আন্তর্জাতিক
- জাপানের পৌর নির্বাচনে জয়ী হলেন একজন ভারতীয় বংশোদ্ভূত। টোকিওর এদোগাওয়া ওয়ার্ডে জয়ী ওই প্রার্থীর নাম যোগেন্দ্র পুরাণিক ওরফে যোগী। এই প্রথম কোনো ভারতীয় বংশোদ্ভূত জাপানের নির্বাচনে জয়লাভ করলেন। তিনি কনস্টিটিউশনাল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ছিলেন। যোগী ২০ বছর আগে জাপানে যান।
- ইস্টার রবিবারের ঘটনায় জাতীয় শোক দিবস পালিত হল শ্রীলঙ্কায়। এদিন আইএস জঙ্গি সংগঠনের মুখপত্র ‘আমাক’ ওই হামলার দায় স্বীকার করে আত্মঘাতী জঙ্গিদের ছবি প্রকাশ করল। ওই হামলায় নিহতের সংখ্যা বেড়ে হল ৩২১। তাঁদের মধ্যে ১০ জন ভরতীয়।
- ভূকম্পন অনুভূত হল ফিলিপিন্সে। রিখটার স্কেল অনুযায়ী এর তীব্রতা ছিল ৬.৪। মৃত্যু হয়েছে অন্তত ১৬ জনের।
জাতীয়
- সাধারণ নির্বাচনের তৃতীয় দফায় দেশে ১১৭টি কেন্দ্রে ৬৪.৬৬ শতাংশ ভোট পড়ল। অনন্তনাগে ভোট পড়ল ১৩.৬১ শতাংশ।
- বিলকিস বানো মামলায় গুজরাট সরকারক ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বিলকিস বানোর বাসস্থানের ব্যবস্থা করতেও নির্দেশ দেওয়া হল।
- প্রধান বিচারপতির বিরুদ্ধে লাঞ্ছনার যে অভিযোগ করেছেন একজন করণিক তাঁর মামলায় ৩ সদস্যের নতুন একটি বেঞ্চ তৈরি করা হল সুপ্রিম কোর্টে। বেঞ্চের নেতৃত্বে রয়েছেন সর্বোচ্চ আদালতের প্রবীণতম বিচারপতি এমএস বোরদে।
বিবিধ
- আমানতকারীদের আমানতের মেয়াদ সম্পূর্ণ হওয়ার পর ১৫১৪ কোটি টাকা দাবিহীন অবস্থায় পড়ে ছিল পিয়ারলেস জেনারেল ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট সংস্থায়। এই টাকা শিক্ষা ও সুরক্ষা তহবিলে জমা দিল তারা।
খেলা
- চিনের জিয়ানে এশিয়ান কুস্তি প্রতিযোগিতায় ৬৫ কেজি ফ্রি স্টাইল ক্যাটেগরিতে সোনা জিতলেন ভারতের বজরং পুনিয়া। এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে ২০১৭ সালেও তিনি সোনা জিতেছিলেন।
- দোহায় এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৮০০ মিটার দৌড়ে সোনা জিতলেন গোমাথি মরিমুথু। শটপুটে সোনা জিতলেন তেজিন্দর পাল সিং টুর।
- জ্যাভলিন ছোড়ায় শিবপাল সিং এবং হেপ্টাথেলনে স্বপ্না বর্মন রুপোর পদক জিতলেন। সরিতা বেন ৪০০ মিটার হার্ডলসে ব্রোঞ্জ জিতলেন।