আন্তর্জাতিক
- ব্রিটিশ পার্লামেন্ট সংসদ সাসপেন্ড করার সিদ্ধান্ত ছিল বেআইনি। ব্রিটেনে সুপ্রিম কোর্টের ১১ জন বিচারপতি সর্বসম্মতভাবে এই রায় দিয়েছেন। সেপ্টেম্বরের গোড়াতেই ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ৫ সপ্তাহের জন্য পার্লামেন্ট সাসপেন্ড করতে সুপারিশ করেছিলেন। ৩১ অক্টোবরের মধ্যে ব্রেক্সিট প্রক্রিয়া মসৃণ করতে তিনি সংসদ ভেঙে দেন। হাউস অব কমন্সের স্পিকার জন বার্কা এই রায়কে স্বাগত জানিয়েছেন।
- পাক অধিকৃত কাশ্মীর সহ উত্তর পাকিস্তান কাঁপল ভয়াবহ ভূমিকম্পে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৩। ১৯ জনের প্রাণহানির খবর জানা গেছে। দিল্লি সহ উত্তর ভারতেও কম্পন অনুভূত হয়।
- নিউইয়র্কে রাষ্ট্রসংঘের সম্মেলনের অবসরে বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।
জাতীয়
- মহারাষ্ট্রে আসন্ন বিধানসভা নির্বাচনে অভিনেত্রী মাধুরী দীক্ষিতকে শুভেচ্ছা দূত নিযুক্ত করল নির্বাচন কমিশন।
- মেদিনীপুরের বীরসিংহ গ্রামে বিদ্যাসাগরের জন্মস্থানে তাঁর মূর্তিতে মাল্যদান করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আর এখান থেকেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশতবর্ষ উদ্যাপন অনুষ্ঠানের সূচনা হল।
বিবিধ
- কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বৈঠক করলেন ভারতের রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাসের সঙ্গে। প্রসঙ্গত, দাস দায়িত্ব নেওয়ার পর গত ৪টি ঋণনীতি পর্যালোচনায় ১১০ বেসিস পয়েন্ট সুদ কমিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। অর্থনীতির হাল ফেরাতে চার দফা পদক্ষেপ নিয়েছেন সীতারামনও।
- স্বাস্থ্যবিমার প্রিমিয়াম মাসিক, ত্রৈমাসিক, ষাণ্মাষিক ভিত্তিতে দেওয়া যাবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করল সংশ্লিষ্ট ক্ষেত্রের নিয়ন্ত্রক সংস্থা আইআরডিএআই।
- দাদাসাহেব ফালকে পুরস্কারের জন্য নির্বাচিত হলেন অমিতাভ বচ্চন। ৭৬ বছর বয়সী কিংবদন্তি অভিনেতা বচ্চনকে ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান দেওয়ার এই সিদ্ধান্তের কথা জানালেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর।
খেলা
- মহিলাদের ক্রিকেটে টি২০ সিরিজের প্রথম ম্যাচে ভারত ১১ রানে হারাল দক্ষিণ আফ্রিকাকে। ভারতের অফ স্পিনার দীপ্তি শর্মা ৩ উইকেট নিলেন (৪-৩-৮-৩)।
- মহিলাদের জাতীয় ফুটবলে রেলওয়েজকে ১-০ গোলে হারিয়ে মণিপুর চ্যাম্পিয়ন হল। প্রতিযোগিতায় সর্বোচ্চ গোলদাতার (৬ ম্যাচে ২১ গোল) পুরস্কার পেলেন মণিপুরের রাণা দেবী। এদিনের গোলটিও তাঁরই।
- বিজয় হাজারে ট্রফির প্রথম ম্যাচে বাংলা ৩৮ রানে হারল গুজরাটের কাছে। রাজস্তানকে ৬ উইকেটে হারাল তামিলনাড়ু।