কারেন্ট অ্যাফেয়ার্স ২৪ জুলাই ২০২০

schedule
2020-07-27 | 09:08h
update
2020-07-27 | 09:08h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • চিনের চেংদু-র মার্কিন দূতাবাস বন্ধের নির্দেশ দিল বেজিং৷ হিউস্টনের চিনা দূতাবাস মার্কিন যুক্তরাষ্ট্র বন্ধ করতে ওয়াশিংটনের পদক্ষেপের পাল্টা হিসাবে এই পথ নিল তারা৷ তাদের বক্তব্য, ‘মার্কিনিদের অযৌক্তিক কাজের বৈধ ও প্রয়োজনীয় জবাব৷’ মার্কিন বিদেশ সচিব মাইক পম্পোয়ো বিশ্ব জুড়ে চিনের বিরুদ্ধে যুদ্ধের বাতাবরণ তৈরি করছেন অভিযোগ করে চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র হুয়া চুনউইং ব্যঙ্গ করেছেন ‘পিঁপড়ে কি আর গাছ নাড়াতে পারে!’ পম্পোয়োর দাবি, গুপ্তচরবৃত্তির আখড়া হয়ে উঠেছিল হিউস্টনের চিনা দূতাবাস৷
  • কৃত্রিম উপগ্রহর উৎক্ষেপণ কররতে চলেছে বলে জানাল মায়ানমার৷ ‘নাসেন্ট স্পেস নেশনস’-এর সাহায্যে তারা প্রথমবার উপগ্রহ পাঠাবে পৃথিবীর কক্ষপথে৷
  • বিশ্বে করোনায় ১,৫৮,৩৭,৬৫৪ জন আক্রান্ত হয়েছেন৷ মোট ৬,৩৯,৭২৪ জনের প্রাণহানি হয়েছে৷
Advertisement

 

 

জাতীয়

  • কোভিড সংক্রমণে ভারতে মোট মৃত্যুর সংখ্যা (৩০,৬০১) অতিক্রম করে গেল ফ্রান্সে মোট করোনা ভাইরাসে মৃতের সংখ্যাকে৷ গত ২৪ ঘণ্টায় ভারতে ৪৯,৩১০ জন কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন ও ৭৪০ জনের মৃত্যু হয়েছে৷ দেশে মোট ১২,৮৭,৯৪৫ জন কোভিডে আক্রান্ত হয়েছেন৷ গত ২৪ মার্চ, ২৫ এপ্রিল, ২৫ মে ও ২৫ জুন করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন যথাক্রমে ৬০৬, ২৪,৯৪২, ১,৩৮,৮৪৫ ও ৪,৭৩,১০৫ জন৷ ওই তারিখগুলিতে দেশে মৃতের সংখ্যা ছিল যথাক্রমে ১০, ৭৭৯, ৪,০২১ ও ১৪,৮৯৪৷ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন কলকাতা পুলিশের ইনস্পেক্টর অভিজ্ঞান মুখার্জি (৪৯)৷ করোনায় এই নিয়ে কলকাতা পুলিশের ৫ জনের মৃত্যু হল৷

 

 

বিবিধ

  • প্রয়াত হলেন অমলাশঙ্কর৷ গত ২৭ জুন ১০১ বছর পূর্ণ করেছিলেন তিনি৷ এই প্রবাদপ্রতীম নৃত্যশিল্পী ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী৷ অবিভক্তত বাংলার যশোরে জন্ম হয়েছিল অমলার৷ বাবা অক্ষয়কুমার নন্দী সম্পন্ন ব্যবসায়ী৷ বাবার সঙ্গে ১৯৩০ সালে প্যারিসে গিয়েছিলেন তিনি৷ সেখানে একটি নাচের অনুষ্ঠানে তাঁর নাচ দেখে মুগ্ধ হন উদয়শঙ্কর৷ ১৯৪২ সালে উদয় শঙ্করের সঙ্গে বিবাহ হয় তাঁর৷ উদয় শঙ্কর পরিচালিত ‘কল্পনা’ ছবিতে তিনি অভিনয় করেছিলেন৷ তাঁদের দুই সন্তান আনন্দ শঙ্কর ও মমতা শঙ্কর৷ নাচ, অভিনয় ছাড়া ছবি আঁকতেও দক্ষ ছিলেন অমলা শঙ্কর৷ উদয়শঙ্কর ইন্ডিয়া কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করেছিলেন তিনি৷
  • প্রকাশিত হল রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর উর্জিত প্যাটেলের লেখা বই ‘ওভারড্রাফ্ট: সেভিং দ্য ইন্ডিয়া সেভার’৷

 

খেলা

  • ম্যাঞ্চেস্টারে শুরু হল ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে তৃতীয় তথা সিরিজের শেষ টেস্ট৷ প্রথম দিন ৪ উইকেট হারিয়ে ২৫৮ রান করল ইংল্যান্ড৷
  • ‘অল লাইফ ম্যাটার’ স্লোগান তুললেন বিশ্ব ক্রিকেটের দুই খ্যাতনামা প্রাক্তন ভিভ রিচার্ডস ও ইয়ান বথাম৷ নিজেদের পুরনো ছবি পোস্ট করে এই বার্তা লিখলেন তাঁরা৷
  • ক্রীড়া সাংবাদিকদের বিচারে ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন ইপিএল চ্যাম্পিয়ন লিভারপুলের অধিনায়ক জর্ডন হেন্ডারসন৷

 

 

লাইভ টিভি দেখুন:     https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
08.04.2024 - 20:18:22
Privacy-Data & cookie usage: