কারেন্ট অ্যাফেয়ার্স ২৫ মে, ২০১৯

1022
0
Current Affairs 25 May 2019

আন্তর্জাতিক

  • গতিবেগে নতুন রেকর্ড গড়ল জাপানের বুলেট ট্রেন। ‘এন ৭০০ এস’ নামের ট্রেনটি ঘণ্টায় ৩৬০ কিমি বেগে চলল। প্রসঙ্গত, জাপানে প্রথম বুলেট ট্রেন চালু হয়েছিল ১৯৬৪ সালে। সেটি ছিল টোকিও অলিম্পিকের সময়। ঘটনাচক্রে ২০২০ সালে ফের অলিম্পিকের আসর বসছে টোকিওতে।
  • পশ্চিম এশিয়ার উপসাগরীয় অঞ্চলে অতিরিক্ত ১৫০০ সেনা মোতায়নের সিদ্ধান্ত জানালেন মার্কিন প্রতিরক্ষা সচিব প্যাট্রিক সানাহান। বর্তমানে মিশর থেকে আফগানিস্তান পর্যন্ত মোতায়ন রয়েছে ৭০,০০০ মার্কিন সেনা।
  • ফ্রান্সে সরকারবিরোধী ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলন ২৮ সপ্তাহে পড়ল।

জাতীয়

  • নাগাল্যান্ডে মন জেলায় অসম রাইফেলস জওয়ানদের কনভয়ে হামলা চালাল নিষিদ্ধ ঘোষিত নাগা জঙ্গি সংগঠন এনএসসিএন (খাপলাং)। এই ঘটনায় শহিদ হলেন ২ জন জওয়ান।
  • সপ্তদশ লোকসভায় মহিলা সদস্যের সংখ্যা হল ৭৮। শতাংশের বিচারে ১৪ শতাংশ। স্বাধীনতার পর এই সংখ্যা সর্বোচ্চ। প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ৭১৬ জন। সপ্তদশ লোকসভার বিজয়ী সাংসদদের গড় বয়স ৫৪ বছর। এবার ৩০০ জন প্রথমবারের সাংসদ।

বিবিধ

  • কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তর (সিএসও) এবং ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস (এনএসএসও) মিশে যাবে জাতীয় পরিসংখ্যান দপ্তরের (এনএসও) সঙ্গে। এই সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রক। তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ বিষয়ক বিভিন্ন দপ্তরের কাজে সামঞ্জস্য আসবে এই পদক্ষেপের ফলে।
  • মুম্বই বিমানবন্দরে এতিহাদের দুবাইগামী বিমান থেকে নামিয়ে আনা হল জেট এয়ারওয়েজের অন্যতম প্রতিষ্ঠাতা নরেশ গোয়েল ও তাঁর স্ত্রীকে। তাঁদের দেশ ছাড়তে নিষেধ করেছে অভিবাসন দপ্তর।

খেলা

  • তুরস্কে আয়োজিত তিরন্দাজি বিশ্বকাপ স্টেজ থ্রিতে ব্রোঞ্জ পদক জিতল ভারত। পুরুষদের দলগত বিভাগে ভারতীয় দলের সদস্যরা হলেন রজত চৌহান, অভিষেক বর্মা এবং আমান সাইনি।
  • ইংল্যান্ডের বোলাররা বল বিকৃতি করতেন। বাঁ হাতি স্পিনার মন্টি পনেসরের সদ্য প্রকাশিত আত্মজীবনী ‘দ্য ফুল মন্টি’তে এই মন্তব্য করা হয়েছে।
  • মহমেডান ক্লাব প্রদত্ত ‘শান এ মহমেডান’ পুরস্কার এবার ভিক্টর অমলরাজ পাচ্ছেন বলে জানানো হল। ১৯৮০ সালে তিনি মহমেডান ফুটবল দলের অধিনায়ক ছিলেন।