কারেন্ট অ্যাফেয়ার্স ২৩ জুন ২০১৮

schedule
2018-06-25 | 12:38h
update
2018-06-25 | 12:38h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

জাতীয়

  • জম্মু ও কাশ্মীরকে সন্ত্রাসবাদ থেকে মুক্ত করতে অভিযান শুরু করল নিরাপত্তা বাহিনী। ২১ জন কট্টর জঙ্গিনেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এই অভিযানে।
  • অপরাধের তদন্তের ক্ষেত্রেও আধারের বায়োমেট্রিক তথ্য দেওয়া আইনসিদ্ধ নয় বলে জানাল আধার কর্তৃপক্ষ ইউআইডিএআই।

আন্তর্জাতিক

  • হেনস্থার শিকার হলেন পাকিস্তানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত অজয় বিসরিয়া। এদিন ছিল তাঁর জন্মদিন। পাক প্রশাসনের আগাম অনুমতি নিয়েই তিনি গিয়েছিলেন হাসান আবদালের পাঞ্জা সাহিব গুরুদ্বারে। কিন্তু ইসলামাবাদ থেকে ৪০ কিমি দূরে ওই গুরুদ্বারে পৌঁছনোর পর তাঁকে গাড়ি থেকেই নামতে দেওয়া হয়নি। বিসারিয়ার ক্ষেত্রে দুমাস আগেও অনুরূপ ঘটনা ঘটেছিল।
  • ৩৯ বছর পর ইরানের মেয়েরা স্টেডিয়ামে বসে খেলা দেখার সুযোগ পেলেন। সরকারি ঘোষণার পরও এনিয়ে বাধা সৃষ্টি করেছিল কট্টরপন্থীরা। কিন্তু মহিলা দর্শকদের জেদের কাছে সব বাধাই হার মানল।
  • ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদের জনসভায় গ্রেনেড হামলা হল। গ্রেনেডটি লক্ষ্যচ্যূত হওয়ায় তিনি প্রাণে রক্ষা পেয়েছেন। মৃত্যু হল এক জনের। মাত্র ৪ মাস ক্ষমতায় এসেছেন আবি আহমেদ।
  • রেডিও মোল্লা তথা ফজজুল্লার মৃত্যুর পর পাকিস্তান তালিবানদের নয়া প্রধান পদে নিযুক্ত হলেন মুফতি নুর ওয়ালি মাহসুদ।
Advertisement

খেলা

  • চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে ভারত ৪-০ গোলে জয়ী হল পাকিস্তানের বিরুদ্ধে। হরেন্দ্র সিং কোচের দায়িত্ব নেওয়ার পর এটাই প্রথম প্রতিযোগিতা।
  • রাশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় বেলজিয়াম ৫-২ গোলে হারাল টিউনিসিয়াকে। ইডেন হ্যাজার্ড এবং রোমেলু লুকাকু দুটি করে গোল করলেন। লুকাকুর এবারের বিশ্বকাপে গোল সংখ্যা হল ৪। মেক্সিকো ২-১ গোলে হারাল দক্ষিণ কোরিয়াকে। অন্য ম্যাচে জার্মানি সুইডেনকে হারাল ২-১ গোলে। এবারের বিশ্বকাপে পেনাল্টির সংখ্যা নতুন নজির গড়ল। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে ৬৪ ম্যাচে ১৩টি পেনাল্টি হয়েছিল। এবার সেখানে ২৯ ম্যাচেই ১৪টি পেনাল্টি হল। এবার ২৯টি ম্যাচে এখনও কোনো ম্যাচ গোলশূন্য থাকেনি। বিশ্বকাপে এটি নতুন রেকর্ড।
  • মিশরের তারকা ফুটবলার মহম্মদ সালাহকে সাম্মানিক নাগরিকত্ব দিল চেচনিয়া।

বিবিধ

  • ভারতের রিজার্ভ ব্যাঙ্কের অবসরপ্রাপ্ত ডেপুটি গভর্নর আর গান্ধী যোগ দিলেন পেটিএম সংস্থায়।
  • প্রতিশ্রুতি রাখতে না পারলে টাই পরবেন না বলে ২০১৫ সালে ঘোষণা করেছিলেন গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সি সিপরাস। প্রতিশ্রুতি ছিল ঋণভার আক্রান্ত গ্রিসের অর্থনীতিকে চাঙ্গা করা। পরিস্থিতি অনুকূল হওয়ায় এদিন তিনি টাই পরে সাংবাদিক বৈঠক করলেন।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.04.2024 - 13:03:17
Privacy-Data & cookie usage: