কারেন্ট অ্যাফেয়ার্স ২৩ ডিসেম্বর, ২০১৮

schedule
2018-12-24 | 12:21h
update
2018-12-24 | 12:21h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • ইন্দোনেশিয়ায় আবার আকস্মিক সুনামিতে অন্তত ২২২ জনের মৃত্যু হল। সুন্দা প্রণালীতে আনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরি সক্রিয় হয়ে উঠেছে কয়েকদিন ধরেই। সমুদ্রগর্ভে সেই আগ্নেয়গিরির দেওয়াল ধসেই রিখটার স্কেলে ৭.৫ মাত্রার ভূকম্পনের সমান শক্তি উৎপন্ন হয় এবং তা সুনামির আকারে সুন্দা উপকূলে আছড়ে পড়ে বলে জানালেন আবহাবিদরা। সমুদ্রগর্ভে সাড়ে ৩ লক্ষ টন টিএনটি বিস্ফোরকের সমান শক্তি তৈরি হয়েছিল বলে জানালেন তাঁরা। প্রসঙ্গত, আগ্নেয়গিরি থেকে এই ধরনের সুনামি বিরল বলে জানানো হল।
  • ৭ মিনিটের একটি অডিও টেপ প্রকাশ করল থাইল্যান্ডের এশিয়ান ট্রিবিউন। সেখানে দাবি করা হয়েছে, বাংলাদেশে আসন্ন সাধারণ নির্বাচনে বিএনপি-জামাত জোটকে জেতাতে দুবাই থেকে প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই।
Advertisement

জাতীয়

  • কেরলের শবরীমালায় স্থানীয় মানুষের বিক্ষোভে আয়াপ্পা দর্শনে ফের ব্যর্থ হলেন মহিলারা। পুলিশের প্রহরায় ১১ জন মহিলা কিছুটা অগ্রসর হলেও শেষপর্যন্ত ফিরে আসতে বাধ্য হলেন।
  • চাঁদিপুরে ডঃ আবদুল কালাম দ্বীপ থেকে ভারতের অগ্নি ৪ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হল। ভূমি থেকে ভূমি দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্র পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম।

বিবিধ

  • কৃষকদের ঋণ মকুব কখনওই কৃষিনীতির অংশ হওয়া উচিত নয়। একমাত্র যখন দেখা যাবে কৃষকরা কিছুতেই ঋণ মেটাতে পারছেন না তখনই তা মকুব করা যেতে পারে। এদিন এই মন্তব্য করলেন এম এস স্বামীনাথন। এ দেশে সবুজ বিপ্লবের কান্ডারি বলা হয় তাঁকে।
  • শান্তিনিকেতনে শুরু হল ১২৫তম পৌষমেলা।

খেলা

  • আই লিগের ম্যাচে মোহনবাগান ২-০ গোলে পরাস্ত করল শিলং লাজংকে। ৯ ম্যাচে ১৫ পয়েন্ট পেয়ে লিগ টেবিলে পয়েন্টের বিচারে পঞ্চম স্থানে উঠে এল মোহনবাগান। এদিন নেরোকো এবং মিনার্ভা পাঞ্জাব ম্যাচটি গোলশূন্য ড্র হল।
  • লেসলি ক্লডিয়াস স্মৃতি ট্রফি হকি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল চন্দননগর পুলিশ কমিশনারেট।
  • কলকাতার সাই ক্যাম্পাসে উদ্বোধন হল বেটন কাপ হকির। প্রাক্তন হকি খেলোয়াড় দিলীপ তিরকে ও গুরবক্স সিং উদ্বোধন করলেন।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.04.2024 - 02:59:46
Privacy-Data & cookie usage: