কারেন্ট অ্যাফেয়ার্স ২৬ এপ্রিল ২০২০

579
0

আন্তর্জাতিক

  • ফ্রান্সে ১১ মে থেকে ধাপে ধাপে লকডাউন তোলা হবে বলে জানালেন ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল মাক্রোঁ স্পেনে ৬ সপ্তাহ বাদে এদিনই বাড়ির বাইরে পা রাখল শিশুরা৷ সৌদি আরবে মক্কা বাদ দিয়ে সর্বত্র কারফিউ তুলে নেওয়ার সিদ্ধান্ত জানালেন রাজা৷ জার্মানিতে লকডাউন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভকারীদের তুলতে লাঠি চালাতে হল পুলিশকে৷ যদিও দুনিয়া জুড়ে কোভিড-১৯-এর দাপট অব্যাহত৷ ২,০৬,২৪০ জনের মৃত্যু হয়েছে৷ ২৯,৭৯,৩৫৩ জন আক্রান্ত হয়েছেন করোনায়৷ চিন জানিয়েছে উহানে আর একজনও করোনা ভাইরাসে আক্রান্ত রোগী নেই৷ ১০ জানুয়ারি সেখানে প্রথম করোনা সংক্রমণে মৃত্যুর ঘটনা নজরে এসেছিল৷ এদিকে বাংলাদেশের পোশাক কারখানাগুলিতে শর্তসাপেক্ষে কাজ শুরু হল৷

 

জাতীয়

  • দেশে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হলেন প্রায় দুহাজার জন৷ দেশে মোট আক্রান্ত ২,২৬,৯১৭ জন৷ মৃত্যু হয়েছে ৮২৬ জনের৷ মহারাষ্ট্রে ৭৬২৮ জন আক্রান্ত হয়েছেন ও ৩২৩ জনের মৃত্যু হয়েছে৷ গুজরাটে আক্রান্ত হয়েছেন ৩০৭১ জন, মৃত্যু হয়েছে ১৩৩ জনের৷ পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সহকারী স্বাস্থ্য অধিকর্তা ডঃ বিপ্লবকান্তি দাশগুপ্তের৷ এদিকে দিল্লিতে প্রাজমা থেরাপিতে সুস্থ হওয়া রোগী এদিন বাড়ি ফিরলেন৷ অন্যদিকে অক্সফোর্ড বিশ্ববিদ্য্যালয়ের গবেষকদের প্রতিষেধক সফল হলে অক্টোবরের মধ্যে তা বাজারে পৌঁছে দেওয়ার পরিকল্পনা জানাল পুণের সিরাম ইনস্টিটিউট৷

 

বিবিধ

  • ইয়েসব্যাঙ্ক থেকে নেওয়া বিপুল ঋণের অর্থ নয়ছয় করার অভিযোগে ডিএইচএফএল-এর প্রোমোটার কপিল ধাওয়ান এবং ধীরজ ধাওয়ানকে গ্রেপ্তার করল সিবিআই৷ ইয়েসব্যাঙ্কের থেকে ৩৭০০ কোটি টাকা ঋণ পেতে ব্যাঙ্কের প্রাক্তন সিইও রানা কাপুরকে ৬০০ কোটি টাকা ঘুষ দেওয়ার অভিযোগ রয়েছে এই দুই ব্যক্তির বিরুদ্ধে৷

 

খেলা

  • করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন বর্ষীয়াণ ম্যারাথন রানার বাবা অমৃক সিং৷ জীবনে একশোর বেশি ম্যারাথন দৌড়ে অংশ নিয়েছিলেন জলন্ধরের এই দৌড়বিদ৷
  • করোনা নিয়ে আতঙ্কের মধ্যেই বক্সিং ম্যাচ শুরু হল নিকারাগুয়ায়৷