কারেন্ট অ্যাফেয়ার্স ২৩ ফেব্রুয়ারি, ২০১৯

670
0

আন্তর্জাতিক

  • এবার সিরিয়া থেকে ব্রিটেনে ফেরার জন্য ব্রিটিশ প্রশাসনের কাছে আবেদন জানাল কুখ্যাত জঙ্গি ‘জেহাদি জ্যাক’। অক্সফোর্ডের বাসিন্দা জ্যাক ২০১৪ সালে সিরিয়ায় গিয়ে আইএস জঙ্গি শিবিরে যোগ দিয়েছিল। বর্তমানে সে কুর্দ বাহিনীর হাতে বন্দি।
  • উত্তর-পূর্ব অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড উপকূলের কাছে গ্রেট বেরিয়ার রিফ-এর কাছে দশ লক্ষ টন শিল্পবর্জ্য ফেলবে অস্ট্রেলিয়া। প্রায় ৬০০ রকম প্রবালের উপস্থিতিতে ২৩০০ কিমি দীর্ঘ গ্রেট বেরিয়ার রিফ-কে ‘জীবিত বিস্ময়’ বলা হয়। এই হেরিটেজ সামুদ্রিক এলাকায় বর্জ্য ফেলার জন্য অস্ট্রেলিয়াকে ছাড়পত্র দিল ‘গ্রেট বেরিয়ার রিফ মেরিন পার্ক অথরিটি’।

 

 জাতীয়

  • অসমের গোঘাট ও জোরহাটে বিষ মদ পান করে ১০২ জনের মৃত্যু হল।
  • সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতের পাশে থাকার বার্তা জানাল নেপাল।

 

বিবিধ

  • গত ডিসেম্বর মাসে দেশে মোবাইল ফোন গ্রাহকের সংখ্যা ছিল ১১৭ কোটি ৬০ লক্ষ। নভেম্বর মাসের থেকে এই সংখ্যা ৪২ লক্ষ বৃদ্ধি পেয়েছে। এই তথ্য জানাল ট্রাই।
  • দিল্লির মাথা পিছু আয় জাতীয় গডের ৩ গুণ। এদিন দিল্লি বিধানসভায় পেশ হওয়া আর্থিক সমীক্ষায় দাবি করা হয়, দি্ল্লিবাসীর মাথাপিছু গড় বার্ষিক আয় ৩,৬৫৫২৯ টাকা চলতি অর্থবর্ষে। সারা দেশে তা ১২৫৩০৭ টাকা।

 

খেলা

  • বিশ্ব রেকর্ডের হ্যাট্রিক করলেন আফগানিস্তানের ক্রিকেটাররা। দেরাদুনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি২০ ক্রিকেটে তাঁরা এই কীর্তি স্থাপন করলেন। প্রথমে ব্যাট করে ৩ উইকেটে তারা ২৭৮ রান করল যা টি ২০ তে বিশ্বরেকর্ড। প্রথম উইকেটে হজরতুল্লাহ জাজাই ও উসমান ঘনি ২৩৬ রান করলেন যা যে-কোনো উইকেটে টি ২০-র জুটিতে তোলা সর্বোচ্চ রান। জাজাই ৬২ রানে অপরাজিত ১৬২ রান করলেন। ১৬টি ওভার বাউন্ডারি মেরে তিনি এক ইনিংসে সর্বোচ্চ ওভারবাউন্ডারির বিশ্বরেকর্ড করলেন।
  • পরিকাঠামো অসম্পূর্ণ থাকায় অক্টোবর মাসে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেরুর থেকে ছিনিয়ে নিল ফিফা।
  • পোর্ট এলিজাবেথ টেস্টে ৮ উইকেটে জয়ী হল শ্রীলঙ্কা। এর ফলে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে তারা জয়ী হল। এশিয়ার প্রথম দল হিসাবে দক্ষিণ আফ্রিকায় তারা টেস্ট সিরিজ জিতল। প্রসঙ্গত, এই সিরিজের আগে ঘরের মাঠে ১৯টির মধ্যে ১৬টি টেস্ট জিতেছিল দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে এর আগে ৭টির মধ্যে ৬টি টেস্ট সিরিজই হেরেছিল শ্রীলঙ্কা।