কারেন্ট অ্যাফেয়ার্স ২৫ এপ্রিল ২০২০

465
0

আন্তর্জাতিক

  • কোভিড-১৯ সংক্রমণে বিশ্ব জুড়ে মৃত্যুর সংখ্যা ২ লক্ষ অতিক্রম করে গেল৷ আক্রান্ত হয়েছেন ২৯ লক্ষ মানুষ৷ মার্কিন যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৫৩ হাজার অতিক্রম করে গেল৷ ইতালি, স্পেন, ফ্রান্সে মৃতের সংখ্যা যথাক্রমে ২৫,৯৬৯, ২২,৫২৪ ও ২২,২৪৫৷ ব্রিটেনে মৃতের সংখ্যা ২০ হাজার অতিক্রম করে গেল৷ ইতালিতে করোনা সংক্রমণের হার বাড়লেও ৪ মে থেকে সেখানে লকডাউন শিথিল করা হবে বলে জানানো হল৷ মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রদেশেও শিথিল করা হচ্ছে লকডাউন৷ ৩টি প্রদেশে সেলুন, স্পা, ট্যাটু পার্লারও খুলে দেওয়া হল৷ এদিকে করোনার নতুন হটস্পট হয়ে উঠল ব্রাজিল৷ সেখানে ৩৬৭০ জনের প্রাণ কেড়েছে কোভিড-১৯৷ এদিকে উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির তৈরি প্রতিষেধকটি মানব দেহে প্রয়োগের অনুমতি দিল চিন৷ উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উন অসুস্থ বলে সংবাদ প্রকাশ করল কোনো-কোনো সংস্থা৷

 

জাতীয়

  • কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২৪,৯৪২৷ মৃত্যু হয়েছে ৭৭৯ জনের৷ গত ২৪ ঘণ্টায় দেশে ৫৬ জনের মৃত্যু হয়েছে কোভিড-১৯ সংক্রমণে৷ মহারাষ্ট্রে মোট ৩০১ জনের মৃত্যু হয়েছে করোনায়৷ সেখানে ৬৮২৭ জন আক্রান্ত হয়েছেন৷ গুজরাটে ৩০৭১ জন আক্রান্ত হয়েছেন ও ১৩৩ জনের মৃত্যু হয়েছে৷ এরই মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখার বিধি মেনেই রাষ্ট্রপতি ভবনে মুখ্য ভিজিল্যান্স কমিশনার হিসাবে শপথ নিলেন সঞ্জয় কোঠারি৷

 

বিবিধ

  • চলতি বছরে বিশেষ পরিস্থিতির কথা মাথায় রেখে জুলাইয়ের পরিবর্তে সেপ্টেম্বর মাসে নতুন শিক্ষাবর্ষ শুরুর সুপারিশ করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি৷

 

খেলা

  • ডাচ ফুটবল লিগ বাতিল করা হল৷ ইউরোপের প্রথম দেশ হিসাবে এই সিদ্ধান্ত নিল তারা৷ ৯টি করে ম্যাচ বাকি থাকায় কোনো দলকেই চ্যাম্পিয়ন হিসাবে ঘোষণা করা হয়নি৷ লিগের ৬৪ বছরের ইতিহাসে এই প্রথম চ্যাম্পিয়ন ছাড়া মরসুম শেষ হল৷
  • আন্তর্জাতিক ক্রিকেটে শচীন তেন্ডুলকরের রেকর্ড কেউ ভাঙলে বিরাট কোহলিই তা ভাঙতে পারেন বলে মন্তব্য করলেন প্রাক্তন অস্ট্রেলীয় ক্রিকেটার ব্রেট লি৷