কারেন্ট অ্যাফেয়ার্স ২২ ডিসেম্বর ২০১৭

schedule
2017-12-23 | 15:11h
update
2017-12-23 | 15:11h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

জাতীয়

  • সীমান্ত অঞ্চলে শান্তি রক্ষায় সহমত হলেন ভারত ও চিনের আধিকারিকরা। ৭৬ দিনের ডোকলাম বিতর্কের পর এই প্রথম দুদেশের বিশেষ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হল। বৈঠক বসেছিল দিল্লিতে।
  • জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের মদত দেওয়া পাকিস্তান বন্ধ না করলে তাদের সঙ্গে শান্তি আলোচনা শুরু সম্ভব নয়। এদিন এই মন্তব্য করলেন ভারতের সেনা প্রধান বিপিন রাওয়াত।
  • গুজরাটের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী পদে থাকছেন বিজয় রুপানি এবং নীতিন প্যাটেলই।
  • মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চৌহানের বিরুদ্ধে আদর্শ কেলেঙ্কারিতে শুরু জন্য মহারাষ্ট্র সরকার যে নির্দেশ দিয়েছিলেন তা খারিজ করে দিল বোম্বে হাইকোর্ট। ২০১৬ সালে আদর্শ প্রকল্পে ছাড় দিয়েছিলেন চৌহান। তাঁর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন মহারাষ্ট্রের রাজ্যপাল।
Advertisement

আন্তর্জাতিক

  • রাষ্ট্রপুঞ্জে মার্কিন যুক্তরাষ্ট্রের জেরুজালেম সংক্রান্ত প্রস্তাবের বিরুদ্ধে ভোট দানকারী দেশগুলির জন্য আর্থিক সাহায্য কমানোর হুমকি দিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।
  • স্পেনের ক্যাটানোলিয়া প্রদেশে গণভোটে ১৩৫টির মধ্যে ৭০টিতে জয়ী হল স্বাধীনতাপন্থীদের জোট। ২১ ডিসেম্বরের নির্বাচনে প্রায় ১০০ শতাংশ ভোট পড়েছিল।
  • আফগানিস্তান সফর করলেন মার্কিন উপরাষ্ট্রপতি মাইক পেস। গোটা দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানের ভূমিকা সন্তোষজনক নয় বলে তিনি মন্তব্য করলেন।
  • পরিবেশ বাঁচাতে অভিনব উদ্যোগ নিল ফ্রান্স। ২০৪০ সালের পর তারা আর জ্বালানি তেল বা প্রাকৃতিক গ্যাসের উৎপাদন বা অনুসন্ধান করবে না বলে সিদ্ধান্ত জানাল।

খেলা

  • ইন্দোরে বিশ্বরেকর্ড স্পর্শ করলেন ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মা। এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি ২০ ম্যাচে মাত্র ৩৫ বলে তিনি শতরান করলেন। দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারও একই রেকর্ডের অধিকারী। এদিন ৪৩ বলে ১১৮ রান করে আউট হন অস্থায়ী অধিনায়ক রোহিত। তাঁর ইনিংসে ১২টি বাউন্ডারি ১০টি ওভার বাউন্ডারি রয়েছে।টি ২০ তে এটি রোহিতের দ্বিতীয় শতরান। এদিন ভারতের সংগ্রহ ৫ উইকেটে ২৬০ রান। এদিন ৮৮ রানে জয়ী হল ভারত। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজ জয়ও নিশ্চিত হল।

 

বিবিধ

  • আই ফোন বিতর্ক মেনে নিল অ্যাপল। অভিযোগ ছিল, আই ফোন গুলির বয়স নির্দিষ্ট সময় অতিক্রম করলে তাদের গতি কমিয়ে দেয় সংস্থাই। ফোনের আয়ু বাড়াতে তা করা হয় বলে দাবি অ্যাপেল-এর।
  • ফোবর্স সংস্থার বিচারে ২০১৭ সালে ভারতের সেরা দশ সেলিব্রিটির শিরোপা পেলেন সলমন খান, শাহরুখ খান, বিরাট কোহলি, অক্ষয় কুমার, শচীন তেন্ডুলকর, আমির খান, প্রিয়াঙ্কা চোপড়া, এম এস ধোনি, হৃতিক রোশন এবং রণবীর সিং।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
21.04.2024 - 23:35:45
Privacy-Data & cookie usage: