হয়েছিল এবার ক্ষমতা হারাচ্ছেন তিনি।
  • ইজরায়েলে সরকার গড়ার জন্য প্রয়োজনীয় সংসদের সমর্থন জোগাড় করতে ব্যর্থ হলেন বেঞ্জামিন নেতানিয়াহু। তাঁর দল একক ভাবে সরকার গড়তে পারেনি। এরপর জোট সরকার গড়ার ডাক পেতে পারেন বিরোধী দলনেতা বেনি গানজ।
  • টোকিয়োয় ইম্পেরিয়াল প্যালেসের পাইন রুমে সম্রাট নরুহিতোর রাজ্যাভিষেক সম্পন্ন হল। পাশে ছিলেন তাঁর স্ত্রী মাসাকো।
Advertisement

 

জাতীয়

  • প্রধানমন্ত্রীর বাসভবনে প্রধামন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক করলেন অর্থনীতিবিদ অভিজিত বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।
  • ভ্রাম্যমাণ প্ল্যাটফর্ম থেকে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ছোড়ার পরীক্ষা সফল হল। ভূমি থেকে ভূমি ৩০০ কিমি পাল্লার ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ক্রাক দ্বীপ থেকে।
  • ২০১৭ সালে দেশে সংগঠিত অপরাধের তালিকা প্রকাশ করল ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো। অপরাধের নিরিখে প্রথম পঁচটি রাজ্য হল যথাক্রম উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, কেরল এবং দিল্লি। পশ্চিমবঙ্গের স্থান সপ্তম।

 

বিবিধ

  • ধর্মঘটে শামিল হলেন দেশের অধিকাংশ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মীরা।ব্যাঙ্কগুলির সংযুক্তিকরণের বিরুদ্ধে এই ধর্মঘট ডাকা হয়েছিল।
  • তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিস–এর শেয়ার দর একদিনে ১৬.২১ শতাংশ হ্রাস পেল। লগ্নিকারীদের ক্ষতি হল ৫৩ হাজার কোটি টাকার।সংস্থার আর্থিক হিসেবে গরমিলের অভিযোগ প্রকাশ্যে আসায় শেয়ার বাজারে তার বিরূপ প্রভাব পড়ল।
  • আন্তর্জাতিক কিউএস স্থানাঙ্কে দেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি পেল আইআইটি বম্বে। রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে দেশের প্রথম ও দ্বিতীয় স্থান পেল কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়।

 

খেলা

  • রাঁচি টেস্টে ইনিংস ও ২০২ রানে জিতল ভারত। এদিন মাত্র ২ ওভার খেলে ১ রান করে ১৩৩ রানে শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস। ম্যান অব দ্য ম্যাচ এবং ম্যান অব দ্য সিরিজ হলেন রোহিত শর্মা। এই টেস্টে সিরিজ ৩-০ ব্যবধানে জয়ী হল ভারত। দেশের মাটিতে এই নিয়ে পর-পর ১১টি সিরিজ জিতল তারা। ভারত ও দক্ষিণ আফ্রিকা খেলেছিল যথাক্রমে বিরাট কোহলি এবং ফাফ ডু প্লেসির নেতৃত্বে।
  • ব্যালন ডি ওর পুরস্কারের প্রাথমিক বাছাই ৩০ জনের তলিকা প্রকাশিত হল। প্রসঙ্গত, ২০১৯ সালে উয়েফার বর্ষসেরা ফুটবলার হয়েছেন ভার্জিল ফন ডিক এবং ফিফার বর্ষসেরা পুরস্কার জিতেছেন লিওনেল মেসি।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
23.04.2024 - 10:23:18
Privacy-Data & cookie usage: