কারেন্ট অ্যাফেয়ার্স ২৫ জুন ২০১৮

1031
0

জাতীয়

  • দিল্লির সরকারি আবাসন তৈরির প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করল দিল্লি হাইকোর্ট। ওই আবাসন তৈরির জন্য ১৭ হাজার গাছ কাটার উদ্যোগ নেওয়া হয়েছিল।
  • বাংলাদেশ ও ভারতের নৌবাহিনী বঙ্গোপসাগরে যৌথ মহড়ার সিদ্ধান্ত নিল। বঙ্গোপসাগরে এই প্রথম এই দুই দেশ যৌথ নৌসেনা মহড়া চালাবে।

আন্তর্জাতিক

  • তুরস্কের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন রেচেপ তাইপ এরডোগান। নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ফল ঘোষণা করার আগে রেচেপ নিজেকেই জয়ী ঘোষণা করলেন। ২০০৩-২০১৪ সাল পর্যন্ত তিনি ছিলেন তুরস্কের প্রধানমন্ত্রী। তারপর থেকে তিনিই রাষ্ট্রপতি। রেচেপের বিরুদ্ধে গণতন্ত্রের কণ্ঠরোধ, ১ লক্ষ ৬০ হাজার বিরোধী ব্যক্তিকে কারারুদ্ধ করা প্রভৃতি অভিযোগ রয়েছে। রেচেপের দাবি, তিনি ৫৩ শতাংশ ভোট পেয়েছেন। প্রসঙ্গত, এই মুহূর্তে বিশ্বের যে দেশে সবথেকে বেশি সংখ্যক সাংবাদিক কারাবন্দি তার নাম তুরস্ক।
  • জাতি দাঙ্গায় জ্বলছে নাইজিরিয়া। বেরম কৃষকদের সঙ্গে যাযাবর ফুলানি সম্প্রদায়ের সংঘর্ষে মৃত্যু হল ৮৬ জনের।
  • মেক্সিকোর মিচোয়াক্যান প্রদেশের ওকাম্মো শহরের গোটা পুলিশ বাহিনীকেই গ্রেপ্তার করা হল। সেনা নামানো হল শহরে। আসন্ন মেয়র পদে নির্বাচনে শহরের ৩ জন মেয়রপদ প্রার্থীকে গুলি করে হত্যার ঘটনায় এই পদক্ষেপ নিল প্রশাসন। বস্তুত, বিভিন্ন শহরে মেয়র নির্বাচন ঘোষিত হওয়ার পর শতাধিক প্রার্থীকে হত্যা করা হয়েছে মেক্সিকোয়।

খেলা

  • মার্কিন যুক্তরাষ্ট্রের সল্টলেকে তিরন্দাজি বিশ্বকাপে (স্টেজ ৩) সোনা জিতলেন ভারতের দীপিকা কুমারী। তুরস্ক বিশ্বকাপের ৬ বছর পর ফের সোনা জিতলেন তিনি। ৪ বার তিনি রুপো জিতেছিলেন তিরন্দাজি বিশ্বকাপে।
  • রাশিয়ায় আয়োজিত বিশ্বকাপ ফুটবলে উরুগুয়ে ৩-০ গোলে হারাল রাশিয়াকে। গোল পেলেন তারকা ফুটবলার লুইস সুয়ারেস। সৌদি আরব ২-১ গোলে হারাল মিশরকে। পরপর ৩ ম্যাচে হারল মিশর। মিশরের তারকা ফুটবলার মো সালাহ গোল করলেও তা কাজে এল না। ইরান-পর্তুগাল ম্যাচ ১-১ গোলে অমীমাংসিত থাকল। তবে পর্তুগালের তারকা ফুটবলার রোনাল্ডো এদিন পেনাল্টি মিস করলেন। স্পেন-মরক্কো ম্যাচও ২-২ গোলে ড্র হল।

বিবিধ

  • মহারাষ্ট্রের রত্নগিরিতে প্রস্তাবিত তেল শোধনাগার ও পেট্রোকেম প্রকল্পে বিনিয়োগের জন্য প্রাথমিক চুক্তি সই করল আবু ধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি। সৌদি অ্যারামকো আগেই রত্নগিরিতে বিনিয়োগে চুক্তিবদ্ধ হয়েছে।
  • আইসিআইসিআই ব্যাঙ্কের এমডি-সিইও পদে থাকাকালীন ছন্দা কোছড় স্বার্থের সংঘাতে জড়িয়েছিলেন বলে অভিযোগ উঠেছে আগেই। এবার তা নিয়ে তাঁর বিচার প্রক্রিয়া শুরুর সুপারিশ করল শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি।
  • ১৯তম আইফা পুরস্কার প্রদানের আসর বসল ব্যাঙ্ককে।