কারেন্ট অ্যাফেয়ার্স ২৪ জুন, ২০১৯

schedule
2019-06-27 | 05:38h
update
2019-06-27 | 05:38h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • আগামী ছ’সপ্তাহে নিজামের মামলা নিষ্পত্তির কথা জানাল লন্ডন হাইকোর্ট। লন্ডনের ন্যাটওয়েস্ট ব্যাঙ্কে রাখা সাড়ে তিন কোটি পাউন্ড নিয়ে এই মামলা চলছে। ওই টাকা ব্যাঙ্কে গচ্ছিত রেখেছিলেন হায়দরাবাদের সপ্তম নিজাম। পাকিস্তানের দূতের মাধ্যমে ওই টাকা পাঠানো হয়েছিল। বর্তমানে তুরস্ক নিবাসী নিজামের বংশধর ওই অর্থ দাবি করেছেন। কিন্তু আপত্তি জানিয়ে পাকিস্তান দাবি করেছে ওই অর্থ রাখা হয়েছে পাকিস্তানের মুসলিম সম্প্রদায়ের জন্য। পাঁচের দশকে পাকিস্তানের দাবি মেনে ওই টাকা ব্যাঙ্কে রাখতে বলেছিলেন হাউস অব লর্ডসের সদস্য লর্ড ডেলিং।
  • ‘ভারতের সঙ্গে অ্যান্টিগার কোনো প্রত্যর্পণ চুক্তি নেই। তাও আইনি বাধা কাটিয়ে এবং নাগরিকত্ব খারিজ করে মেহুল চোকসিকে ভারতের হাতে তুলে দেওয়া হবে।’ এদিন ‘অ্যান্টিগা অবজার্ভার’ পত্রিকায় এই মন্তব্য করলেন সে দেশের প্রধানমন্ত্রী গ্যাসটন ব্রাউন।
Advertisement

জাতীয়

  • কলকাতা থেকে ৪ জন সন্ত্রাসবাদীকে গ্রেপ্তার করল কলকাতা পুলিসের এসটিএফ। ধৃতদের মধ্যে ৩ জনই বাংলাদেশের নাগরিক।
  • ‘সুস্বাস্থ্য রাজ্য, উন্নত ভারত’ রিপোর্ট পেশ করলেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার। স্বাস্থ্যসূচকে প্রথম তিনটি স্থান পেল কেরল, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র। পশ্চিমবঙ্গ পেল দ্বাদশক্রম। শেষ দুটি স্থানে রয়েছে বিহার ও উত্তরপ্রদেশ। কেন্দ্র শাসিত অঞ্চলের তালিকায় শীর্ষস্থানে রয়েছে চণ্ডীগড়ের নাম।
  • হাওড়া-জগদ্দলপুর সমলেশ্বরী এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন লেগে মৃত্যু হল ৩ জন রেলকর্মীর।

বিবিধ

  • সোনার দাম গত ৫ বছরের মধ্যে সর্বোচ্চ অঙ্কে পোঁছল। গত ১ জুন কলকাতায় ১০ গ্রাম পাকা সোনার দাম ছিল ৩২৬৮৫ টাকা যা এদিন বেড়ে হয়েছে ৩৫০৮০ টাকা।
  • কন্যাশ্রী প্রকল্প বেসরকারি স্কুলেও চালু করার কথা জানাল পশ্চিমবঙ্গ সরকার। এতদিন কেবল সরকারি ও সরকার পোষিত স্কুলেই ওই প্রকল্পের সুবিধা মিলত।

খেলা

  • ক্রিকেট বিশ্বকাপ ২০১৯-এ প্রথম দল হিসাবে সেমিফাইনালে পৌঁছল অস্ট্রেলিয়া। এদিন ইংল্যান্ডকে ৬৪ রানে হারানোর ফলে ৭ ম্যাচে তাদের পয়েন্ট হল ১২। ম্যান অব দ্য ম্যাচ হলেন অস্ট্রেলীয় অধিনায়ক অ্যারন ফিঞ্চ। এদিন তিনি শতরান (১০০) করলেন যা চলতি বিশ্বকাপে তাঁর দ্বিতীয় শতরান।
  • কোপা আমেরিকা থেকে ছিটকে গেল জাপান। এদিন ইকুয়েডরের সঙ্গে তাদের ম্যাচ ড্র হল। জিতলে কোয়ার্টার ফাইনালে যেত জয়ী দেশ। অন্যদিকে গতবারের চ্যাম্পিয়ন চিলি ০-১ গোলে পরাস্ত হল উরুগুয়ের কাছে। তবে পয়েন্টের বিচারে শেষ আটে গেল দুই দলই।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.05.2024 - 07:10:30
Privacy-Data & cookie usage: