কারেন্ট অ্যাফেয়ার্স ২৩ মে, ২০১৯

1169
0
Current Affairs 23 May 2019

আন্তর্জাতিক

  • ব্রিটিশ পার্লামেন্টে প্রধানমন্ত্রী টেরেসা মে-র ব্রেক্সিট বিল পেশ করার কথা থাকলেও তা স্থগিত হয়ে গেল। এর আগে তিনি ৩ বার সংসদে ব্রেক্সিট বিল পেশ করলেও তা পাশ হয়নি। এই বিল চূডান্ত হলেই মে-র ইস্তফা দেওয়ার কথা। সামনের মাসে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ব্রিটেন সফরের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী পদে কে থাকবেন তাও ঠিক নেই।
  • মার্কিন যুক্তরাষ্ট্রে ১৭ বছর কারাবাসের পর মুক্তি পেলেন তালিবান নামে পরিচিত জন ওয়াকার লিন্ড। ২০১১ সালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, পেন্টাগন হামলায় যুক্ত থাকার অভিযোগে কারাদণ্ড হয়েছিল তার।
  • সাইবার দুনিয়ায় রাশিয়া ক্ষতিকারক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করল ব্রিটেন। তারা এই মর্মে ন্যাটোর ১৬টি দেশকে তথ্য তুলে দিল।

জাতীয়

  • সপ্তদশ লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল শাসক দল বিজেপি। জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধীর পর তৃতীয় প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী দ্বিতীয়বার ক্ষমতায় এলেন একক সংখ্যাগরিষ্ঠতা সহ। ৫৪২ আসনে কোন দল কত আসন পেল তা উল্লেখ করা হল। বন্ধনীতে দেওয়া হল ২০১৪ সালে সাধারণ নির্বাচনে পাওয়া আসন সংখ্যা। বিজেপি ৩০১ (২৬৮), কংগ্রেস ৫২ (৪৫) ডিএমকে ২৩ (৩), টিএমসি ২২ (৩৪), ওয়াইএসআর কংগ্রেস ২২ (৪), বিজেডি ১২ (১৮) , জে ডি ইউ ১৬ (২), টিআরএস ৯ (১০), সিপিআই এম ৩ (৯), সিপিআই ২ (১), এসপি ৫ (০)।
  • ওড়িশায় বিধানসভা নির্বাচনে পুনরায় ক্ষমতা ধরে রাখল বিজেডি। পঞ্চমবার সরকার গড়তে চলেছেন নবীন পট্টনায়ক। সিকিমে ২৫ বছর পর ক্ষমতা হারাচ্ছে পবন চামলিংয়ের দল এসডিএফ। জয়ী হল সিকিম ক্রান্তিকারী মোর্চা। অন্ধ্রপ্রদেশে বিধানসভা নির্বাচনে পরাজিত হল চন্দ্রবাবু নাইডুর দল টিডিপি। বিপুল ভোটে জয়ী হল ওয়াইএসআর কংগ্রেস।পুনরায় প্রধানমন্ত্রী হতে চলেছেন জগমোহন রেড্ডি। অরুণাচল প্রদেশে বিধানসভা নির্বাচনে জয় লাভ করল বিজেপি।

খেলা

  • ২০২২ সালে কাতার বিশ্বকাপ ফুটবলে ৩২টি দেশ অংশ নেবে বলে জানাল ফিফা।
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ব্রাজিলের জুলিও বাপ্তিস্তা।
  • কাউন্টি ক্রিকেটে হ্যাম্পশায়ারের হয়ে অভিষেক ম্যাচে শতরান করলেন অজিঙ্ক রাহানে।

বিবিধ

  • বৃদ্ধির নিরিখে নজির গড়ল ভারতের শেয়ার বাজারের দুটি সূচকই। এদিন সেনসেক্স ৪০১২৪.৩৬ পয়েন্ট এবং নিফটি ১২ হাজার পয়েন্টে উঠে নজির গড়ল। তবে পরে বাজার বন্ধের সময় কিছুটা পড়ে যায় সূচক দুটি।