কারেন্ট অ্যাফেয়ার্স ২৫ জানুয়ারি, ২০১৯

605
0
Current Affairs 25 Jan 2018

আন্তর্জাতিক

  • ভেনেজুয়েলা নিয়ে দ্বিধাবিভক্ত হয়ে পড়ল আন্তর্জাতিক দুনিয়া। সে দেশের রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে সমর্থন জানাল রাশিয়া। সে দেশের অভ্যন্তরীণ বিষয়ে বহিরাগত হস্তক্ষেপের নিন্দা করল তারা। অন্যদিকে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি মাদুরোকে সমর্থন জানিয়ে সাংবাদিক বৈঠক করল সে দেশের সেনাবাহিনী। ভেনেজুয়েলা নিয়ে জরুরি বৈঠক ডাকল রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদ।
  • লন্ডনের একটি সমাধি স্থল থেকে খুঁজে পাওয়া গেল অস্ট্রেলিয়ার আবিষ্কারক ম্যাথু ফ্লিন্ডার্সের কফিন ও দেহাবশেষ।

জাতীয়

  • প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখাপাধ্যায় চলতি বছরে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন পাচ্ছেন বলে জানানো হল। ২০১২ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি ছিলেন ভারতের রাষ্ট্রপতি। এর আগে বাঙালিদের মধ্যে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন বিধানচন্দ্র রায়, সত্যজিৎ রায়, রবিশঙ্কর, অমর্ত্য সেন, অরুণা আসফ আলি। ২০০৮ সালে জ্যোতি বসুকে এই সম্মান দেওয়ার কথা বিবেচিত হলে তিনি ও তাঁর দল তা প্রত্যাখ্যান করেন। প্রাক্তন রাষ্ট্রপতি থেকে ভারতরত্ন হয়েছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণণ, রাজেন্দ্র প্রসাদ, জাকির হোসেন, ভিভি গিরি এবং এপিজে আবদুল কালাম। এবার মরণোত্তর ভারতরত্ন দেওয়া হচ্ছে ভূপেন হাজারিকা এবং নানাজি দেশমুখ-এর স্মৃতির উদ্দেশে।
  • বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ৪ জন পদ্মবিভূষণ, ১৪ জন পদ্মভূষণ, ৯৪ জন পদ্মশ্রী পুরস্কার প্রাপকের নাম জানাল কেন্দ্র।

বিবিধ

  • ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে ২০১৮ সালের নভেম্বর মাস পর্যন্ত দেশে ১.৮ কোটির বেশি চাকরি তৈরি হয়েছে বলে জানাল কেন্দ্রীয় পরিসংখ্যানমন্ত্রক, যদিও এ নিয়ে বিপুল বিতর্ক উঠেছে নানা মহলে।
  • চেন্নাইয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম প্রোটন কেন্দ্র অ্যাপোলো প্রোটন ক্যানসার সেন্টারের উদ্বোধন করলেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু।

খেলা

  • বার্বাডোজের কেনিংটন ওভালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে মাত্র ৭৭ রানে গুটিয়ে গেল ইংল্যান্ডের প্রথম ইনিংস। ১৭ রানে ৫ উইকেট নিলেন কোমর রেচ।
  • রঞ্জি ট্রফির ফাইনালে উঠল বিদর্ভ। তারা ইনিংস ও ১১ রানে হারাল কেরলকে। ২ ইনিংস মিলিয়ে ১২ উইকেট নিলেন বিদর্ভের উমেশ যাদব।