কারেন্ট অ্যাফেয়ার্স ২৪ ডিসেম্বর ২০১৭

964
0
current-affairs-24122017-picture

জাতীয়

  • তামিলনাড়ুর একটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলের দিকে নজর ছিল দেশবাসীর। প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতা এই আসন থেকে লড়তেন। সেখানে ৪০ হাজারের বেশি ভোটে জয়ী হলেন শশীকলা নটরাজনের ভাইপো টিটিভি দীনাকরণ। জোড়া পাতা চিহ্নে এডিএমকে প্রার্থীর বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসাবে তিনি লড়াই করেছিলেন।
  • হিমাচল প্রদেশের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন জয়রামঠাকুর। তিনি ৫ বারের বিধায়ক। এই প্রথম মান্ডির কোনো নেতা মুখ্যমন্ত্রী হচ্ছেন।
  • ১ জানুয়ারি অন্ধ্রপ্রদেশের কোনো মন্দিরে নববর্ষ পালন করা যাবে না বলে জানাল ওই রাজ্যের সরকার। যেহেতু ১ জানুয়ারি বৈদিক সংস্কৃতির অঙ্গ নয়, তাই এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে জানানো হল।

আন্তর্জাতিক

  • ফের বিপর্যয় ফিলিপিন্সে। দক্ষিণ ফিলিপিন্সের একটি শপিং মলে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত্যু হল একটি দুর্ঘটনায়।
  • আফগানিস্তানের হেলমন্দ প্রদেশে জঙ্গি হামলায় মৃত্যু হল ৭ জনের।

খেলা

  • টি টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ভারত শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে দিল। রোহিত শর্মার নেতৃত্বে ভারত এই সিরিজে ৩-০ ব্যবধানে জয়ী হল।
  • অনূর্ধ্ব ১৫ বছর সাফ মহিলা ফুটবলে রানার্স হল ভারত। ঢাকায় এই প্রতিযোগিতার আসর বসে। এদিন ফাইনালে ভারত ০-১ গোলে হারল বাংলাদেশের কাছে।
  • কাজাখস্তানে আয়োজিত গালিম ঝারিলগাপোও বক্সিং প্রতিযোগিতায় সোনা জিতলেন ভারতের কে শ্যাম কুমার, নমন তানওয়ার এবং সতীশ কুমার।

বিবিধ

  • লিঙ্গায়েত সম্প্রদায়কে সংখ্যালঘু সম্প্রদায়ের মর্যদা দেওয়া যায় কিনা তা খতিয়ে দেখতে কমিটি তৈরি করল কর্নাটক সরকার।
  • শিয়ালদহে ক্রিক লেনের নাম বদলে হল ডাক্তার আর আহমেদ সরণি। প্রসঙ্গত, ভারতে দন্ত চিকি€ৎসার জনক বলা হয় রফিউদ্দিন আহমেদকে।