কারেন্ট অ্যাফেয়ার্স ২৩ জানুয়ারি, ২০১৯

schedule
2019-01-25 | 12:20h
update
2019-01-25 | 12:20h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • সেনাবাহিনীর একটি ছোট অংশের অভ্যুত্থান কড়া হাতে নিয়ন্ত্রিত করেছেন ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো। কিন্তু এদিন দেশ জুড়ে তাঁর বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন ছাত্র-যুবক সহ অসংখ্য মনুষ। ১৯৫৮ সালের ২৩ জানুয়ারি ভেনেজুয়েলার তখনকার সেনাশাসক পদচ্যুত হয়েছিলেন। সেই ঘটনার বার্ষিকীতে আরও বাড়ল বিক্ষোভের আঁচ।
  • ‘মানুষের জন্য’— এই স্লোগান নিয়েই মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার লড়াইয়ে রয়েছেন ডেমোক্র্যাট নেত্রী কমলা হ্যারিস। গত ২৪ ঘণ্টায় তিনি নির্বাচনী ব্যয়ের জন্য ১৫ লক্ষ ডলার অনুদান পেলেন। প্রসঙ্গত ২০২০ সালে নির্বাচনের জন্য যে ৪ জন ডেমোক্র্যাট প্রার্থীর নাম উঠে এসেছে তাঁদের মধ্যে ২ জন ভারতীয় বংশোদ্ভূত। তাঁরা হলেন কমলা হ্যারিস ও তুলসী গাবার্ড।

জাতীয়

Advertisement

  • নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৩তম জন্মদিবসে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে লালকেল্লায় আজাদ হিন্দ ফৌজ সংগ্রহশালার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দায়িত্ব দেওয়া হল রেলমন্ত্রী পীযূষ গয়ালকে। অরুণ জেটলি অসুস্থতার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে থাকায় বাজেট অধিবেশনের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত বলে জানা গেল।
  • প্রত্যক্ষ রাজনীতিতে যোগ দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর কন্যা প্রিয়াঙ্কা গান্ধী। তিনি কংগ্রেসের সাধারণ সম্পাদক নিযুক্ত হলেন।

বিবিধ

  • রেলে দেড় লক্ষ পদে নিয়োগ প্রক্রিয়া চলছে। আগামী দুবছরে আরও এক লক্ষ লোক অবসর নিলে সেখানেও কর্মী নিয়োগ করা হবে। সব মিলিয়ে দুবছরের মধ্যে ধাপে-ধাপে চার লক্ষ কর্ম সংস্থানের কথা জানালেন তিনি।
  • পশ্চিমবঙ্গের ‘কৃষক বন্ধু’ প্রকল্প শুরু করেছে রাজ্য সরকার। খবরে প্রকাশ, দেশের আরও দুটি রাজ্যে অনুরূপ প্রকল্প রয়েছে। সর্বপ্রথম তেলেঙ্গনা কৃষকদের জমির পরিমাণ অনুযায়ী আর্থিক সহায়তা দিতে ‘রায়ত বন্ধু’ প্রকল্প শুরু করেছিল। ওড়িশায় অনুরূপ প্রকল্পের নাম ‘কৃষক অ্যাসিস্ট্যান্স ফর লাইভলিহুড অ্যান্ড ইনকাম অগমেন্টেশন’ বা কালিয়া।

 খেলা

  • নিউজিল্যান্ড সফরে প্রথম একদিনের ম্যাচে ৮ উইকেটে জয়ী হল ভারত। রোদের কারণে বেশ কিছুক্ষণ খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেন আম্পায়ার শন জর্জ। শেষে ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে ম্যাচের নিষ্পত্তি হয়। নিউজিল্যান্ড রোদের কারণে খেলা বন্ধের ঘটনাকে ‘সানস্ট্রাইক’ বলে। এদিন ৬ ওভারে ১৯ রানে ৩ উইকেট নেন মহম্মদ শামি। একদিনের ক্রিকেটে ১০০টি উইকেট সংগ্রহ করলেন তিনি। ৫৬ ম্যাচে ১০০ উইকেট নিয়ে তিনিই হলেন ভারতীয়দের মধ্যে দ্রুততম ১০০ উইকেট শিকারি। তিনি ভাঙলেন ইরফান পাঠানের (৫৯ ম্যাচ) রেকর্ড। বিশ্বে মহম্মদ শামির ক্রম হল ষষ্ঠ। এক্ষেত্রে প্রথম নাম আফগানিস্তানের স্পিনার রশিদ খানের (৪৪ ম্যাচ)।
  • অস্ট্রেলীয় ওপেনের কোয়ার্টার ফাইনালে হেরে গেলেন ২৩টি গ্র্যান্ড স্লামের মালিক সেরেনা উইলিয়ামস। ক্যারেলিনা প্রিসিকোভা তাঁকে হারালেন।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
22.04.2024 - 19:09:48
Privacy-Data & cookie usage: