আন্তর্জাতিক
- কোভিড-১৯ প্রতিষেধকের মানবদেহে প্রয়োগ শুরু করল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়৷ এর আগে চিন, জার্মানি ও মার্কিন যুক্তরাষ্ট্র ভ্যাকসিন তৈরির জন্য হিউম্যান ট্রায়াল শুরু করেছে৷ বিশ্বে এই মুহূর্তে করোনা প্রতিরোধে ১৫০টি প্রকল্প চালু রয়েছে৷ অক্সফোর্ডের তৈরি ভ্যাকসিন ১৮ থেকে ৫৫ বছর বয়সী ৫১০ জন সুস্থ স্বেচ্ছাসেবী ব্যক্তির ওপর প্রয়োগ করা হচ্ছে৷ প্রথম ভ্যাকসিনটি নিলেন বিজ্ঞানী এলিসা গ্রানাটো৷
- বিশ্বজুড়ে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ১,৮৯,২৯৩ জনের৷ আক্রান্ত হয়েছেন ২৭,০১,০৬০ জন৷ সুস্থ হয়েছেন ৭৪,১৭৪০ জন৷ মার্কিন যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ৪৭৬৮ জনের৷ আক্রান্ত হয়েছেন সাড়ে আট লক্ষ মানুষ৷ ইতালি, স্পেন, ফ্রান্স ও ব্রিটেনে করোনায় প্রাণহানির সংখ্যা যথাক্রমে ২৫ হাজার, ২২ হাজার, ২১ হাজার ও ১৮ হাজারের বেশি৷ বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে ৫৮টিতে সংক্রমণ ছড়াল৷ সেখানে ৫ মে পর্যন্ত লকডাউন বাড়ানো হয়েছে৷
জাতীয়
- দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২১,৭০০৷ মৃত্যু হয়েছে ৬৮৬ জনের৷ কোভিড-১৯ বিষয়ে বিশেষ ক্ষমতা সম্পন্ন যে কমিটি গড়েছে কেন্দ্রীয় সরকার তার চেয়ারম্যান এন কে মিশ্র দাবি করেছেন, দেশে করোনা সংক্রমণের হার একমাস আগে যে ৪.৫ শতাংশ ছিল এখনও তাই আছে৷ মহারাষ্ট্র, গুজরাট ও মধ্যপ্রদেশে সংক্রমণে মৃত্যু হল যথাক্রমে ২৬৯, ১০৩ ও ৮১ জনের৷ লকডাউন কিছু ক্ষেত্রে শিথিল হওয়ার পর বিভিন্ন সংস্থায় কাজ শুরু হয়েছে৷ এক্ষেত্রে কোনো সংস্থার কর্মী করোনায় আক্রান্ত হলে সংস্থা সিল করা হবে না বা সংস্থার সিইও-কে শাস্তি দেওয়া হবে না বলে জানাল কেন্দ্রীয় সরকার৷ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ১ জানুয়ারি ২০২০ থেকে দেড় বছর বর্ধিত মহার্ষভাতা দেওয়া হবে না বলে জানানো হল৷ এতে ১.২০ লক্ষ কোটি টাকা সাশ্রয় হবে কেন্দ্রীয় সরকারের৷
বিবিধ
- নাট্যপরিচালক ও অভিনেত্রী ঊষা গঙ্গোপাধ্যায় প্রয়াত হলেন৷ মস্তিষ্কে রক্তক্ষরণে মৃত্যু হল তাঁর৷ ১৯৭৬ সালে তিনি প্রতিষ্ঠা করেন “রঙ্গকর্মী” নাট্যগোষ্ঠী৷ মুক্তি, রুদালি, কোর্টমার্শাল, মহাভোজ, হোলি প্রভৃতি বহু মঞ্চসফল নাটকের নির্দেশক ছিলেন তিনি৷ বহু পুরস্কার-সম্মানের মধ্যে সঙ্গীতনাটক আকাদেমি ও গিরিশ নাট্য পুরস্কার পেয়েছিলেন তিনি৷
খেলা
- মহিলা ফুটবলের ইউরো কাপ ২০২১ সালেরর পরিবর্তে ২০২২ সালে অনুষ্ঠিত হবে বলে উয়েফা জানাল৷ শর্তসাপেক্ষে ইউরোপের ঘরোয়া ফুটবল লিগ চালুর অনুমতি দিল উয়েফা৷
- মে মাসে দাবার নেশনস কাপ অনলাইনে করার সিদ্ধান্ত জানাল আন্তর্জাতিক দাবা সংস্থা ফিডে৷ ভারতের প্রতিনিধিত্ব করবেন বিশ্বনাথন আনন্দ৷