কারেন্ট অ্যাফেয়ার্স ২৩ মে ২০২০

1077
0

আন্তর্জাতিক

  • পাকিস্তানের করাচিতে ঘন বসতিপূর্ণ স্থানে বিমান ভেঙে পড়লেও কোন স্থানীয় নাগরিকের মৃত্যু হয়নি৷ বিমানটিতে যাত্রী ও কর্মী মিলে ৯৯ জন ছিলেন এবং তাঁদের ২ জন প্রাণে বেঁচেছেন বলে এদিন জানানো হল৷ ব্যাঙ্ক অব পাঞ্জাবের সিইও জাফর মামুদ ও ২৪ বপছরের মহম্মমদ জুবের প্রাণে রক্ষা পেয়েছেন৷
  • করোনা ভাইরাসে সংক্রমণের নিরিখে রাশিয়াকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এল ব্রাজিল৷ মৃত্যুর সংখ্যায় তারা রয়েছে ষষ্ঠ স্থানে৷ সব থেকে বেহাল অবস্থা দেশের অর্থনৈতিক রাজধানী সাও পাওলোয়৷ রিও দি জেনেইরোর মারকানা স্টেডিয়াম এবং সাও পাওলোর দুটি খেলার মাঠকে অস্থায়ী হাসপাতাল বানানো হয়েছে৷ বিশ্বে করোনা ভাইরাসে ৫৩৭২৮২২ জন আক্রান্ত হয়েছেন এবং ৩৪২৬৩৪ জনের মৃত্যু হয়েছে৷ এদিকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সম্ভাব্য প্রতিষেধকটি মানবদেহে প্রয়োগের প্রথমধাপ অতিক্রম করল৷ যে একহাজার জনের ওপর তা প্রযুক্ত হয়েছে এবার তার ফলাফল বিশ্লেষণ করা হবে৷ জেনার ইনস্টিটিউটের সঙ্গে হাত মিলিয়ে আরও ১০২৬০ জনের শরীরে এবার প্রয়োগ করা হবে সম্ভাব্য প্রতিষেধকটি৷

 

জাতীয়

  • সুপার সাইক্লোন আমপান চলে যাওয়ার ৭২ ঘণ্টা পরও দুই ২৪ পরগনা এবং কলকাতার বিস্তীর্ণ অংশ বিদ্যুৎবিহীন, মোবাইল ফোনের পরিষেবাবিহীন অবস্থায় রয়েছে৷ কিছু স্থানে পানীয় জলের সরবরাহ বন্ধ৷ এই পরিস্থিতিতে সেনাবাহিনী ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সাহায্য চেয়ে পাঠাল পশ্চিমবঙ্গ সরকার৷ আমপান ওড়িশায় প্রভৃত ক্ষতি করলেও সেখানে কোন প্রাণহানি হয়নি৷ সেখানকার জন্য অগ্রিম ৫০০ কোটি টাকা অর্থসাহায্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷
  • দেশে ১২৫১০১ জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন৷ প্রাণহানি হয়েছে ৩৭২০ জনের৷ গত ২৪ ঘণ্টায় ৬৬৫৪ জন আক্রান্ত হয়েছেন করোনায়৷ মহারাষ্ট্রে ৪৪৫৮২ জন আক্রান্ত হয়েছেন ও ১৫১৭ জনের মৃত্যু হয়েছে এই সংক্রমণে৷ পশ্চিমবঙ্গে মোট ও সক্রিয় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৩৪৫৯ ও ১৯০৯৷ রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১৯৭ জনের৷ ৭২ জনের মৃত্যু হয়েছে কো-মর্বিডিটিতে৷ দেশে এখনও পর্যন্ত করোনা সংক্রমণের পর সুস্থ হয়ে উঠেছেন ৫১৭৮৩ জন৷

 

বিবিধ

  • বিহারের কিশোরী জ্যোতি কুমারীকে ট্যুইটারে প্রশংসায় ভরিয়ে দিলেন মার্কিন রাষ্ট্রপতির কন্যা ইভাঙ্কা ট্র্যাম্প৷ জ্যোতি তার অসুস্থ বাবাকে সাইকেলে চাপিয়ে গুরুগ্রাম থেকে বিহারের বাড়িতে ফিরেছে৷ ৭ দিন সময় লেগেছে তাদের৷
  • দেশের প্রবীণতম করোনা জয়ী হলেন ইন্দোরের এক শতায়ু বৃদ্ধা৷ ১১ দিন লড়াইয়ের পর তিনি সুস্থ হয়ে ঘরে ফিরলেন৷ কিন্তু তাঁর এক পুত্র করোনায় প্রাণ হারিয়েছেন গত ৪ মে৷

 

খেলা

  • মহিলা ক্রীড়াবিদদের মধ্যে সবথেকে বেশি উপার্জনের নজির গড়লেন ২২ বছরের জাপানি তরুণি নেয়োমি ওসাকা৷ গত ১২ মাসে ভারতীয় মুদ্রার হিসাবে ২৮৪ কোটি টাকা আয় করেছেন ২টি গ্র্যান্ডস্ল্যামের মালকিন ওসাকা৷
  • ৮ জুন থেকে লা লিগা শুরুর অনুমতি দিলল স্পেন সরকার৷