কারেন্ট অ্যাফেয়ার্স ২৩ অক্টোবর, ২০১৮

schedule
2018-10-27 | 09:41h
update
2018-10-27 | 09:41h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

জাতীয়

  • দেওয়ালির সন্ধ্যায় কেবল রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত বাজি পোড়ানো যবে বলে রায় দিল সুপ্রিম কোর্ট। হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে বাজি ফাটানো যাবে না বলেও নির্দেশ দেওয়া হল। সব ধর্মীয় অনুষ্ঠানের জন্যই এই সময়সীমা বলে উল্লেখ করা হয়েছে। ২৫ ডিসেম্বর ও ১ জানুয়ারির ক্ষেত্রে ওই সীমা রাত ১১টা ৫৫ থেকে ১২টা পর্যন্ত।
  • হাওড়ার সাঁত্রাগাছিতে রেল স্টেশনের ওভারব্রিজে ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হল ২ জনের। জখম ১৪ জন।

আন্তর্জাতিক

  • বিশ্বের দীর্ঘতম সেতুর উদ্বোধন করলেন চিনের রাষ্ট্রপতি জি শিনফিং। চিনের মূল ভূখণ্ডের সঙ্গে এই সেতু যুক্ত করল হংকং এবং ম্যাকাওকে। ৩৪ মাইল সেতুর ৪ মাইল সমুদ্রের নিচের টানেল। ৪ লক্ষ মেট্রিক টন ইস্পাত লেগেছে। পার্ল নদীর মোহনায় সেতুটি গড়তে ৯ বছর সময় লেগেছে।
  • সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করে তাঁর মৃতদেহ খণ্ড-বিখণ্ড করে ইস্তাম্বুলে সৌদি কনসাল জেনারেলের বাড়ির বাগানে ছডিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করল একটি ব্রিটিশ পত্রিকা। এদিন রিয়াধে শুরু হওয়া বিনিয়োগ সম্মেলনে যোগ দিলেন না আইএমএফ প্রধান ক্রিস্টিন লগার্দ। সৌদি আরবের সঙ্গে অস্ত্র চুক্তি বাতিলের সিদ্ধান্ত জানালেন জার্মান চ্যান্সেলর আঞ্জেলা মর্কেল।
  • বিশ্বের প্রাচীনতম যুদ্ধজাহাজটি উদ্ধার হল বুলগেরিয়ার কাছে কৃষ্ণসাগরের গভীর তল থেকে। গ্রিসের ২৩ মিটার দীর্ঘ জাহাজটি ২৪০০ বছরের পুরনো। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৬০০ মিটার নিচে তার সন্ধান মিলল।
Advertisement

খেলা

  • এশিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-মালয়েশিয়ার ম্যাচ গোলশূন্য ভাবে শেষ হল। ফলে গ্রুপ এ-র শীর্ষে থেকে সেমিফাইনালে পৌঁছল ভারত।
  • চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্তাস ১-০ গোলে হারাল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দল ছাড়ার পর তাঁর প্রাক্তন দলের বিরুদ্ধে গোল পেলেন না, গোল করলেন তাঁরই সতীর্থ পাওলো দিবালা।
  • দেওধর ট্রফির ম্যাচে ভারত ‘বি’ দল ৪৩ রানে জয়ী হল ভারত ‘এ’ দলের বিরুদ্ধে।

বিবিধ

  • গাড়ির দূষণ সংক্রান্ত পরীক্ষার সার্টিফিকেট পেতে ১৮ শতাংশ জিএসটি দিতে হবে বলে জানাল অথরিটি ফর অ্যাডভান্স রুলিং।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
01.05.2024 - 02:13:11
Privacy-Data & cookie usage: