কারেন্ট অ্যাফেয়ার্স ২২ মে ২০১৮

schedule
2018-05-23 | 10:32h
update
2018-05-23 | 10:32h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

জাতীয়

  • জম্মু সীমান্তে পাক রেঞ্জার্স বাহিনীর হামলায় ৮ মাসের একটি শিশুর মৃত্যু হল। জখম হয়েছেন ৭০ বছরের এক বৃদ্ধ সহ ৫ জন।
  • তামিলনাড়ুতে পরিবেশ রক্ষার লড়াইয়ে মৃত্যু হল ৯ জন আন্দোলনকারীর। তামিলনাড়ুর তুতিকোরিনে বেদান্ত স্টারলাইট কপার কারখানা বন্ধের দাবিতে সংলগ্ন ১৮টি গ্রামের মানুষ বিক্ষোভ দেখাচ্ছিলেন। যুদুকুড়িতে কারখানা সম্প্রসারণের সিদ্ধান্তের প্রতিবাদে গ্রামবাসীদের আন্দোলনের এদিন ছিল ১০০ দিন। এদিন জনতার মিছিল কালোক্টরেটে পৌঁছে মারমুখী হয়ে উঠলে পু্লিশ গুলি চালায়।
  • বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীকে পাটনায় তাঁর বাস ভবনে জেরা করল সিবিআই। নোট বাতিলের সময় একটি ব্যাঙ্কে ২০ কোটি টাকা জমা করার মামলায় এই জিজ্ঞাসাবাদ বলে জানা গেছে।
Advertisement

আন্তর্জাতিক

  • অর্থনৈতিক উন্নতি না ঘটিয়ে কেবল ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র দিয়ে দেশকে বাঁচানো যাবে না। এদিন এই মন্তব্য করলেন পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী এহসাম ইকবাল। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয় যখন ৩৩০০ কোটি ডলারে পৌঁছেছে তখন পাকিস্তানের সঞ্চয় কেবল ১৮০০ কোটি ডলার। পাকিস্তানে আর্থিক সংস্কারের দাবিও জানিয়েছিলেন তিনি।
  • মালয়েশিয়ার নবগঠিত সরকারে জনসংযোগ মন্ত্রী পদে নিযুক্ত হলেন গোবিন্দ সিং দেও। সেদেশ তিনি প্রথম শিখ মন্ত্রী।

খেলা

  • টমাস কাপ থেকে ছিটকে গেল ভারতের পুরুষ দল। এদিন ভারত ০-৫ ব্যবধানে হারল চিনের কাছে।
  • কলকাতা ওপেন দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন শ্রীনাথ নারায়ণন। দিব্যেন্দু বড়ুয়া দাবা অ্যাকাডেমি এই প্রতিযোগিতার আয়োজন করেছিল।
  • আর্সেনালের নতুন ম্যানেজার হিসাবে মনোনীত হলেন উনাই এমারি। এতদিন তিনি প্যারিস সঁ জার কোচ ছিলেন।
  • একাদশ আইপিএলের প্রথম দল হিসাবে ফাইনালে উঠল চেন্নাই সুপার কিংস। এদিন সানরাইজার্স হায়দরাবাদকে ২ উইকেটে হারিয়ে তারা ফাইনালে উঠল। এই নিয়ে, সাতবার আইপিএল ফাইনালে উঠল চেন্নাই।

বিবিধ

  • ভারত পথিক রাজা রামমোহন রায়ের ২৪৭তম জন্মবার্ষিকী পালিত হল। এদিন রামমোহন মিশন স্কুলের তরফে রামমোহন পুরস্কার দেওয়া হল অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে। এদিন রামমোহনের সম্মানে বিশেষ ডুডল তৈরি করে গুগুলও।
  • ২০১৭-১৮ অর্থবর্ষের শেষ ত্রৈমাসিক এবং সমগ্র অর্থবর্ষে ভারতের স্টেট ব্যাঙ্কের যথাক্রমে ৭৭১৮ কোটি এবং ৬৫৪৭ কোটি টাকা লোকসান হয়েছে। এদিন এই তথ্য প্রকাশ করল এসবিআই। প্রসঙ্গত, ওই ত্রৈমাসিকে পিএনবি, ইউকো, দেনা, সেন্ট্রাল. কানাড়া, এলাহাবাদ, ইউনিয়ন, সিন্ডেকেট প্রভৃতি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কও লোকসান করেছে। ওই একই ত্রৈমাসিকে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের মুনাফা ৪০ শতাংশ বেড়ে হয়েছে ৫২১৮ কোটি টাকা।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.04.2024 - 07:20:26
Privacy-Data & cookie usage: