কারেন্ট অ্যাফেয়ার্স ২৬ আগস্ট ২০২০

1012
0

আন্তর্জাতিক

  • হোয়াইট হাউসে ডেকে ৫ জনকে মার্কিন নাগরিকত্ব দিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প৷ ভারত থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়া সফটওয়্যার সুঠা সুন্দরী ছাড়াও ঘানা, লেবানন, সুদান ও বলিভিয়ার নাগরিকরাও ছিলেন সেখানে৷
  • মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকিনসিন প্রদেশের কেনোসা শহরে জরুরি অবস্থা জারি করলেন সেখানকার গভর্নর টনি এভার্স৷ নিরস্ত্র কৃষ্ণাঙ্গ যুবক জেকব ব্লেককে পুলিসের গুলি করার ঘটনায় ফুঁসছে কেনোসা৷ এদিন জনতার বিক্ষোভে পুলিশের গুলিতে ২ জনের মৃত্যু হল৷
  • বিশ্বে কোভিড সংক্রমণে সংক্রমিত হয়েছেন ২,৪২,২৭,৮৩৮ জন৷ প্রাণ হারিয়েছেন ৮,২৬,৭৭২ জন৷ সুস্থ হয়ে উঠেছেন ১,৬৭,২০,৪০২ জন৷

 

জাতীয় 

  • দেশে একই ব্যক্তির দ্বিতীয়বার কোভিড আক্রান্তের ঘটনা ঘটেছে বলে দাবি করলেন তেলেঙ্গনার স্বাস্থ্যমন্ত্রী ই রাজেন্দ্র৷ দেশে এমন ঘটনা প্রথম৷ এদিকে গত ২৪ ঘণ্টায় ৬৭,১৫১ জন আক্রান্ত হলেন করোনায়৷  মোট আক্রান্তের সংখ্যা ৩৩,০৭,৫৭৫৷ মোট প্রাণহানির সংখ্যা ৫৯,৪৪৪৷ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৬৩,১৭৩ জন৷
  • ২০১১ সালের স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় অস্বচ্ছতার অভিযোগে দায়ের করা মামলা খারিজ করে দিল অদালত৷ কম্বাইন্ড মেরিট লিস্ট মানে চূড়ান্ত প্যানেল নয়, এই বিষয়টিকে মান্যতা দিয়েছে কলকাতা হাইকোর্ট৷

 

বিবিধ

  • চলচ্চিত্রবিদ এবং জেসুইট ধর্মযাজক গাস্তোঁ রোবের্জ (৮৫) প্রয়াত হলেন৷ জন্ম কানাডায়৷ ১৯৬১ সাল থেকে কলকাতাই তাঁর স্থায়ী ঠিকানা৷ এ শহরে চলচ্চিত্র চর্চাকেন্দ্র “চিত্রবাণী” গড়ে তুলেছিলেন তিনি৷— দেশের প্রায় সব স্বনামধন্য চলচ্চিত্র শিক্ষাকেন্দ্রেই ক্লাস নিয়েছেন তিনি৷ চলচ্চিত্র নিয়ে লেখা তাঁর বই জাতীয় পুরস্কার পেয়েছিল৷
  • দেশে ব্যাড ব্যাঙ্ক গড়ার প্রস্তাব সমর্থন করলেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর ডি সুব্বা রাও৷ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির অনুৎপাদক সম্পদ কিনে তা বিক্রির জন্য এই ব্যাঙ্ক গঠনের প্রস্তাব করা হয়েছিল ২০১৭ সালের আর্থিক সমীক্ষায়৷
  • ইনফোসিস প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির স্ত্রী সুধা মূর্তির নামে বেঙ্গালুরুর বানেরঘাটা—জাতীয় উদ্যানের একটি সদ্যোজাত হস্তিশাবকের নামকরণ হল৷ বন্যপ্রাণ সংরক্ষণে সুধা মূর্তির অবদানের স্বীকৃতিতে এই নামকরণ বলে জানালেন উদ্যান কর্তৃপক্ষ৷

 

খেলা

  • প্রথম ক্রিকেটার হিসাবে টি২০তে ৫০০ উইকেট পাওয়ার রেকর্ড গড়লেন ডোয়েন ব্রাভো৷ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে এই নজির গড়লেন তিনি৷ বেসরকারি ভাবে সংগঠিত হওয়ায় অবশ্য রেকর্ডবইয়ে ঠাঁই পাবে না ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটারের কীর্তি৷
  • মা ও স্ত্রীকে খুন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন ইকবাল সিং৷ তিনি ভারতের একজন শটপাটার৷ ১৯৮৩ সালে কুয়েতে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি৷—পরে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকতে শুরু করেন৷ সেখানে ট্যাক্সি চালাতেন ইকবাল৷ পেনসিলভেনিয়ার ডেলাওয়ার কাউন্টির পুলিশ তাঁর বিরুদ্ধে মামলা শুরু করেছে৷

 

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল