কারেন্ট অ্যাফেয়ার্স ২২ এপ্রিল, ২০১৯

434
0
Current Affairs 22 April 2019

আন্তর্জাতিক

  • ইউক্রেনের রাষ্ট্রপতি নির্বাচনে ৭৩ শতাংশ ভোট পেয়ে ভেলোদিমির জিলেনস্কি নির্বাচিত হলেন। ৪১ বছরের জিলেনস্কি একজন কৌতুকাভিনেতা। ‘সারভেন্ট অব দ্য পিপল’স টিভি’ সিরিজে তিনি রাষ্ট্রপতির ভূমিকায় অভিনয় করেছিলেন ও প্রভূত জনপ্রিয়তা পান। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে নানা দুর্নীতির অভিযোগে বিদায়ী রাষ্ট্রপতি পেত্রো পোরোসেঙ্কোর জনপ্রিয়তা তলানিতে ঠেকেছিল।
  • শ্রীলঙ্কায় ইস্টার রবিবারের বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে হল ২৯০। এই হামলা ‘ন্যাশনাল তৌহিদ জামাত’ (এনটিজে) চালিয়েছে বলে জানাল প্রশাসন। মধ্যরাতে শর্তসাপেক্ষ জরুরি অবস্থা জারি করেছে শ্রীলঙ্কা সরকার। গ্রেপ্তার করা হয়েছে ২৪ জনকে। নিহতদের মধ্যে ৮ জন ভারতীয়। ডেনমার্কের ধনকুবের অ্যান্ডের্স হন্ট পভলসনের ৩ সন্তান নিহত হয়েছেন জঙ্গি হামলায়। ৭ জন আত্মঘাতী জঙ্গির মধ্যে কয়েকজনকে চিহ্নিত করতে পেরেছে প্রশাসন।

জাতীয়

  • বাল্যবিবাহ রুখতে অভিনব পদক্ষেপ নিলেন রাজস্থানের বুঁদির জেলাশাসক রুক্মিনী রিয়ার। বিয়ের কার্ডে পাত্র ও পাত্রীর জন্মতারিখ উল্লেখ করা এবং ‘বাল্যবিবাহ শাস্তিযোগ্য অপরাধ’ লেখার নির্দেশিকা জারি করলেন তিনি।
  • নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে নভজ্যোত সিং সিধুর সমস্ত রকম নির্বাচনী কার্যাবলিতে ৭২ ঘণ্টার জন্য নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন।

বিবিধ

  • ইরান থেকে তেল আমদানির নিষেধাজ্ঞা থেকে ভারত সহ ৮টি দেশকে যে ছাড় দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র সেই ছাড় তারা প্রত্যাহার করে নিল। গত অর্থবর্ষে ভারত ইরান থেকে ৯ শতাংশ তেল আমদানি করেছিল।
  • ২০১৮-১৯ অর্থবর্ষে দেশের বিমান যাত্রীর হার ১৪.২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানা  গেল। তার আগের অর্থবর্ষে ওই হার ছিল ১৮.৩ শতাংশ।

খেলা

  • ফরাসি লিগ ওয়ান চ্যাম্পয়ন হল প্যারিস সঁজা। এই নিয়ে তারা ষষ্ঠবার এই খেতাব জিতল। এদিন এই ট্রফি জেতার পর-পরই বিশ্বরেকর্ড করলেন বিজয়ী দলের ব্রাজিলিয়ান তারকা ড্যানি অ্যালভেস। ১৯ বছরের ফুটবল জীবনে ৪২টি ট্রফি জিতলেন তিনি। ড্যানি ভাঙলেন মিশরের হোসান হোসিনের রেকর্ড।
  • কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব প্রদত্ত এ বছরের দেশের শ্রেষ্ঠ ক্রীড়াবিদের পুরস্কার ঝুলন গোস্বামী পাচ্ছেন বলে জানানো হল।
  • ব্যাঙ্ককে এশীয় বক্সিং চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে ভারতের কবিন্দর সিং বিস্ত হারালেন বিশ্বচ্যাম্পিয়ন কাইরাত ইয়েরানিলিয়েভকে।
  • এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিনশিপে ভারতের শীতপাল সিং রুপো এবং জাভির এমপি, সরিতা বেন গায়কোয়াড় ব্রোঞ্জ পেলেন।