কারেন্ট অ্যাফেয়ার্স ২৩ মার্চ ২০১৮

551
0
current-affairs-23032018-picture

জাতীয়

  • লাভজনক পদে থাকার অভিযোগে দিল্লিতে ২০ জন আপ বিধায়কের বিধায়কপদ খারিজের জন্য নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে বাতিল করল দি্ল্লি হাইকোর্ট। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও ওই খারিজের সিদ্ধান্ত অনুমোদন করেছিলেন। অভিযুক্ত বিধায়কদের বক্তব্য শোনা হয়নি এবং ন্যায়বিচারের শর্ত মানা হয়নি বলে জানিয়েছে আদালত। এই মামলায় ন্যায়বিচারের জন্য সব দিক বিবেচনা করা হবে এবং শুনানি হবে বলে জানানো হয়েছে।
  • রা্জ্যসভার ২৬টি আসনে ভোট নেওয়া হল। ১৭ রাজ্যের ৫৫টি আসন শূন্য হয়েছিল। বাকিগুলিতে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন।
  • পুলিশে ৯ হাজার সহ মোট ১১ হাজার কর্মী নিয়োগের সিদ্ধান্ত জানাল পশ্চিমবঙ্গ সরকার।
  • দেশে দূষণ-আক্রান্ত নদীর সংখ্যার বিচারে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। সেখানকার ৪৯টি নদী দূষিত। অসম, মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গের যথাক্রমে ২৮, ২১ ও ১৭টি নদী দূষিত। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের প্রতিমন্ত্রী মহেশ শর্মা এদিন এই তথ্য প্রকাশ করলেন। দেশের ২৭৫টি নদীকে দূষিত বলে চিহ্নিত করা হয়েছে।

আন্তর্জাতিক

  • ‘৪৫৭ ভিসা কর্মসূচি’ বাতিল করল অস্ট্রেলিয়া। তার পরিবর্তে চালু হচ্ছে কম মেয়াদের ভিসা। অ্ভিবাসীদের সংখ্যা কমাতে তারা এই পদক্ষেপ নিল। এতে ভারতীয় অভিবাসীরা সমস্যায় পড়তে পারেন বলে মনে করা হচ্ছে।
  • দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ত্রেবে শহরে এক বন্দুকবাজের হামলায় নিহত হলেন ৩ জন। এই ঘটনার দায় স্বীকার করল আইএস জঙ্গিরা। মৃত্যু হল ঘাতক বন্দুকবাজেরও।
  • মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হচ্ছেন জন রবার্ট বোল্টন। এতদিন ওই পদে ছিলেন এইচ আর ম্যাকমাস্টার। নয়া উপদেষ্টা রবার্ট বোল্টন আগ্রাসী যুদ্ধনীতির জন্য কুখ্যাত।

খেলা

  • অকল্যা্ন্ড টেস্টে শতরান (১০২) করলেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। তাঁর টেস্ট শতরান সংখ্যা ১৮। এখন নিউজিল্যান্ডের সবথেকে বেশি টেস্ট শতরানকারী হলেন তিনি।
  • আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ শ্যুটিংয়ের ট্র্যাপ ইভেন্টে ভারতের ভিভান কাপুর ব্রোঞ্জ জিতলেন।
  • বিশ্বকাপ ক্রিকেটের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করল আফগানিস্তান। বাছাইপর্বের ম্যাচে এদিন তারা ৫ উইকেটে হারাল আয়ারল্যান্ডকে।

বিবিধ

  • অস্ট্রেলিয়ার সমুদ্রতীর পারথ-এর হ্যামলিন সৈকতে তীরে ভেসে এসে মৃত্যু হল ১৩৫টি পাইলট তিমির। দেড় শতাধিক তিমি ভেসে এসেছিল উপকূলে। এই প্রজাতির তিমি কেন বারবার উপকূলে চলে এসে মৃত্যুর মুখে পড়ে তা এখন্ও অজানা বিজ্ঞানীদের।
  • বিশ্ব জুড়ে ধস নামল শেয়ার বাজারে। প্রধানত চিন-মার্কিন বাণিজ্য যুদ্ধের আশঙ্কাতেই টালমাটাল হল শেয়ার বাজার।