কারেন্ট অ্যাফেয়ার্স ২২ সেপ্টেম্বর ২০১৮

schedule
2018-09-24 | 13:35h
update
2018-09-24 | 13:35h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

জাতীয়

  • ওড়িশার ঝাড়সুগুদায় একটি বিমানবন্দরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটি ওড়িশার দ্বিতীয় বিমানবন্দর। স্বাধীনতাসংগ্রামী বীর সুরেন্দ্র সাঁইয়ের নামে এই বিমানবন্দরের নাম রাখা হয়েছে।
  • প্রধানমন্ত্রী আবাস যোজনায় দেশের মধ্যে শীর্ষস্থান পেল মুর্শিদাবাদ। কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন মন্ত্রক এই পুরস্কার দিল।

আন্তর্জাতিক

  • মার্কিন যুক্তরাষ্ট্রে এইচ ১ বি ভিসা নিয়ে বসবাস করছেন যেসব বিদেশি নাগরিক, তাঁদের স্বামী বা স্ত্রীদের এইচ ৪ ভিসা নিয়ে মার্কিন মুলুকে কাজ করা নিষিদ্ধ হবে। কলম্বিয়া জেলা আদালতে এদিন এই তথ্য পেশ করল মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। ‘সেভ জবস ইউএসএ’ সংস্থার করা মামলায় নিজেদের অবস্থান জানিয়েছে ট্রাম্প প্রশাসন। প্রসঙ্গত, মার্কিন মুলুকে এই ভিসা নিয়ে যাঁরা যান তাঁদের ৯০ শতাংশই ভারতীয়।
  • ইরানের আহভাজ শহরে সেনাবাহিনীর কুচকাওয়াজে সশস্ত্র হামলা চালাল জঙ্গিরা। এই ঘটনায় মৃত্যু হল ২৯ জনের। এই হামলার দায় স্বীকার করল ইসলামিক স্টেট।
  • মেক্সিকোয় দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন ‘এল হেরাল্ডো ডি চিয়াপাস’ সংবাদপত্রের সাংবাদিক মারিও গোমেজ (৩৫)।
Advertisement

খেলা

  • কলকাতা প্রিমিয়ার লিগের প্রিমিয়ার ‘বি’ স্তরে নেমে গেল টালিগঞ্জ অগ্রগামী এবং এফসিআই।
  • মারগাওতে প্রদর্শনী ফুটবল ম্যাচে এফসি গোয়ার কাছে ০-১ গোলে হারল ইস্টবেঙ্গল।
  • শিকাগোয় টিম ওয়ার্ল্ডের বিরুদ্ধে ডাবলস ম্যাচে হেরে গেল টিম ইউরোপ। রজার ফেডেরার–নোভাক জোকোভিচ জুটি হারল কেভিন অ্যান্ডারসন-জ্যাক সক জুটির কাছে।
  • এশিয়ান টিম স্নুকার চ্যাম্পিয়নশিপে রানার্স হল ভারত। ৩-২ ব্যবধানে জিতে পাকিস্তান চ্যাম্পিয়ন হল।

বিবিধ

  • উষা মার্টিন লিমিটেডের ইস্পাত ব্যবসা কিনে নিতে ‘ডেফিনিটিভ এগ্রিমেন্ট’ সই করল টাটা স্টিল। সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের অনুমোদন পেলে উষা মার্টিন সংস্থার জামশেদপুর ইস্পাত কারখানা, কয়লা খনি, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনে নেবে টাটা স্টিল। এজন্য ৪৩০০ থেকে ৪৭০০ কোটি টাকা তারা ব্যয় করতে পারে বলে মনে করা হচ্ছে।
  • ২ বছরের মধ্যে দেশে তাদের ১০,০০০ এটিএম-এ সৌর প্যানেল বসানোর পরিকল্পনা জানাল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। এখন ওই সংখ্যা প্রায় ১২০০।
  • ২০১৯ সালে ৯১তম অ্যাকাডেমি পুরস্কারের (অস্কার) বিদেশি কাহিনী চিত্র বিভাগে ভারত থেকে পাঠানো হবে রিমা দাসের অসমিয়া ভাষায় কাহিনী চিত্র ‘ভিলেজ রকস্টার্স’। ২৮টি ছবির তালিকা থেকে এটি বেছে নেওয়া হল।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
13.04.2024 - 17:24:26
Privacy-Data & cookie usage: