কারেন্ট অ্যাফেয়ার্স ২২ জুলাই ২০২০

658
0
Current Affairs 2nd November

আন্তর্জাতিক

  • হিউস্টনের চিনা দূতাবাস বন্ধের নির্দেশ দিল মার্কিন যুক্তরাষ্ট্র৷ চরবৃত্তির অভিযোগ এনে ৭২ ঘণ্টার মধ্যে তা বন্ধের নির্দেশ দিল ট্রাম্প প্রশাসন৷ দ্বিপাক্ষিক সম্পর্কে এর প্রভাব পড়বে বলে জানালো চিন৷
  • গোটা বিশ্বে দেড় কোটি অতিক্রম করল কোভিড আক্রান্তের সংখ্যা (১৫২৩৩৩৮৮)৷ মোট প্রাণহানি হয়েছে ৬২২৫৬৫ জনের৷
  • স্যাকটেং অভয়ারণ্য নিয়ে চিনের দাবি খারিজ করল ভুটান৷ নয়াদিল্লিতে ভুটান দূতাবাস থেকে চিনের দূতাবাসে এবিষয়ে কূটনৈতিক প্রতিবাদ পত্র বা ডিমার্শে পাঠান হল৷ অতীতে সীমান্ত নিয়ে ২৪ বার বৈঠক হলেও স্যাকটেং নিয়ে এই দাবি ওঠেনি৷ অথচ জিইএফ কাউন্সিলে তারা আচমকা স্যাকটেং অভয়ারণ্যকে চিনের জমি বলে দাবি করে বসে৷

 

জাতীয়

  • দুস্কৃতীদের গুলিতে মৃত্যু হল উত্তরপ্রদেশের সাংবাদিক বিক্রম যোশীর৷ কিছুদিন আগে নিজের ভাইঝির হেনস্তার প্রতিবাদে থানায় গিয়ে অভিযোগ করেছিলেন বিক্রম৷ তাঁর পরিবারের অভিযোগ, পুলিশ কোন পদক্ষেপই নেয়নি৷ উল্টে ২০ জুলাই দুস্কৃতীরাই তাঁর মাথায় গুলি চালিয়ে পালায়৷ এদিন হাসপাতালে মৃত্যু হয় বিক্রমের৷
  • দেশে গত ২৪ ঘণ্টায় ৩৭৭২৪ জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন এবং ৬৪৮ জন প্রাণ হারিয়েছেন৷ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৮৪৭২ জন৷ দেশে মোট আক্রা্তের সংখ্যা হল ১১৯২৯১৫৷ এর মধ্যে সক্রিয় রোগী ৪১১১৩৩ জন৷ দেশে সুস্থতার হার ৬৩.১৩ শতাংশ৷ মৃত্যু হার ২.৫ শতাংশ৷ পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় করোনায় রেকর্ড ২২৯২ জন আক্রান্ত হলেন এবং ৩৯ জন প্রাণ হারালেন৷

 

বিবিধ

  • কোভিড ১৯ মোকাবিলায় অসামান্য অবদানের জন্য ৪ জন নার্সকে রাষ্ট্রপতি পুরস্কার দেওয়া হল সিঙ্গাপুরে৷ তাঁদের মধ্যে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত কলা নারায়ণ স্বামীও (৫৯)৷
  • ২০০৫ সালের ‘আর্থলিংস’ ছবিটির প্রচারের উদ্দেশ্যে আস্ত একটি বাস অপহরণ করা হল৷ ম্যাক্সিম ক্রিভোস নামে একক ব্যক্তি ইউক্রেনে ১৩ জন যাত্রীসহ বাসটি অপহরণের পর দাবি জানায় দেশের রাষ্ট্রপতিকে টুইটারে ওই ছবির প্রশংসা করতে হবে৷ রাষ্ট্রপতি ভ্রাদিমির জেলেনক্সি তার দাবি মানতে সকলকে মু্তি দেওয়া হয়৷ প্রসঙ্গত, ছবিটির ভাষ্যপাঠ করেছেন হোয়াকিন ফিনিক্স৷ ছবির বিষয় পশুপাখিদের প্রতি সচেতনতা ও সহানুভূতি৷

 

খেলা

  • টোকিও অলিম্পিকের দিকে তাকিয়ে ৩২ জন বিদেশি কোচের চুক্তি বাড়াল সাই৷
  • অনলাইন চেস ট্যুরে বিশ্বনাথন আনন্দ প্রথম ম্যাচে রাশিয়ার পিটার সিডলারের কাছে হেরে গেলেন৷
  • অনলাইনে তাস খেলার সংস্থা পোকারস্টার্সের ব্র্যান্ড অ্যাম্বাসাডর নিযুক্ত হলেন এম এস ধোনি৷

 

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল