কারেন্ট অ্যাফেয়ার্স ২৩ জুলাই ২০২০

1001
0

আন্তর্জাতিক

  • গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে রেকর্ড ৬৭৮৯০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হলেন৷ বিশ্বে মোট সংক্রমিতের সংখ্যাও বেড়ে হল ১৫৫৪৭০৮১৷ এই সংক্রমণে মোট ৬৩৩১৪২ জনের প্রাণহানি হয়েছে৷ এরই মধ্যে ‘হু’-এর অন্যতম শীর্ষকর্তা মাইক রায়ান জানিয়েছেন, প্রতিষেধক আবিষ্কার হলেও তা হাতে পেতে পেতে ২০২১ সাল হয়ে যেতে পারে৷
  • মঙ্গল অভিমুখে অরবিটার এবং রোভার সহ মহাকাশযান পাঠাল চিন৷ চিনের দক্ষিণ উপকূলে হায়নান দ্বীপ থেকে ‘লং মার্চ ৫’ রকেটে চেপে ‘তিয়ানওয়েন-১’ মহাকাশযানটি পাঠান হল৷ এই শব্দটির অর্থ স্বর্গীয় সত্যের সন্ধানে৷ মঙ্গলে এতদিন সফলভাবে অরবিটার পাঠানোর কৃতিত্ব আছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও ভারতের৷ মঙ্গলে রোভার অবতরণে একমাত্র সফল হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র৷

 

জাতীয়

  • দেশে একদিনে ৪৫৭২০ জন কোভিড সংক্রমিত হলেন৷ একদিনে ১১২৯ জনের প্রাণহানি হল করোনায়৷ কেরল, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্নাটকে গত ২৪ ঘণ্টায় সাড়ে ১৭ হাজার জন এবং মহারাষ্ট্রে ১০ হাজার জনেরও বেশি আক্রান্ত হয়েছেন৷ সংক্রমণের নিরিখে এখন দেশে প্রথম পাঁচটি রাজ্য হল মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি, কর্নাটক ও অন্ধ্রপ্রদেশ৷ দেশে মোট ১২৩৮৬৩৫ জন আক্রান্ত হয়েছেন করোনায়, মোট প্রাণহানির সংখ্যা ২৯৮৬১৷
  • ভারতীয় সেনার মহিলা অফিসারদের জন্য পার্মানেন্ট কমিশন গঠনের নির্দেশ জারি করল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক৷ এ বিষয়ে গত ফেব্রুয়ারি মাসে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট৷

 

 

বিবিধ

  • গালওয়ানে চিনা সেনাদের সঙ্গে সংঘর্ষে শহিদ কর্নেল সন্তোষ বাবুর স্ত্রী সন্তোষী বাবুকে ডেপুটি কালেক্টর পদে নিযুক্ত করল তেলেঙ্গানা সরকার৷
  • দুশো বছরের প্রাচীন একটি গুরুদ্বার শিখ সম্প্রদায়ের হাতে ফেরত দিল পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের সরকার৷ গত ৭০ বছর ধরে তা দখল করে রেখেছিল বালুচ সরকারই৷

 

খেলা

  • ফুটবলের উন্নয়ন ও প্রসারে দেশের মধ্যে শ্রেষ্ঠ স্থান পেল বাংলা৷ দ্বিতীয় ও তৃতীয় স্থান পেল যথাক্রমে মহারাষ্ট্র ও কেরল৷ ছোটদের ফুটবল, রেফারিং কোর্স, অ্যাকাডেমি প্রভৃতি সামগ্রিক বিচারে এই স্বীকৃতি বলে জানাল এআইএফএফ৷
  • অনলাইন লিজেন্ডস অব চেস প্রতিযোগিতার বিষয়ে দ্বিতীয় ম্যাচে ম্যাগনাস কার্লসেনের কাছে হেরে গেলেন বিশ্বনাথন আনন্দ৷
  • ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে চেলসিকে ৫-৩ গোলে হারাল লিভারপুল৷ ৩৭ ম্যাচে তাদের পয়েন্ট হল ৯৯৬৷ এদিন আনুষ্ঠানিকভাবে তাদের হাতে ট্রফি তুলে দেওয়া হল৷ ৩০ বছর পর তারা ইপিএল চ্যাম্পিয়ন হল৷

 

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল