কারেন্ট অ্যাফেয়ার্স ২৪ মে ২০১৮

schedule
2018-05-25 | 12:22h
update
2018-05-25 | 12:22h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

জাতীয়

  • পরিবেশ বিধি ভঙ্গের অভিযোগে তামিলনাড়ুর তুতিকোরিনে স্টারলাইট কপার স্পেল্টিং প্ল্যান্ট বন্ধের নির্দেশ দিল তামিলনাড়ুর দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। একই সঙ্গে প্ল্যান্টের বিদ্যুৎ সরবরাহও বন্ধ করে দেওয়া হল।
  • ভারত সফরে এলেন হল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুত্তে। এটি তাঁর দ্বিতীয় ভারত সফর। তাঁর সঙ্গে এসেছে শিল্প ও বাণিজ্যের একটি প্রতিনিধিদল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হল তাঁর।
  • পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের নতুন ডিজি পদের জন্য মনোনীত হলেন আইপিএস অফিসার বীরেন্দ্র। সুরজিৎ কর পুরকায়স্থ অবসর নেওয়ার পর ৩১ মে তিনি দায়িত্ব নেবেন বলে এদিন জানাল রাজ্য সরকার।

আন্তর্জাতিক

  • ৪ বছর আগে ইউক্রেনের আকাশে ভেঙে পড়েছিল মালয়েশিয়ান এয়ারলাইন্সের বিমান এম এইচ ১৭। ২৮৩ জন যাত্রী ও ১৫ জন কর্মীর প্রত্যেকেরই মৃত্যু হয়েছিল। দীর্ঘ অনুসন্ধানের পর যৌথ তদন্তকারী দল দাবি করল, রুশ ক্ষেপণাস্ত্র ‘ফিফটি থার্ড অ্যান্টি এয়ারক্র্যাফ্ট মিসাইল’ ছুড়ে বিমনাটি ধ্বংস করা হয়েছিল। রুশ সেনাবাহিনী এটি ব্যবহার করে। এই গুরুতর অভিযোগ নিয়ে রাশিয়া মুখে কুলুপ এঁটেছে।
  • উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উনের সঙ্গে প্রস্তাবিত বৈঠক একতরফাভাবে বাতিল করে দিল মার্কিন যুক্তরাষ্ট্র। ১২ জুন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উনের ওই বৈঠক হওয়ার কথা ছিল। পরমাণু অস্ত্র নিয়ে উত্তর কোরিয়ার বাগাড়ম্বরই বৈঠক বাতিলের কারণ বলে জানালেন ট্রাম্প। প্রসঙ্গত, এদিনই উত্তর কোরিয়ার পুঙ্গে রি পরমাণু কেন্দ্রটি ধ্বংস করে দিল পিয়ং ইয়ং প্রশাসন।
  • কিশোরী কন্যাকে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়ার দায়ে ব্রিটেনে এক মহিলাকে সাড়ে চার বছরের কারাদণ্ড দেওয়া হল।
Advertisement

খেলা

  • আন্দ্রে ইনিয়েস্তার নতুন ক্লাবের নাম ভিসেল কোবে। এদিন তিনি জাপানের ক্লাবটির সঙ্গে চুক্তি সই করলেন। প্রসঙ্গত, বার্সেলোনায় দীর্ঘ ১৬ বছর খেলার পর এই সপ্তাহেই পুরনো ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন তিনি।
  • মহমেডান স্পোটিং ক্লাবের কোচ নিযুক্ত হলেন রঘু নন্দী।
  • ২০২০ সালে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল ইস্তাম্বুলে অনুষ্ঠিত হবে বলে এদিন জানাল উয়েফা।
  • লর্ডসে পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে ইংল্যান্ড প্রথম ইনিংসে ১৮৪ রান করল। একটানা ১৫৩টি টেস্ট খেলে অ্যালিস্টার কুক স্পর্শ করলেন অ্যালান বর্ডারের রেকর্ড।

বিবিধ

  • পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সঙ্গে দুর্নীতি মামলায় নীরব মোদী ও তার সহযোগীদের বিরুদ্ধে চার্জশিট পেশ করল ইডি। এর আগে সিবিআই এই মামলায় দুটি চার্জশিট পেশ করেছে।
  • সর্বস্তরে শিক্ষা পৌঁছে দিতে ‘সমগ্র শিক্ষা’ প্রকল্পের সূচনা করল কেন্দ্র। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভরেকর জানিয়েছেন, দেশে এখন নিরক্ষর মানুষের সংখ্যা প্রায় ৯ কোটি। গোটা দেশকে ২০২২ সালের মধ্যে সাক্ষর করে তোলার কর্মসূচি নেওয়া হচ্ছে বলে তিনি জানালেন।
  • যাত্রার প্রবীণ শিল্পী মীনাক্ষী দে প্রয়াত হলেন। তাঁর উল্লেখযোগ্য পালাগুলির মধ্যে অন্যতম হল গান্ধারী জননী।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.04.2024 - 23:34:54
Privacy-Data & cookie usage: