কারেন্ট অ্যাফেয়ার্স ২৪ জুন ২০২০

906
0

আন্তর্জাতিক

  • মস্কোর রেড স্কোয়্যারে ভিক্ট্রি ডে প্যারেডে অংশ নিল ১১টি দেশের সেনাবাহিনী৷ ১৯৪৫ সালের ৯ মে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্ত হয় এবং মিত্রশক্তি জয়লাভ করে৷ তারপর থেকে ৯ মে বিজয় দিবস হিসাবে পালন করা হয় রাশিয়ায়৷ এবছর ছিল ৭৫তম বর্ষ৷ কিন্তু করোনার আবহে পিছিয়ে দেওয়া হয় বিজয় দিবস উদযাপন৷ এদিনের কুচকাওয়াজে ভারতের স্থল, নৌ, বায়ুসেনার ৭৫ জন জওয়ানকে নিয়ে গঠিত ট্রাই সার্ভিস কনটিনজেন্ট অংশ গ্রহণ করল৷ উপস্থিত ছিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷ রাশিয়ার উপপ্রধানমন্ত্রী ইউরি বোরিসভের সঙ্গে বৈঠক হল তাঁর৷ ভারতকে এস-৪০০ মিসাইল সিস্টেম দিতে সম্মত হয়েছে রাশিয়া৷ রাশিয়ার থেকে ৩৩টি মিগ ২৯ এবং সুখোই ৩০ কেনার কথা জানাল ভারত৷
  • বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৯৪,৫০,০৯২ জন৷ প্রাণহানি হয়েছে ৪,৮২,২৪৩ জনের৷ আক্রান্ত ও মৃতের সংখ্যায় দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল৷ সেখানকার রাষ্ট্রপতি জাইর বোলসোনারোকে প্রকাশ্য সভায় মাস্ক পরার নির্দেশ দিতে হল একজন ফেডারেল বিচারপতিকে৷ ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হলেন তিনি৷
  • এফটিএফ-এর ধূসর তালিকাতেই থাকল পাকিস্তান৷ সন্ত্রাসে অর্থ পাচারে তারা অভিযুক্ত৷
  • মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোয় ভারতীয় বংশোদ্ভূত শিখদের ইন্ডিয়া প্যালেস রেস্টুরেন্টে ভাঙচুর চালানো হল৷ ঘটনাটি জাতি বিদ্বেষের বলে সন্দেহ করা হচ্ছে৷

 

জাতীয়

  • দেশে গত ২৪ ঘণ্টায় ১৫,৯৬৮ জন কোভিড-১৯ রোগী চিহ্নিত হলেন৷ মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪,৫৬,১৮৩৷ মোট ১৪,৪৭৬ জনের প্রাণহানি হয়েছে করোনা ভাইরাস সংক্রমণে৷ গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৬৫ জনের৷ গত ৩ দিনে সংক্রমিত হয়েছেন ৪৫ হাজার জন৷ দেশে এখন ১৯.২ দিনে সংক্রমণ সংখ্যা দ্বিগুণ হচ্ছে৷ পশ্চিমবঙ্গে এই সংক্রমণে মৃত্যু হল বিধায়ক তমোনাশ ঘোষের (৬৪)৷ এদিকে পশ্চিমবঙ্গে কনটেনমেন্ট জোনগগুলিতে ৩১ জুলাই পর্যন্ত লকডাউন রাখার সিদ্ধান্ত জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অন্যদিকে দিল্লিতে ৬ জুলাইয়ের মধ্যে সব বাড়িতে স্ক্রিনিংয়ের সিদ্ধান্ত নিল অরবিন্দ কেজরিওয়াল সরকার৷ মহারাষ্ট্র ও দিল্লিতে করোনায় মৃতের সংখ্যা যথাক্রমে ৬,৫৩১ এবং ২,৩০১৷
  • দূরপাল্লার ট্রেনের জন্য বোর্ডিং পাস ব্যবস্থা চালু করল রেল কর্তৃপক্ষ৷ পাইলট প্রোজেক্ট হিসাবে উত্তর-মধ্য রেলের প্রয়াগরাজ স্টেশনে তা শুরু করা হল৷
  • ভারতের মহাকাশ গবেষণায় বেসরকারি পুঁজিকেও অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার৷ সেই লক্ষ্যে ইসরোর সঙ্গে সমন্বয় রক্ষা করতে নতুন একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রোমোশন অ্যান্ড অথরাইজেশন সেন্টার গড়ার সিদ্ধান্ত নেওয়া হল৷

 

বিবিধ

  • প্রাক্তন সাংসদ, বেলুনম্যান হিসাবে পরিচিত বিশ্ববন্ধু গুপ্ত (৯৩) প্রয়াত হলেন৷ তিনি ইন্ডিয়ান নিউজপেপার সোসাইটির প্রাক্তন সভাপতি৷
  • দিল্লিতে পেট্রোলের দরকে ছাপিয়ে গেল ডিজেলের দাম৷ এই নিয়ে টানা ১৮ দিন ডিজেলের দাম বাড়ল৷ টানা ১৭ দিন বাড়ার পর এদিন পেট্রোলের দাম বাড়েনি৷

 

 

খেলা

  • জুলাই মাসে নির্ধারিত শ্রীলঙ্কা সফর বাতিল করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড৷
  • দুবাইয়ে ক্রিকেট অ্যাকাডেমি খোলার সিদ্ধান্ত জানালেন রোহিত শর্মা৷ নাম ‘ক্রিক কিংডম’৷