কারেন্ট অ্যাফেয়ার্স ২৪ ফেব্রুয়ারি, ২০১৯

546
0

আন্তর্জাতিক

  • মার্কিন যুক্তরাষ্ট্রে সৌদি আরবের রাষ্ট্রদূত নিযুক্ত হলেন রাজকুমারী রিমা বিস্ত বন্দর। এই প্রথম কোনো রাজকুমারী এই পদে বসলেন। রিমা এর আগে দেশের ক্রীড়া মন্ত্রকে কাজ করেছিলেন। নারীর ক্ষমতায়ন নিয়েও প্রচার চালান তিনি।
  • ব্যক্তিগত ট্রেনে পিয়ংইয়ং থেকে ভিয়েতনামের হ্যানয়ের উদ্দেশে রওনা দিলেন উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জন উন। লসখনে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠক। ৪০০০ কিমি পথ পাড়ি দিতে প্রায় ৬০ ঘণ্টা লাগবে।
  • বাংলাদেশের একটি বিমান ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ করে দিলেন বিমান কর্মীরা। বাংলাদেশ এয়ারলাইন্স বি জে ১৪৭ ময়ূরপঙ্খী বিমানটি চট্টগ্রাম থেকে দুবাই যাচ্ছিল। সেটিকে ফিরিয়ে আনা হয় চট্টগ্রামে। অভিযুক্তকে আটক করা হয়েছে। পরে তার মৃত্যু হয়।

 

জাতীয়

  • ভিন রাজ্যের কিছু নির্দিষ্ট অঞ্চল থেকে অরুণাচল প্রদেশে আসা মানুষকে রাজ্যের স্থায়ী আবাসিক শংসাপত্র দেওয়ার বিল নিয়ে উত্তপ্ত হয়ে উঠল ইটানগর। বিল প্রত্যাহারের সিদ্ধান্ত জানালেন মুখ্যমন্ত্রী প্রেমা খাণ্ডু। তারপরও পরিস্থিতির উন্নতি না হওয়ায় নৈশ কারফিউ জারি করা হল। পুলিসের গুলিতে ২ দিনে মৃত্যু হল ৩ জনের।

 

বিবিধ

  • নির্মীয়মাণ ফ্ল্যাট বাড়ির জিএসটি কমাবে কেন্দ্রীয় সরকার। মেট্রো শহরগুলিতে ৬০ বর্গ মিটার কার্পেট এরিয়া ও ৪৫ লক্ষ টাকা মূল্যের ফ্ল্যাটের জন্য জিএসটি ৮ থেকে কমিয়ে ১ শতাংশ করা হল। এর বেশি এরিয়া বা দামের ক্ষেত্রে তা করা হল ৫ শতাংশ। জিএসটি পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হল যা কার্যকর করা হবে ১ এপ্রিল থেকে।

 

খেলা

  • বিশাখাপত্তনমে সিরিজের প্রথম টি২০ ম্যাচে ভারতকে ৩ উইকেটে হারাল অস্ট্রেলিয়া।
  • চেন্নাই সিটি এফসি ৩-১ গোলে হারাল মোহনবাগানকে। আই লিগে ১৮ ম্যাচে তাদের পয়েন্ট হল ৪০। এখনও পর্যন্ত লিগ টেবিলের শীর্ষে রয়েছে চেন্নাই। অন্য খেলায় রিয়াল কাশ্মীর–ইন্ডিয়ান অ্যারোজ ম্যাচ ড্র হল।
  • আইএসএফ শুটিং বিশ্বকাপে ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জিতলেন সৌরভ চৌধুরি।
  • দিল্লি ম্যারাথনে পুরুষ ও মহিলাদের বিভাগে প্রথম স্থান অর্জন করলেন যথক্রমে রামপাল সিং (২:২১:৫৫) ও জ্যোতি গাওটে (২:৪৭:৫৪)।
  • সৈয়দ মুস্তাক আলি টি২০ প্রতিযোগিতায় বাংলা ৪ উইকেটে জয়ী হল হরিয়ানার বিরুদ্ধে।