কারেন্ট অ্যাফেয়ার্স ২৫ সেপ্টেম্বর ২০১৯

schedule
2019-09-30 | 05:56h
update
2019-09-30 | 05:56h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • ভারতের প্রথম নাগরিক হিসাবে মহাকাশে পৌঁছলেন হাজা আল মনসুরি।রুশ নভশ্চর ওলেগ স্ক্রিপোশকা ও মার্কিন নভশ্চর জেসিকা মেয়ার সঙ্গে তিনি এই অভিযানে ৮ দিন মহাকাশ কেন্দ্রে কাটাবেন। এদিন তাঁরা কাজাখস্তানের বাইকোনুর থেকে রকেটে রওনা হলেন।
  • ইজরায়েলের প্রধানমন্ত্রী হিসাবে নতুন সরকার গড়ার জন্য বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকেই ডাকলেন সে দেশের রাষ্ট্রপতি রিউভেন রিভলিন।বিরোধী জোটের নেতা বেনি গানৎজের সঙ্গে বৈঠকের পরে সরকার গড়ার সমর্থন দাবি করেছিলেন নেতানিয়াহু।
  • রাষ্ট্রসঙ্ঘে সাধারণ সম্মেলনের অবসরে ফিজি, পাপুয়া নিউগিনি, টোঙ্গা সহ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলভুক্ত রাষ্ট্রগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বীপরাষ্ট্রগুলির উন্নয়নে ১৫ কোটি ডলার ঋণদানের ঘোষণা করলেন তিনি। এদিন রাষ্ট্রসঙ্ঘের মূল ভবনে প্লাস্টিক বর্জন নিয়ে সরকারি প্রকল্পের বিষয়ে ভারতের উদ্যোগে আলোচনাসভায় শামিল কোরিয়া, বাংলাদেশ, জামাইকা, নিউ জিল্যান্ড প্রভৃতি দেশ। মোদি এদিন মার্কিন শিল্পপতিদের সঙ্গও বৈঠক করে ভারতে বিনিয়োগের অনুরোধ করেন। মার্কিন ধনকুবের মাইকেল ব্লুমবার্গের সঙ্গেও বৈঠক হয় তাঁর।
Advertisement

জাতীয়

  • স্বচ্ছ ভারত অভিযানের স্বীকৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘গ্লোবাল গোলকিপার’ পুরস্কার তুলে দিলেন বিল গেটস। প্রধানমন্ত্রী জানিয়েছেন, গত ৫ বছরে দেশে ১১ কোটিরও বেশি শৌচালয় স্থাপিত হয়েছে।
  • রাজস্থানের প্রত্যন্ত গ্রামে বাল্যবিবাহের বিরুদ্ধে লড়াইয়ের স্বীকৃতিতে এদিন ফাউন্ডেশন পুরস্কৃত করল পায়েল জাঙ্গিরকে।

 বিবিধ

  • বেজিংয়ের দাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করলেন চিনের রাষ্ট্রপতি শি জিনপিং। বিপুলায়তন এই বিমানবন্দরটি দেখতে স্টারফিশের মতো। চিনের দাবি, এটি একদিন বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর হবে।
  • আইএমএফ-এর প্রধান হলেন বুলগেরিয়ার ক্রিস্টালিকা জর্জিভা। তিনি বিশ্বব্যাঙ্কের প্রাক্তন সিইও। এই নিয়ে দ্বিতীয় কোনো মহিলা আইএমএফ প্রধান হলেন।

খেলা

  • মায়ানমারে আইবিএসএফ বিশ্ব স্নুকার টিম ইভেন্টে চ্যাম্পিয়ন হলেন ভারতের পঙ্কজ আডবাণী ও আদিত্য মেহতা জুটি। পঙ্কজের এটি ২৩তম বিশ্ব খেতাব। আদিত্যর প্রথম।
  • অনূর্ধ্ব ১৮ সাফ চ্যাম্পিয়নশিপে ভারত ৩-০ গোলে হারাল শ্রীলঙ্কাকে। সেমিফাইনালে পোঁছল ভারত। অনূর্ধ্ব ১৮ ফুটবল দলে ভারতের কোচ ফ্রয়েড পিন্টো।
  • কোরিয়া ওপেনের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেলেন পি ভি সিন্ধু, সাইনা নেহাওয়াল, বি সাই প্রণীত।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.04.2024 - 09:57:52
Privacy-Data & cookie usage: