কারেন্ট অ্যাফেয়ার্স ২৫ ফেব্রুয়ারি, ২০১৯

schedule
2019-02-27 | 11:53h
update
2019-02-27 | 11:53h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • বাংলাদেশে বিমান ছিনতাইয়ের চেষ্টা করা যুবকের নাম মহম্মদ পলাশ আহমেদ। তার আসন ছিল ১৭বি। একটি খেলনা পিস্তল নিয়ে সে বিমানটি অপহরণের চেষ্টা করেছিল।
  • দোহায় মার্কিন যুক্তরাষ্ট্র, আফগান প্রশাসন ও তালিবান জঙ্গিদের সঙ্গে আলোচনায় তালিবানের সহকারী প্রতিষ্ঠাতা কুখ্যাত জঙ্গিনেতা মোল্লা আবদুল গনি বরাদর উপস্থিত থাকতে পারন বলে জানা গেল।৮ বছর জেলে থাকার পর গত বছর মুক্তি পেয়েছেন ওই কট্টরপন্থী নেতা। আফগান বিষয়ক মার্কিন দূত জালমে খলিলজাদ থাকছেন বৈঠকে।শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গত মাসে প্রথমবার বৈঠক হয়েছিল কাতারে।
  • নাইজেরিয়ায় সাধারণ নির্বাচনে রাজনৈতিক হিংসায় ৩৯ জনের মৃত্যু হয়েছে বলে জানাল পর্যবেক্ষণকারী সংস্থা `দ্য সিচ্যুয়েশন রুম’।
Advertisement

 

জাতীয়

  • নয়াদিল্লিতে জাতীয় যুদ্ধ স্মৃতিস্থলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাধীনতা পরবর্তী ২৫৯৪২ জন শহিদের নাম গ্রানাইট পাথরের ওপরে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে এই স্মৃতি ফলকে। স্মৃতিস্থলটিতে অমর চক্র, বীর চক্র, ত্যাগ চক্র, রক্ষক চক্র—এই চারটি ভাগ রয়েছে।
  • গত ১৪ ফেব্রুয়ারি নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষে ৩ জন জঙ্গি নিহত হয়েছে কাশ্মীরে, তাদের ২ জনই পাকিস্তানের নাগরিক। এ কথা জানাল কাশ্মীর পুলিশ।

 

বিবিধ

  • চলচ্চিত্রে বিশ্বের শ্রেষ্ঠ সম্মান আকাদেমি পুরস্কার দেওয়া হল ।এই পুরস্কার অস্কার পুরস্কার নামে বেশি পরিচিত। এবার শ্রেষ্ঠ ছবির পুরস্কার জিতল `গ্রিন বুক’। শ্রেষ্ঠ পরিচালকের অস্কার সম্মান পেলেন যথাক্রমে রামি মালেক এবং অলিভিয়া কোলম্যান। মেয়েদের স্বাস্থ্য নিয়ে দিল্লির কাছে হাপুর গ্রামের বাসিন্দাদের নিয়ে ইরানি-মার্কিন পরিচালক রাইকা জেটাবচির তৈরি ছবি `পিরিয়ড : এন্ড অব সেন্টেন্স’ ছবিটি পেল শ্রেষ্ঠ তথ্যচিত্রের পুরস্কার।

 

খেলা

  • আই লিগে আইজল এফসি –ইস্টবেঙ্গল ম্যাচ ১-১ গেলে ড্র হল। ১৭ ম্যাচে ৩৩ পয়েন্ট পেয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থান উঠে এল ইস্টবেঙ্গল। তবে এদিন ড্র করে খেতাব জয়ের লড়াইয়ে তারা পিছিয়ে পড়ল ।
  • মুম্বইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে দ্বিতীয় একদিনের ম্যাচে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারাল ভারতের মহিলা ক্রিকেট দল। পরের দুই ম্যাচে জিতে সিরিজও জিতল ভারত। ১৮ রানে ৪ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হলেন ঝুলন গোস্বামী।
  • লিগ কাপের ফাইনালে চ্যাম্পিয়ন হল ম্যাঞ্চেস্টার সিটি। এদিন ফাইনালে টাইব্রেকারে তারা ৪-৩ গোলে হারাল চেলসিকে। কান ইন্টারন্যাশনাল ওপেন দাবায় চ্যাম্পিয়ন হলেন অভিজিত গুপ্তা।
  • আয়ারল্যান্ডের বিরুদ্ধে পর পর ৪ বলে ৪ উইকেট নিয়ে টি ২০ ক্রিকেটে বিশ্বরেকর্ড করলেন আফগানিস্তানের রশিদ খান।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.04.2024 - 05:00:34
Privacy-Data & cookie usage: