কারেন্ট অ্যাফেয়ার্স ২২ জুলাই ২০১৯

schedule
2019-07-25 | 13:47h
update
2019-07-25 | 13:47h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হল। বৈঠকে ট্রাম্প দাবি করেন কাশ্মীর নিয়ে মধ্যস্থতা করার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে অনুরোধ করেছেন। এদিনই ভারত এই দাবি ঠিক নয় বল জানিয়ে দিয়েছে। এদিকে মার্কিন কংগ্রেস ও ইউরোপীয় ইউনিয়নের কয়েক জন সদস্য চিঠি লিখে পাক সরকারের মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলি স্মরণ করিয়ে দিলেন ট্রাম্পকে।
  • ইদলিবে রুশ বিমান হানায় মৃত্যু হয়েছে সুপরিচিত চিত্র সাংবাদিক আনাম-আল-দিয়াবের (২৩)। যুদ্ধের ছবি তোলায় বিখ্যাত ছিলেন তিনি।
  • মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-র  ১৭ জন চরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানাল ইরান। তাদের কয়েকজনকে মৃত্যুদণ্ডও দেওয়া হয়েছে। ১৭ জনই ইরানের নাগরিক।
Advertisement

জাতীয়

  • চন্দ্রযান ২-এর উৎক্ষেপণ সফল হল। শ্রীহরিকোটা থেকে দুপুর ২টো ৪৩ মিনিটে জিএসএলভি মার্ক থ্রি রকেটটি (‘বাহুবলী’ বলা হচ্ছে যাকে) রওনা হয় এবং ১৬ মিনিট ১৪.৩ সেকেন্ড পর নির্দিষ্ট কক্ষপথে পৌঁছে দেয় চন্দ্রযান ২-কে। রোভান প্রজ্ঞান যান সহ আগামী ৭ সেপ্টেম্বর চাঁদের মাটিতে অবতরণ করার কথা এই চন্দ্রযানের।
  • মুম্বইয়ের বান্দ্রায় ৯তল বিশিষ্ট এমটিএনএল সংস্থার টেলিফোন ভবনে আগুন লাগে। এই প্রথম অগ্নিকাণ্ড নির্বাপণে রোবট (রোবোফায়ার) ব্যবহার করা হল। উদ্ধার করা হল ৮৪ জনকে।

বিবিধ

  • ভারতে বেসরকারি ডিজিটাল মুদ্রা নিষিদ্ধ করতে সুপারিশ করল কেন্দ্রীয় সরকার নিযুক্ত আন্তঃমন্ত্রক কমিটি। একই সঙ্গে তারা একটি সরকারি ডিজিটাল মুদ্রা চালুর প্রস্তাব করেছে।
  • ১৯৬৮ সালের জানুয়ারি মাসে ৫২ জন কর্মী সহ নিখোঁজ হয়ে গিয়েছিল একটি ফরাসি সাবমেরিন। এতদিন পর মার্কিন তল্লাসি যান ‘ওশেন ইনফিনিটি’ তার খোঁজ পেল। তুলোঁ বন্দর থেকে ৪৫ কিমি দূরে ৭৮০০ ফুট গভীর থেকে ধ্বংসপ্রাপ্ত সাবমেরিনটি উদ্ধার করা হল।

খেলা

  • কমনওয়েলথ টেবল টেনিসে মেয়েদের সিঙ্গলসে ঐহিকা মুখোপাধ্যায় এবং ছেলেদের সিঙ্গলসে হরমিত দেশাই সোনা জিতলেন। এই প্রতিযোগিতার ৭টি সোনার পদকই জিতে প্রথম স্থান পেল ভারত। ভারত জিতেছে ৭টি সোনা, ৫টি রুপো, ৩টি ব্রোঞ্জ। ইংল্যান্ড (২ রুপো, ৩ ব্রোঞ্জ) পেয়েছে দ্বিতীয় স্থান। সিঙ্গাপুর (৬ ব্রোঞ্জ) পেল তৃতীয় স্থান। এই প্রতিযোগিতার আসর বসেছিল কটকে।
  • ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিরুদ্ধে বেসরকারি এক দিনের সিরিজে রাহুল দ্রাবিড়ের প্রশিক্ষণাধীন ভারতীয় ‘এ’ দল জয়ী হল ১-১ ব্যবধানে।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
11.04.2024 - 00:36:15
Privacy-Data & cookie usage: