কারেন্ট অ্যাফেয়ার্স ২২ ডিসেম্বর ২০১৯

schedule
2019-12-26 | 11:41h
update
2019-12-26 | 11:41h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • পুনরায় আফগানিস্তানের রাষ্ট্রপতি হতে চলেছেন আশরফ ঘানি। আফগান নির্বাচন কমিশন জানিয়েছে, তিনি ৫০.৬৪ শতাংশ ভোট পেয়েছেন। তাঁর প্রধান প্রতিপক্ষ আবদুল্লা আবদুল্লা পেয়েছেন ৩৯ শতাংশ ভোট।
  • প্রধানমন্ত্রী পদটির প্রত্যাবর্তন ঘটল কিউবায়। নতুন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন ম্যানুয়েল মারেরো ক্রুজ। শেষবার ১৯৭৬ সালে সেখানকার প্রধানমন্ত্রী ছিলেন ফিদেল কাস্ত্রো। ১৯৫৯ সালে বাতিস্তা সরকারকে উৎখাত করে নতুন সরকার তৈরির সময় প্রধানমন্ত্রী পদটি ছিল। বর্তমানে সংবিধান সংশোধন করে পদটি ফিরিয়ে আনা হল।
  • সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে পাকিস্তানকে ১৫০টি প্রশ্ন করল আন্তঃরাষ্ট্রীয় সংগঠন ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স।
Advertisement

 

জাতীয়

  • নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ আন্দোলন অব্যাহত দিল্লি, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গনা, তামিলনাডু ও রাজস্থানে। লন্ডন, ব্রাসেলস, ক্যালিফোর্নিয়ায় ভারতীয় দূতাবাসের বাইরে বিক্ষোভ দেখালেন বেশ কিছু অনাবাসী ভারতীয়। জার্মানিতেও বাংলা ভাষায় বিরোধস্লোগান তুলে মিছিল বেরোয়।
  • জি নাঞ্চুদানের পচা গলা মৃতদেহ উদ্ধার হল বেঙ্গালুরুতে তাঁর গৃহ থেকে। ৫৮ বছর বয়সী নাঞ্চুদান আকাদেমি পুরস্কারজয়ী লেখক। তিনি বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। মৃত্যুর কারণ জানা যায়নি।

 

বিবিধ

  • মহাকাশ যান পাঠানোর মহড়া ব্যর্থ হল। নাসার আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে বোয়িং সংস্থার ক্যাপসুল স্টারলাইনারকে পাঠানো হয়েছিল। কিন্তু অ্যাটলাস ৫ রকেটের সাহায্যে উৎক্ষেপণের পরই হিসাবের গণ্ডগোল নজরে আসে।

 

খেলা

  • বিশ্ব ক্লাব কাপ চ্যাম্পিয়ন হল লিভারপুল। দোহার খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে তারা ফাইনালে ১-০ গোলে হারাল ফ্লামেঙ্গোকে। একমাত্র গোলটি করলেন রবার্তো ফির্মিনো। এ বছর ইউরোপ সেরার চ্যাম্পিয়ন লিগও জিতেছিল লিভারপুল।
  • কটকে ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে ৪ উইকেটে জয়ী হল ভারত। প্রথমে ব্যাট করে ৩১৫ রান তুলেছিল ক্যারিবিয়ানরা। ৮৫ রান করে ম্যান অব দ্য ম্যাচ হলেন বিরাট কোহলি। এদিন রোহিত শর্মার সংগ্রহ ৬৩ রান। এ বছর ৪৭ ইনিংসে ২৪৪২ রান করলেন রোহিত। এক ক্যালেন্ডার বছরে সর্বোচ্চ আন্তর্জাতিক রানের রেকর্ড গড়লেন তিনি। রোহিত ভাঙলেন ১৯৯৭ সালে শ্রীলঙ্কার সনৎ জয়সূর্যের ২৩৮৭ রানের রেকর্ড। ওয়েস্ট ইন্ডিজের সি হোপ এদিন ৪২ রান করলেন। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৬৭ ম্যাচে তিনি ৩০০০ রান করলেন যা দ্বিতীয় দ্রুততম। ভারত ২-১ ব্যবধানে সিরিজ জয় করল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টানা ১০টি দ্বিপাক্ষিক সিরিজ জিতল ভারত।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
29.04.2024 - 12:36:16
Privacy-Data & cookie usage: