আন্তর্জাতিক
- ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডের লেথেন এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল সই করলেন ব্রেক্সিট চুক্তিতে। এই চুক্তিপত্রটি এরপর পাঠিয়ে দেওয়া হয় ব্রিটেনে। সই করেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। ৩১ জানুয়ারি মধ্যরাতে ব্রেক্সিট প্রক্রিয়া সম্পাদন করার অঙ্গ এগুলি।
- চিনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়াল ২৩। অন্তত আটশো মানুষ আক্রান্ত হয়েছেন। ভাইরাসের সংক্রমণ আটকাতে মোট ১৩টি শহরকে বিচ্ছিন্ন করল চিন প্রশাসন। পরিবহণব্যবস্থা বন্ধ করায় ৪ কোটিরও বেশি মানুষ কার্যত অবরুদ্ধ হয়ে পডেছেন। ২৫ জানুয়া্রি চিনের নববর্ষের প্রাক্কালে এই আতঙ্কে উৎসব অনেকটাই ম্লান হয়েছে। যে-কোনো জমায়েতে নিষেধাজ্ঞা জারি হওয়ায় বেজিংয়ে ভারতীয় দূতাবাসে এ বছর সাধরণতন্ত্র দিবসের অনুষ্ঠান বাতিল করল। প্রসঙ্গত, করোনা ভাইরাস শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে সংক্রামিত হয়।
জাতীয়
- চার দিনের ভারত সফরে এলেন ব্রাজিলের রাষ্ট্রপতি জাইর বোলসোনারো। তাঁর সঙ্গে রয়েছে একটি বাণিজ্য প্রতিনিধ দল।
- লন্ডন থেকে প্রকাশিত ‘দ্য ইকনমিস্ট’ পত্রিকা চলতি সপ্তাহের সংখ্যায় প্রচ্ছদ নিবন্ধ করেছে ভারত নিয়ে। বিষয় অসহিষ্ণু ভারত (ইনটলারেন্ট ইন্ডিয়া)। যেখানে দাবি করা হয়েছে, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রকে ভেঙে ফেলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
- বিশাখাপত্তনমে বঙ্গোপসাগরের নীচে ডুবোজাহাজ থেকে ৩৫০০ কিমি পাল্লার কে ৪ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উতক্ষেপণ সফল হল।
বিবিধ
- নিজের বাসভবনে ৪৯ জন শিশু-কিশোর-কিশোরীকে ‘প্রধানমন্ত্রী পুরস্কার ২০২০’ তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই শিশুদের সাহসিকতা তাঁর প্রেরণার উৎস বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী।
খেলা
- নিউজিল্যান্ড গিয়ে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার আগেই আন্তর্জাতিক টি২০ ম্যাচ খেলতে হল ভারতীয় দলকে। সেখানে ৬ উইকেটে জিতল ভারত। ম্যান অব দ্য ম্যাচ হলেন শ্রেয়স আয়ার। উইকেট রক্ষকের ভূমিকায় খেললেন লোকেশ রাহুল।
- অস্ট্রেলিয়ান ওপেনে ১০০তম জয়ের রেকর্ড করলেন রজার ফেডেরার। এদিন তৃতীয় রাউন্ডে তিনি টাইব্রেকারে হারালেন জন মিলম্যানকে ৪-৬, ৭-৬,৭-২,৬-৪, ৪-৬,৭-৬ (১০-৮)। ফেডেরার অবশ্য উইম্বলডনে আগেই ১০০তম ম্যাচ জেতার নজির গডেছিলেন। দুটি গ্র্যান্ডস্ল্যামে ১০০ ম্যাচ আর কেউ জেতেননি। সেরিনা উইলিয়ামস এবং নেয়োমি ওসাকা তৃতীয় রাউন্ডেই হেরে গেলেন। সেরিনা ৭ বারের চ্যাম্পিয়ন, ওসাকা গতবারের চ্যাম্পিয়ন।
- অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপে ভারত ৪৪ রানে হারাল নিউজিল্যান্ডকে। জয়ের হ্যাটট্রিক করল ভারত।