কারেন্ট অ্যাফেয়ার্স ২৫ মার্চ ২০১৮

schedule
2018-03-26 | 12:18h
update
2018-03-26 | 12:19h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

জাতীয়

  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ রেডিও অনুষ্ঠানে ট্যাক্সি চালক সাহিদুল লস্করের নাম উল্লেখ করলেন মোদী। কলকাতার কাছে পুঁড়ি গ্রামে একক উদ্যোগে মানুষের সাহায্য নিয়ে একটি হাসপাতাল গড়েছেন সাহিদুল।
  • বিহারে গাড়ির ধাক্কায় হত্যা করা হল এক সাংবাদিককে। নবীন কুমার নামে ওই সাংবাদিক হত্যায় স্থানীয় গ্রাম প্রধান দায়ী বলে অভিযোগ।

আন্তর্জাতিক

  • মার্কিন মুলুকে কড়া অস্ত্রআইন প্রয়োগের দাবিতে ওই দেশের বিভিন্ন শহরে ঐতিহাসিক মিছিল করলেন মার্কিন নাগরিকরা। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘মার্চ ফর আওয়ার লা€ইভস’। স্কুলে স্কুলে পড়ুয়ারা ১৭ মিনিট করে ‘ওয়াক আউট’ করল এই অভিযোগে। বলা হচ্ছে, ভিয়েতনাম যুদ্ধের পর এত বড় আকারে প্রতিবাদ আমেরিকায় হয়নি।
  • পৃথক ক্যাটালোনিয়া রাষ্ট্রের দাবি তুলে আন্দোলনের প্রধান মুখ তথা স্পেনের স্বশাসিত ক্যাটালোনিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি কার্লেস পুইগদেমন্ত ধরা পড়লেন। ডেনমার্ক-জার্মানি সীমান্ত থেকে তাঁকে গ্রেপ্তার করল জার্মান পুলিশ।
  • ব্রিটিশ সংবাদপত্র সমূহে বিজ্ঞাপন দিয়ে ক্ষমা চাইলেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকেরবার্গ। ফেসবুক থেকে তথ্য সংগ্রহ করে ‘ব্রেক্সিট’ নির্বাচনেও প্রভাব খাটানো হয়েছিল বলে অভিযোগ উঠেছে।
Advertisement

খেলা

  • সন্তোষ ট্রফির ম্যাচে বাংলা চণ্ডীগড়কে ১-০ গোলে হারাল। বাংলা পরপর ৩ ম্যাচ জিতে প্রতিযোগিতার সেমিফাইনালে পৌঁছল।
  • বিশ্বকাপ ক্রিকেটের যোগ্যতা অর্জন পর্বের খেলায় আফগানিস্তান ৭ উইকেটে হারাল ওয়েস্ট ইন্ডিজকে। আফগান অধিনায়ক রশিদ খান বিশ্বরেকর্ড করলেন। ওয়েস্ট ইন্ডিজের সাই হোপকে আ€উট করার সঙ্গে-সঙ্গেই একদিনের আন্তর্জাতিক ম্যাচে ১০০টি উইকেটের মালিক হলেন তিনি। রশিদ মাত্র ৪৪টি ম্যাচে ১০০ উইকেট নিয়ে দ্রুততম ১০০ উইকেট শিকারের রেকর্ড করলেন। ১৯ বছর ১৮৬ দিন বয়সী রশিদ সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসাবেও একদিনের ক্রিকেটে ১০০ উইকেট নিলেন। এতদিন দ্রুততম ১০০ উইকেটের রেকর্ড ছিল মিচেল স্টার্কের (৫২ ম্যাচ)।
  • অস্ট্রেলিয়ার ক্রিকেট অধিনায়ক স্টিভ স্মিথকে এক ম্যাচ নির্বাসিত করল আইসিসি। তাঁকে এবং সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে সিরিজের বাকি টেস্টে অধিনায়ক ও সহ অধিনায়কের পদ থেকে সরিয়ে দিল ক্রিকেট অস্ট্রেলিয়াও। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টের তৃতীয় দিনে বলের বিকৃতি ঘটিয়েছিলেন ক্যামেরুন ব্যানক্রাফট। এটি পূর্বপরিকল্পিত বলে স্বীকার করেছেন স্মিথ। কেপটাউনের বিতর্কিত টেস্ট ৩২২ রানে জিতে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।

বিবিধ

  • প্রভিডেন্ট ফান্ডের আওতাভুক্ত কোনো কর্মীর চাকরিরত অবস্থায় মৃত্যু হলে তাঁর পরিবার ন্যূনতম আড়াই লক্ষ টাকা পাবে। কেন্দ্রীয় শ্রম মন্ত্রক এক বিবৃতিতে এই সিদ্ধান্ত জানাল। এক্ষেত্রে বিমার সর্বোচ্চ অঙ্ক ছিল ৬ লক্ষ টাকা। কিন্তু সর্বনিম্ন অঙ্ক নির্দিষ্ট ছিল না।
  • দুই রাষ্ট্রায়ত্ত রুগ্ন সংস্থা এমএমটিসি এবং এসটিসি-কে মিশিয়ে দেওয়ার কথা ভাবা হয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী সুরেশ প্রভু এই পরিকল্পনা জানালেন।
  • ব্রিটেনের ৬টি শহরে শুরু হল ৫ দিনের ‘জাতীয় সিঙাড়া উৎসব’। উদ্যোক্তা লেস্টারের ভারতীয় বংশোদ্ভূত বাসিন্দা রোসেল গুলজার।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
08.04.2024 - 17:28:20
Privacy-Data & cookie usage: