কারেন্ট অ্যাফেয়ার্স ২৬ মার্চ, ২০১৯

490
0
Current Affairs 26 March 2019

আন্তর্জাতিক

  • পাকিস্তানে অপহৃত দুই হিন্দু কিশোরীকে উদ্ধার করে পুলিশের হেফাজতে রাখার নির্দেশ দিল ইসলামাবাদ হাইকোর্ট। তবে পরিবারের হাতে নয়, প্রশাসনের হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হল। এই বিষয়ে ইসলামাবাদে ভারতীয় রাষ্ট্রদূতের কাছ থেকে রিপোর্ট চাইলেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।
  • ভ্যাটিকানে মহিলাদের পত্রিকার দায়িত্বে থাকা গোটা সম্পাদকীয় দল পদত্যাগ করল। এই দলের সকলে মহিলা। যাজকদের হাতে সন্ন্যাসিনীদের নিগ্রহের কিছু ঘটনার প্রতিবেদন প্রকাশিত হয়েছিল পত্রিকায়। তাঁরা স্বাধীনভাবে কাজ করতে পারছিলেন না বলে অভিযোগ।

জাতীয়

  • ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে ক্রোয়েশিয়া তাদের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত করল। প্রসঙ্গত, আট দিনের সফরে ক্রোয়েশিয়া, বলিভিয়া ও চিলিতে ভ্রমণ করেন রাষ্ট্রপতি।

খেলা

  • ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চিনের লি ওয়েলমেই–ঝ্যাং উ জুটিকে হারাল ভারতের অশ্বিনী বোপান্না-এন সিকি রেড্ডি জুটি।
  • সুলতান আজলান শাহ হকি প্রতিযোগিতায় ভারত ৪-২ গোলে হারাল আয়োজক দেশ মালয়েশিয়াকে। ভারতের প্রাক্তন কোচ রোনাল্ট অল্টমাস এখন মালয়েশিয়ার কোচ।

বিবিধ

  • নবরত্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা রুরাল ইলেকট্রিফিকেশন–এর ৫২.৬৩ শতাংশ অংশীদারী ১৪.৫০০ কোটি টাকায় বিক্রি করল কেন্দ্র। অপর একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা পাওয়ার ফিনান্স কর্পোরেশন কিনল ওই অংশীদারী।
  • বাজারে শেয়ার বিক্রি করে ৪৮১ কোটি টাকা তোলার সিদ্ধান্ত জানাল রাষ্ট্রায়ত্ত সংস্থা রেল বিকাশ নিগম।