কারেন্ট অ্যাফেয়ার্স ২২ সেপ্টেম্বর ২০১৯

schedule
2019-09-24 | 05:55h
update
2019-09-24 | 05:55h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • মার্কিন যুক্তরাষ্ট্র সফরে নিউইয়র্ক পৌঁছলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।এদিন হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে মার্কিন প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে অংশ নিলেন মোদী এবং মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। দুদেশের ২৭টি সাংস্কৃতিক গোষ্ঠীর চারশো শিল্পী অংশ নিলেন বিভিন্ন অনুষ্ঠানে। দর্শকরা অনেকেই পরে  পরেছিলেন `হাইডি মোদী’ লেখা টি শার্ট।এদিন বিমানবন্দরে মোদীকে স্বাগত জানাল মার্কিন বাণিজ্য ও আন্তর্জাতিক দপ্তরের অধিকর্তা ক্রিস্টোফার অলশন। অন্যদিকে সৌদি যুবরাজের বিমানে চড়ে পাক প্রধানমন্ত্রী ইমরান খানও এদিনই পৌঁছলেন মার্কিন মুলুকে। তাঁকে স্বাগত জানাল রাষ্ট্রসঙ্ঘে নিযুক্ত পাকদূত মালিহা লোদি।
  • পনিরায় চিন বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠল হংকং।এদিন চিনা পতাকায় কালি মাখিয়ে শি মুন নদীতে ছুড়ে ফেললেন তাঁরা।
Advertisement

জাতীয়

  • মুম্বইয়ে আর এ কলোনির অরণ্য রক্ষা করতে নতুন করে চিপকো আন্দোলনের ডাক দিলেন সমাজকর্মী সঞ্চয় নিরূপম।প্রসঙ্গত, মেট্রো রেলের কারশেড তৈরির জন্য নির্ধারিত হয়েছে এই স্থান।এর ফলে প্রায় ৩০০০ গাছ কাটা পড়ার কথা।১৯৭৪ সালে তখনকার উত্তরপ্রদেশে অলকানন্দা নদীর তীরে অরণ্য ধ্বংসের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে গ্রামবাসীরা গাছ আঁকড়ে ধরে যে সফল আন্দোলন করেছিলেন, তা-ই পরিচিত চিপকো আন্দোলন নামে।
  • টাটা নগর স্টেশন থেকে কুখ্যাত জঙ্গি মহম্মদ কালিমুদ্দিনকে গ্রেপ্তার করল ঝাড়খণ্ড পু্লিশের বিশেষ জঙ্গিদমন শাখা। ধৃত জঙ্গি আল কায়দা গোষ্ঠীর সঙ্গে যুক্ত বলে জানা গেছে।

 বিবিধ

  •  দেশে ৩৬১টি পরিকাঠামো প্রকল্পের কার্য রূপায়ণে বিলম্ব ও অন্যান্য কারণে ৩.৭৭ লক্ষ কোটি টাকা খরচ করতে চলেছে। অর্থাত প্রাথমিক খরচের ১৯.৫৯ শতংশ খরছ বাড়তে চলেলছে। অর্থাত প্রাথমিক খরচের ১৯.৫৯ শতাংশ খরচ বাড়ছে। কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প রূপায়ণ মন্ত্রক এই তথ্য জানাল।
  •  গত ৫ বছরের মধ্যে ২০১৯ সাল ছিল উষ্ণতম। এই তথ্য জানা গেল রাষ্ট্রসঙ্ঘের একটি রিপোর্ট থেকে। ৬০টি দেশের রাষ্ট্রপ্রধানদের নিয়ে বিশ্বZি উষ্ণায়ন নিয়ে সম্মেলনে আগে এই রিপোর্ট পেশ হল।

 খেলা

  • বেঙ্গালুরুতে আন্তর্জাতিক টি টোয়ন্টি ম্যাচে ভারতকে ৯ উইকেটে হারাল দক্ষিণ আফ্রিকা। সিরিজ ১-১ ব্যবধানে ড্র হল। ম্যান অব দ্য ম্যাচ হলেন বুয়েরান হেনড্রিক্স। এদিন ৯৮ তম টি টোয়েন্টি ম্যাচ খেলে ভারতর হয়ে সর্বোচ্চ টি টোয়েন্টি ম্যাচ খেলায় এম এস ধোনির রিপোর্ট স্পর্শ করলেন রোহিত শর্মা।
  • টেনিসে লেভার কাপ জিতল ইউরোপ। টিম ইউরোপে ছিলেন রাফায়ল নাদাল, রজার ফেডেরার, আলেকজান্ডার জেরেভ প্রমুখ তারকা।
  • প্যান প্যাসিফিক ওপেনে মেয়েদের সিঙ্ঘলসে চ্যাম্পিয়ন হলেন নোয়ামি ওসাকা।
  • তাসখন্দে অনূর্ধ্ব ১৬ এএফসি  কাপের বাছাই পর্বের শেষ ম্যাচ ভারত উজবেকিস্তন ম্যাচ ম্যাচ ১-১ গোলে ড্র হল।ফলে ২০২০ সালে বাহরিনে মূলপর্বে খেলর যোগ্যতা অর্জন করল ভারত।
  • বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে রুপোর পদক জিতলেন দীপক পুনিয়া এবং ব্রোঞ্জ পদক জিতলেন রাহুল আওয়ারে। সব মিলিয়ে ভারত ৫টি পদক জিতল যা বিশ্ব মিটে ভারতের সর্বশ্রেষ্ঠ ফল।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.04.2024 - 08:39:36
Privacy-Data & cookie usage: