কারেন্ট অ্যাফেয়ার্স ২৩ সেপ্টেম্বর ২০১৮

685
0
Current Affairs 23 Sep 2018

জাতীয়

  • জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন ‘সাইবার ট্রিভিয়া’ নামে একটি অ্যাপ বানাল। এখানে যেসব গেম রয়েছে তা শিক্ষামূলক। ‘ব্লু হোয়েল’, ‘মোমো’ প্রভৃতি বিপজ্জনক খেলা থেকে তাদের সাবধান করতে এই পদক্ষেপ বলে জানানো হল।
  • অন্ধ্রপ্রদেশের আরাকু উপত্যকার বিধায়ক সর্বেশ্বর রাও এবং প্রাক্তন বিধায়ক সিবেরি সোমাকে গুলি করে হত্যা করল মাওবাদীরা। সশস্ত্র ৬০ জনের দল অভিযানটি চালিয়েছিল।
  • রাঁচিতে এক অনুষ্ঠানে ‘প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা আয়ুষ্মান ভারত’ প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলা হচ্ছে এটি বিশ্বের বৃহত্তম সরকারি স্বাস্থ্যবিমা প্রকল্প।

আন্তর্জাতিক

  • ভিনদেশিদের জন্য মার্কিন মুলুকে থাকার নিয়ম আরও কড়া হতে চলেছে। সে দেশের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ নতুন আইনের খসড়া প্রকাশ করল। সেখানে বলা হয়েছে সেদেশে ভিসা বা গ্রিন কার্ড পাওয়ার জন্য অভিবাসীদের মুচলেখা দিতে হবে যে স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, আর্থিক সহায়তার মতো কোনো সরকারি সুবিধা তাঁরা নেবেন না।
  • ভারতের প্রধানমন্ত্রী সম্পর্কে ‘নিম্ন মেধার উচ্চ পদে আসীন’ মন্তব্য করে নিজের দেশেই কড়া সমালোচনার মুখে পড়লেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁর সরকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের জন্য দ্রুত এগোতে গিয়ে ‘কূটনৈতিক বিপর্যয়’ ঘটিয়েছে বলে মন্তব্য করা হয়েছে।
  • বাংলাদেশের প্রাক্তন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার লেখা ‘এ ব্রোকেন ড্রিম’ বইটি প্রকাশিত হয়েছে। তবে প্রশাসনের দাবি, মার্কিন প্রবাসী সিনহা আদৌ এটি লেখেননি, লিখেছেন জামাতপন্থী ৪ জন সাংবাদিক।

খেলা

  • দুবাইয়ে এশিয়া কাপের ম্যাচে ভারত পুনরায় হারাল পাকিস্তানকে। এদিন জয় এল ৯ উইকেটে। জোড়া শতরান করলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা (অপরাজিত ১১১) এবং শিখর ধাওয়ান (১১৪)। ম্যান অব দ্য ম্যাচ হলেন ধাওয়ান। রোহিত ও শিখর এদিন ওপেনিং জুটিতে ২১০ রান করলেন যা পাকিস্তানের বিরুদ্ধে ওপেনিং জুটিতে একদিনের ম্যাচে ভারতের সেরা রান। ১৯তম শতরান করে ১৮১ ইনিংসে ৭০০০ রান সম্পূর্ণ করলেন রোহিত। এদিন অন্য ম্যাচে বাংলাদেশের কাছে হেরে গেল আফগানিস্তান।
  • প্যাসিফিক ওপেনে মেয়েদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন ক্যারোলিনা লিসকোভা। জাপানের নাওমি ওসাকা টানা ১০ ম্যাচ জেতার পর এদিন হার মানলেন ফাইনাল ম্যাচে। রানার্স হলেন ওসাকা।

বিবিধ

  • আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কগুলির সংযুক্তি করা হবে। ৫৬টি ব্যাঙ্ককে মিশিয়ে ৩৬টি ব্যাঙ্ক করা হবে বলে জানাল কেন্দ্র। এর আগে ২০০০ সালে ১৯৬টি আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কের সংযুক্তির ফলে সংখ্যাটি ৫৬-তে নেমে এসেছিল।
  • ‘ওএনজিসি বিদেশ’-এর কাছে ৭৬৬৬.১০ কোটি টাকা পরিষেবা কর চাইল কেন্দ্র। গত এক দশকে ২০টি দেশে ৪১টি প্রকল্পে অংশ নিয়েছে ওএনজিসি বিদেশ।
  • মুম্বইয়ের চলচ্চিত্র পরিচালক কল্পনা লাজমি (৬৪) প্রয়াত হলেন। তিনি চিত্রশিল্পী ললিতা লাজমির কন্যা। ‘রুদালি’, ‘এক পল’, ‘দামিনী’ প্রভৃতির পরিচালক ছিলেন তিনি। পরিচালক গুরু দত্ত ছিলেন তাঁর মামা এবং শ্যাম বেনেগাল কাকা।