আন্তর্জাতিক
- জামাল খাশোগি হত্যাকাণ্ডে ৫ জনকে মৃত্যুদণ্ড দিল রিয়াধের কারাগার। ৩ জনকে দেওয়া হল ২৪ বছরের কারাদণ্ড। তবে দোষীসাব্যস্তদের কারও নাম প্রকাশ করা হয়নি। ২০১৮ সালের ২ অক্টোবর তুরস্কের রাজধানী ইস্তানবুলের সৌদি দূতাবাসে খুন করা হয় জামালকে। সৌদি নাগরিক হলেও মার্কিন যুক্তরাষ্ট্রে থাকতেন তিনি। সেখানকার একটি দৈনিক পত্রিকার সাংবাদিক ছিলেন। সৌদি রাজপরিবারের কড়া সমালোচকও ছিলেন তিনি। তাঁকে খুনের ঘটনায় সৌদি রাজপরিবারের দিকে অভিযোগের আঙুল উঠেছিল। দোষীদের নাম-পরিচয় প্রকাশ না করায় এখন প্রশ্ন উঠছে, প্রকৃত অপরাধীরা শাস্তি পাবে তো?
- ভারতীয় বংশোদ্ভূত মনীষা ঘোষ মার্কিন প্রশাসনের ফেডারেল কমিউনিকেশনস কমিশনের প্রধান প্রযুক্তি আধিকারিক নিযুক্ত হলেন। গত ৩ বছর তিনি ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের প্রোগ্রাম ডিরেক্টর ছিলেন।
জাতীয়
- ঝাড়খণ্ড বিধানসভার নির্বাচনে জয়ী হল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা-কংগ্রেস দলের জোট। পরাস্ত হল শাসক বিজেপি নেতৃত্বাধীন জোট। ৮১টি আসনের মধ্যে জেএমএম, বিজেপি, কংগ্রেস, আরজেডি পেয়েছে যথাক্রমে ৩০, ২৫, ১৬ এবং ১টি আসন। জামশেদপুর পূর্ব আসনে পরাজিত হয়েছেন মুখ্যমন্ত্রী রঘুবর দাস। পরাজিত হয়েছেন বিধানসভার স্পিকার এবং দলের রাজ্য সভাপতিও।
- দেশের পরবর্তী বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা হবেন বলে জানানো হল। এই বাংলাভাষী কূটনৈতিক আদতে দার্জিলিঙের বাসিন্দা।
বিবিধ
- ভূমি থেকে আকাশ দ্রুতগতির ক্ষেপণাস্ত্র কিউআরএসএএস-এর পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হল। এদিন চাঁদিপুর থেকে সেটির উৎক্ষেপণ হয়।
- পশ্চিমবঙ্গে দৈনিক দুধের চাহিদা ১৮৩৭১ টন। এরাজ্যে প্রতিদিন উৎপাদিত হয় ১৫১৩৯ টন। এদিন এই তথ্য জানাল রাজ্যের প্রাণিসম্পদ দপ্তর।
খেলা
- দশ বছর পর পাকিস্তানের মাটিতে শুরু হয়েছে টেস্ট। সেই প্রথম সিরিজে শ্রীলঙ্কাকে ১-০ ব্যবধানে হারাল পাকিস্তান। রাওয়াল পিন্ডিতে প্রথম টেস্ট ড্র হয়েছিল। করাচিতে এদিন তারা ২৬৩ রানে দ্বিতীয় টেস্টে জয়ী হল। প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছেন পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়েছেন পাকিস্তানের নাসিম শাহ। তিনি দ্বিতীয় কনিষ্ঠ ক্রিকেটার হিসাবে টেস্টে ৫ উইকেট নিলেন। মাত্র ১৬ বছর বয়স নাসিমের।
- আন্তর্জাতিক ক্রিকেটে দেড় দশক পূর্ণ করলেন এম এস ধোনি। ২০০৪ সালের ২৩ ডিসেম্বর বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে অভিষেক হয়েছিল তাঁর।
- কাতার ইন্টারন্যাশনাল কাপে মহিলাদের ৬৪ কেজি বিভাগে ব্রোঞ্জ জেতার পাশাপাশি নতুন জাতীয় রেকর্ড করলেন রাখি হালদার।