কারেন্ট অ্যাফেয়ার্স ২৩ জুলাই ২০১৯

687
0
daily current affairs

আন্তর্জাতিক

  • ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হলেন বরিস জনসন। ডেভিড ক্যামেরন মন্ত্রিসভায় তিনি ছিলেন বিদেশমন্ত্রী। এই কনজারভেটিভ নেতা দলীয় নির্বাচনে বিপুল ভোটে পরাস্ত করলেন বর্তমান বিদেশমন্ত্রী জেরেমি হান্টকে। ২০০৮ সালে লন্ডনের মেয়র হয়েছিলেন তিনি। ব্যক্তিগত জীবনে বহু বিতর্ক তাঁর সঙ্গী। বর্ণবিদ্বেষী মন্তব্যের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। আপাতত ব্রেক্সিট প্রক্রিয়া সম্পাদনই তাঁর চ্যালেঞ্জ।
  • ওসামা বিন লাদেনের খোঁজ পাক গুপ্তচররাই মার্কিন যুক্তরাষ্ট্রকে দিয়েছে বলে দাবি করলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। মার্কিন যুক্তরাষ্ট্র সফরকালে একটি মার্কিন টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে এই দাবি করলেন তিনি।
  • চিনের প্রাক্তন প্রধানমন্ত্রী লি পেং (৯০) প্রয়াত হলেন। তাঁর আমলেই তিয়েন আন মেন স্কোয়্যারের হত্যাকাণ্ড ঘটেছিল।

জাতীয়

  • কর্নাটক বিধানসভায় আস্থা ভোটে পতন হল মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর। ১৪ মাসের কংগ্রেস–জেডিএস জোট সরকারেরও পতন হল। রাজ্যপাল রাজুভাই বালার কাছে ইস্তফা দিলেন কুমারস্বামী।
  • অসমে চূড়ান্ত জাতীয় নাগরিক পঞ্জি প্রকাশের সময় সীমা বাড়িয়ে ৩১ আগস্ট করল সুপ্রিম কোর্ট।

বিবিধ

  • ১১২ মাসের পরিবর্তে ১১৩ মাসে কিষাণ বিকাশপত্রে লগ্নি করা টাকা দ্বিগুণ হবে বলে জানাল কেন্দ্রীয় সরকার।
  • ২০২০ সাল থেকে কোমোডো দ্বীপে পর্যটন নিষিদ্ধ করল ইন্দোনেশিয়া সরকার। বিরল প্রজাতির ‘কোমোডো ড্রাগন’ নামক সরীসৃপ রক্ষায় এই পদক্ষেপ বলে জানানো হল।

খেলা

  • চিনা বক্সিং দলের পরামর্শদাতা হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি বক্সার ফ্রয়েড মেওয়েদার।
  • থাইল্যান্ড ওপেন বক্সিংয়ের সেমিফাইনালে উঠলেন ভারতের ভাগ্যবতী কাচারি। ৭৫ কেজি বিভাগে তিনি পদক নিশ্চিত করলেন।
  • ভারতীয় টেবল টেনিসে জাতীয় দলের কোচ নিযুক্ত হলেন কানাডার দেজান পাপিচ।
  • ম্যাঞ্চেস্টার বিমান বন্দরের কর্মীদের বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগ করলেন প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম আক্রম।