কারেন্ট অ্যাফেয়ার্স ২৪ জুন ২০২১

911
0
daily current affairs

আন্তর্জাতিক
  • বিশ্বে যেদিন করোনা সংক্রমণ ১৮ কোটিতে পৌঁছল সেদিনই আশার কথা শোনাল “নেচার” পত্রিকা৷ একটি প্রবন্ধে বলা হয়েছে, ক্রমাগত মিউটেশন ঘটিয়ে করোনা ভাইরাস তার ক্ষমতার শীর্ষে পৌঁছেছে আর সে শক্তি বাড়াতে পারবে না৷ করোনার আলফা, পিটা ও গামা ডেল্টা স্ট্রেন যথাক্রমে ১৭০, ১১৯, ৭১ এবং ৮৫টি দেশে ছড়িয়ে পড়েছে৷
  • পাকিস্তানের লাহোরে গাড়ি বোমা বিস্ফোরণের সময় সন্ত্রাসবাদী নেতা হাফিজ সইদ বাড়িতেই ছিলেন বলে অভিযোগ উঠল৷ যদিও সরকারিভাবে তাঁর কোট লাখপত জেলে থাকার কথা৷ এই প্রশ্নে মুখে কুলুপ এঁটেছে পাক প্রশাসন৷
  • উজবেকিস্তানের দুসানবেতে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের অর্ন্তভুক্ত দেশগুলির নিরাপত্তা উপদেষ্টাদেরর বৈঠক বসল৷ দীর্ঘদিন পর ভারত ও পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টা অর্জিতত দোভাল ও মঈদ ইউসুফ বৈঠকে অংশ নিলেন৷

 

জাতীয়
  • দেশে টানা ৪২ দিন ধরে দৈনিক করোনা আক্রান্তের থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা বেশি রয়েছে৷ দেশে সক্রিয় রোগীর সংখ্যা এখন ৬২৭০৫৭৷ তবে শুরু থেকে এখনও পর্যন্ত সংক্রমণ হয়েছে এমন মানুষের সংখ্যা ৩ কোটিতে পৌঁছেছে (৩০০৮২৭৭৮ জন)৷
  • জম্মু ও কাশ্মীরের ৮টি রাজনৈতিক দলের ১৪ জন নেতা নেত্রীর সঙ্গে মুখোমুখি বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপের পরবর্তী ২ বছরে এই প্রথম তাঁদের সঙ্গে বৈঠক করলেন তিনি৷ জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী৷

 

বিবিধ
  • ৩১ জুলাইয়ের মধ্যে দ্বাদশ শ্রেণির ফল প্রকাশ করার জন্য দেশের সব বোর্ডকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট৷ ১০ দিনের মধ্যে মূল্যায়ণের নির্দিষ্ট পদ্ধতিও প্রকাশ করতে বলা হয়েছে৷
  • স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালুর সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা৷ এর সাহায্যে শিক্ষা খাতে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবেন ছাত্রছাত্রীরা৷

 

খেলা
  • কলম্বিয়ার কিংবদন্তী গোলরক্ষক কার্লেস ভালদেরামার তাঁর দেশের হহয়ে ১১১টি ম্যাচ খেলার নজির স্পর্শ করলেন দাভিদ আস্ফিনা৷ ব্রাজিলের সঙ্গে কোপা আমেরিকায় এই ম্যাচটি ১-২ গোলে হেরে গেল তারা৷
  • দেশের হয়ে ১৭৮ ম্যাচে ১০৯টি গোল করে সংবাদ শিরোনামে ফিরে এসেছেন পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷ এখন তিনি ইরানের আলি দাইয়ের সঙ্গে যৌথভাবে এই তালিকার শার্ষে৷ ইউরো এবং বিশ্বকাপ মিলিয়ে ২১টি গোল করেছেন তিনি৷ এক্ষেত্রে রোনাল্ডো টপকে গেলেন জার্মাানির মিরোস্লাভ ক্লোজেকে (১৯টি গোল)৷ ইউরোয় তাঁর মোট ১৪টি গোলও সর্বোচ্চ৷