কারেন্ট অ্যাফেয়ার্স ২৩ জুন, ২০১৯

1074
0
Current Affairs 23 June 2019

আন্তর্জাতিক

  • ইথিয়োপিয়ায় সামরিক অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হল। এই সংবাদ জানালেন প্রধানমন্ত্রী অ্যাবি আহমেদ। স্বশাসতি প্রদেশ আমহারায় অভ্যুত্থানের চেষ্টা খোদ দেশের সেনাপ্রধান গিয়েরে মোকান্নেন এবং ওই প্রদেশের প্রধান শাসক আম্মাচিউ মোকান্নেকে গুলি করে হত্যা করা হয়েছে। প্রসঙ্গত, ২ বছর ধরে সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে ২০১৮ সালে ক্ষমতায় এসেছিলেন অ্যাবি আহমেদ। সেনাপ্রধান তাঁর ব্যক্তিগত দেহরক্ষীর গুলিতে প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী অ্যাবে।
  • উত্তর কোরিয়ার শাসক জং উনকে চিঠি লিখলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এর আগে ট্রাম্পকেও চিঠি পাঠিয়েছিলেন কিম।

জাতীয়

  • এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি এস এন শুক্লাকে অপসারণের জন্য সংসদে প্রস্তাব আনতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন দেশের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। বেসরকারি মেডিক্যাল কলেজে ভর্তি নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অগ্রাহ্য করায় অভিযুক্ত হয়েছেন ওই বিচারপতি।
  •  বহুজন সমাজবাদী পার্টির সহসভাপতি পদে নিজের ভাই আনন্দ কুমারকে এবং সর্বভারতীয় কো-অর্ডিনেটর পদে ভাইপো আকাশ আনন্দকে বসালেন দলের প্রধান নেত্রী মায়াবতী।

বিবিধ

  •  এয়ার ইন্ডিয়ার সিনিয়র কম্যান্ডার পাইলট ক্যাপ্টেন রোহিত বাসিনকে সাসপেন্ড করা হল। সিডনি বিমানবন্দরে ডিউটি ফ্রি শপ থেকে জিনিস চুরির অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। রোহিতের বাবা ছিলেন পাইলট। তাঁর স্ত্রী-পুত্রও পাইলট। তিনি অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন।

 খেলা

  • জার্মানিতে আয়োজিত হ্যাল এটিপি ইভেন্টে চ্যাম্পিয়ন হলেন রজার ফেডেরার। ফাইনালে তিনি হারালেন ডেভিড গাফিনকে। এই নিয়ে ফেডেরার দশমবার এই খেতাব জিতলেন। এর আগে তিনি আটবার করে উইম্বলডন এবং দুবাই ওপেন জিতেছেন। হ্যাল হল তাঁর জীবনের ১০২তম সিঙ্গলস খেতাব।
  • কোপা আমেরিকায় ব্রাজিল ৫-০ গোলে হারাল পেরুকে। ভেনেজুয়েলা ৩-১ গোলে হারাল বলিভিয়াকে। দুই জয়ী দলই কোয়ার্টার ফাইনালে উঠল।
  •  ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তান ৪৯ রানে হারাল দক্ষিণ আফ্রিকাকে। প্রথমে ব্যাট করে ৩০৮ রান তুলেছিল পকিস্তান। ৭ ম্যাচে ৩ পয়েন্ট পেয়ে প্রতিযোগিতা থকে কার্যত ছিটকে গেল দক্ষিণ আফ্রিকা।
  • ভারতের মহিলা হকি দল এফআইএইচ সিরিজ ফাইনালে চ্যাম্পিয়ন হল। এদিন জাপানকে ৩-১ গোলে হারাল ভারত।