কারেন্ট অ্যাফেয়ার্স ২৫ এপ্রিল ২০১৮

schedule
2018-04-26 | 07:10h
update
2018-04-26 | 07:10h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

জাতীয়

  • স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপুকে (৭৭) আমৃত্যু কারাদণ্ড দিল যোধপুর আদালত। নাবালিকা লাঞ্ছনার মামলায় তাকে দোষী সাব্যস্ত করে এই রায় দিল বিশেষ আদালত। ছিন্দওয়াড়া স্কুলের ওয়ার্ডেন ও ডিরেক্টরকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হল একই মামলায়। একই রকম মামলা অন্য আদালতেও বিচারাধীন রয়েছে আসারাম বাপুর বিরুদ্ধে।
  • মঙ্গোলিয়া সফরে গেলেন ভারতের বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ। ৪২ বছর পর ভারতের কোনো বিদেশমন্ত্রী মঙ্গোলিয়া সফরে গেলেন। পরিকাঠামো, বিদ্যুৎ, পরিষেবা, তেল শোধনাগার ও অর্থনৈতিক বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতার সিদ্ধান্ত নিল দুই দেশ।
Advertisement

আন্তর্জাতিক

  • বিশ্বের একমাত্র ‘ক্রান্তীয়’ মেরু ভালুক ইনুকার (২৭) মৃত্যু হল। তার জন্ম, বেড়ে ওঠা ও মৃত্যু, সবই সিঙ্গাপুরের চিড়িয়াখানায়।
  • বিশ্বের বৃহত্তম মশার খোঁজ পাওয়া গেল চিনের সিচুয়ান প্রদেশে। এই প্রজাতির নাম হলোরুসিয়া মিকাডো। এর ডানার মাপই ১১.১৫ সেন্টিমিটার। এরা মূলত মধু পান করে।
  • উত্তর কোরিয়ার ফুঙ্গে রি পরমাণু গবেষণা কেন্দ্রটি বিস্ফোরণে ধ্বংস হয়ে গেছে। গত সেপ্টেম্বর মাসে মান্তাপ পাহাড়ের পাদদেশে এই কেন্দ্রেই হাইড্রোজেন বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটিয়েছিল চিন। ফুঙ্গে রি কেন্দ্রটি বন্ধের কথা জানিয়েছে পিয়ংইয়ং প্রশাসনও। এদিন সংবাদটি জানা গেল।

খেলা

  • ব্যাঙ্ককে এশিয়ান ইউথ অলিম্পিক গেমস হকির বাছাই পর্বের ম্যাচে ভারতের পুরুষ হকি দল থাইল্যান্ডকে ২৫-০ ব্যবধানে এবং মহিলা দল সিঙ্গাপুরকে ১৪-০ গোলে হারাল।
  • এএফসি কাপের ম্যাচে মালদ্বীপের নিউ রেডিয়েন্ট দলের কাছে ০-২ গোলে হেরে গেল বেঙ্গালুরু এফসি। ঢাকা আবাহনীর সঙ্গে ম্যাচ ড্র করল আইজল এফসি।

বিবিধ

  • ‘ইনোভেট ইন ইন্ডিয়া ফর ইনক্লুসিভনেস’ প্রকল্পের জন্য ভারতকে ঋণ দেবে বিশ্বব্যাঙ্ক। এদিন এই মর্মে চুক্তি হল দুপক্ষের মধ্যে।
  • ডলারের তুলনায় টাকার দাম ৫২ পয়সা কমে হল ৬৬.৯০ টাকা প্রতি ডলার। গত ১৪ মাসে এটাই টাকার সর্বনিম্ন দর।
  • টেলিফোন টাওয়ার পরিষেবায় হাত মেলানোর সিদ্ধান্ত নিল ভারতী ইনফ্রাটেল ও ইন্দাস টাওয়ার। হাত মেলানোর পর তারা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম টাওয়ার সংস্থায় পরিণত হবে। প্রথম চায়না টাওয়ার।
  • রেলে কমপ্যাশনেট গ্রাউন্ডে চাকরির জন্য নূন্যতম শিক্ষাগত যোগ্যতার শর্ত রাখা হবে না বলে সিদ্ধান্ত জানানো হল।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
20.04.2024 - 04:15:40
Privacy-Data & cookie usage: